ক্রীড়া ডেস্ক
খারাপ সময় আসে। তাই বলে এমন! দুরবস্থা যেন পিছুই ছাড়ছে না চেলসির। গত দুই মৌসুমে রেকর্ড অঙ্কের চুক্তিতে একের পর এক তারকা খেলোয়াড় কিনেও ফলাফল শূন্য, ব্লুজদের কেবিনেটে জমা হয়নি একটি ট্রফিও। এমনকি আগের মৌসুমে খেলতে পারেনি ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টেও।
এমন পড়তি অবস্থা দেখে কে বলবে, টমাস টুখেলের অধীনে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ২০২০-২১ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল চেলসি! জিতেছিল উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপাও। স্টামফোর্ড ব্রিজে রোমান আব্রামোভিচ সাম্রাজ্য শেষ হওয়ার পরপরই মূলত ব্লুজদের পতন শুরু। ওই তিনটিই শেষ শিরোপা তাদের। রুশ ধনকুবের আব্রামোভিচ ব্রিটেনে নিষিদ্ধ হওয়ার পর ২০২২ সালের মে মাসে ৫ দশমিক ২ বিলিয়ন ডলারে চেলসি কিনে নেন টড বোহেলি।
মার্কিন ধনকুবের এসেই ঢেলে সাজাতে শুরু করেন স্টামফোর্ড ব্রিজকে। ২০২২-২৩ মৌসুমে ব্যয় করেন ৬১১ দশমিক ৪৯ মিলিয়ন ইউরো, যা ওই মৌসুমের দলবদলে সর্বোচ্চ। চেলসির মালিকানা নেওয়ার ৪ মাসের মধ্যে টুখেলকে ছাঁটাই করে ব্রাইটন থেকে নিয়ে আসেন গ্রাহাম পটারকে। এমনিতে চেলসিতে কোচদের হুটহাট চাকরি যাওয়ার রেকর্ড আছে। পটারও বেশি দিন টিকতে পারেননি। দেড় বছরের মধ্যে প্রধান ও অন্তর্বর্তীকালীন মিলিয়ে পাঁচজন কোচ দায়িত্ব পালন করেছেন চেলসির।
গত ১ জুলাই থেকে থিয়াগো সিলভাদের সামলাচ্ছেন মাউরিসিও পচেত্তিনো। কিন্তু চেলসি এই জয়ে ফেরার আভাস দেয় তো এই হেরে বসে। বিপুল অর্থের বিনিময়ে এনজো ফার্নান্দেজ, মিখাইলো মুদ্রিক, ক্রিস্টোফার এনকুকু, মইসেস কাইসেদোর মতো তারকাদের কিনেও চেলসি প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্ন এরই মধ্যে শেষ হয়ে গেছে। পচেত্তিনোর চাকরিটাও এখন শঙ্কায়।
সেই শঙ্কা আরও বেড়েছে ইএফএল বা লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়নশিপের ক্লাব মিডসবোরোর কাছে ১-০ গোলে হেরে বসায়। লিগে তাদের যাচ্ছেতাই অবস্থা। মিডসবোরোর মাঠে হারের পর পচেত্তিনোর গেম প্ল্যান নিয়েও প্রশ্ন উঠেছে। অবশ্য লিগ কাপের ফাইনালে খেলার আশা এখনো আছে চেলসির। তার জন্য ফিরতি লেগে জিততেই হবে। তবে ২০১৬-১৭ মৌসুমে সবশেষ প্রিমিয়ার লিগ জেতা দলটির যেভাবে আবারও বাজে মৌসুম কাটাচ্ছে, হয়তো পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ তো বটে, ইউরোপা বা কনফেডারেশন্স লিগেও থাকতে হতে পারে দর্শক হিসেবে।
খারাপ সময় আসে। তাই বলে এমন! দুরবস্থা যেন পিছুই ছাড়ছে না চেলসির। গত দুই মৌসুমে রেকর্ড অঙ্কের চুক্তিতে একের পর এক তারকা খেলোয়াড় কিনেও ফলাফল শূন্য, ব্লুজদের কেবিনেটে জমা হয়নি একটি ট্রফিও। এমনকি আগের মৌসুমে খেলতে পারেনি ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টেও।
এমন পড়তি অবস্থা দেখে কে বলবে, টমাস টুখেলের অধীনে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ২০২০-২১ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল চেলসি! জিতেছিল উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপাও। স্টামফোর্ড ব্রিজে রোমান আব্রামোভিচ সাম্রাজ্য শেষ হওয়ার পরপরই মূলত ব্লুজদের পতন শুরু। ওই তিনটিই শেষ শিরোপা তাদের। রুশ ধনকুবের আব্রামোভিচ ব্রিটেনে নিষিদ্ধ হওয়ার পর ২০২২ সালের মে মাসে ৫ দশমিক ২ বিলিয়ন ডলারে চেলসি কিনে নেন টড বোহেলি।
মার্কিন ধনকুবের এসেই ঢেলে সাজাতে শুরু করেন স্টামফোর্ড ব্রিজকে। ২০২২-২৩ মৌসুমে ব্যয় করেন ৬১১ দশমিক ৪৯ মিলিয়ন ইউরো, যা ওই মৌসুমের দলবদলে সর্বোচ্চ। চেলসির মালিকানা নেওয়ার ৪ মাসের মধ্যে টুখেলকে ছাঁটাই করে ব্রাইটন থেকে নিয়ে আসেন গ্রাহাম পটারকে। এমনিতে চেলসিতে কোচদের হুটহাট চাকরি যাওয়ার রেকর্ড আছে। পটারও বেশি দিন টিকতে পারেননি। দেড় বছরের মধ্যে প্রধান ও অন্তর্বর্তীকালীন মিলিয়ে পাঁচজন কোচ দায়িত্ব পালন করেছেন চেলসির।
গত ১ জুলাই থেকে থিয়াগো সিলভাদের সামলাচ্ছেন মাউরিসিও পচেত্তিনো। কিন্তু চেলসি এই জয়ে ফেরার আভাস দেয় তো এই হেরে বসে। বিপুল অর্থের বিনিময়ে এনজো ফার্নান্দেজ, মিখাইলো মুদ্রিক, ক্রিস্টোফার এনকুকু, মইসেস কাইসেদোর মতো তারকাদের কিনেও চেলসি প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্ন এরই মধ্যে শেষ হয়ে গেছে। পচেত্তিনোর চাকরিটাও এখন শঙ্কায়।
সেই শঙ্কা আরও বেড়েছে ইএফএল বা লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়নশিপের ক্লাব মিডসবোরোর কাছে ১-০ গোলে হেরে বসায়। লিগে তাদের যাচ্ছেতাই অবস্থা। মিডসবোরোর মাঠে হারের পর পচেত্তিনোর গেম প্ল্যান নিয়েও প্রশ্ন উঠেছে। অবশ্য লিগ কাপের ফাইনালে খেলার আশা এখনো আছে চেলসির। তার জন্য ফিরতি লেগে জিততেই হবে। তবে ২০১৬-১৭ মৌসুমে সবশেষ প্রিমিয়ার লিগ জেতা দলটির যেভাবে আবারও বাজে মৌসুম কাটাচ্ছে, হয়তো পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ তো বটে, ইউরোপা বা কনফেডারেশন্স লিগেও থাকতে হতে পারে দর্শক হিসেবে।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
১ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৪ ঘণ্টা আগে