নভেম্বরে ঢাকায় দুটি ম্যাচ খেলবেন জামালরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

নভেম্বরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ ফুটবল দল। আগামী ১৩ ও ১৬ নভেম্বর ঢাকায় হবে ম্যাচ দুটি। দুই ম্যাচেই জামাল-রাকিবদের প্রতিপক্ষ মালদ্বীপ। আজ সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

এর আগে কয়েক দফায় বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনা করে বাফুফে। বাফুফে সূত্রে জানা যায়, শুরুতে তাদের আশা ছিল র‍্যাঙ্কিংয়ের ওপরের দলের বিপক্ষে খেলা। সে জন্য সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল ও কম্বোডিয়ার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও সেরে ফেলে ফেডারেশন। শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে মালদ্বীপকে দেশে এসে খেলার আমন্ত্রণ জানায়। তারাও রাজি হয়ে যায়।

এর আগে গত সেপ্টেম্বরে ভুটান সফরে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ ফুটবল দল। ফিফা উইন্ডোর মধ্য থেকে সেই দুটি প্রীতি ম্যাচ হলেও ‘অপ্রীতিকর’ অভিজ্ঞতা নিয়েই দেশে ফেরে হাভিয়ের কাবরেরার দল।

এবার অন্তত হোম কন্ডিশন এবং ঘরের মাঠের দর্শকদের সামনে দারুণ কিছু করতে চাইবে বাংলাদেশ। তেমনটা হলে ফিফা র‍্যাঙ্কিংয়েও উন্নতি হবে লাল সবুজের জার্সিধারীদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত