স্বপ্নের ফাইনালে উঠতে আর এক ধাপ বাকি ইন্টারের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১১ মে ২০২৩, ১২: ৪৬
Thumbnail image

সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ইন্টার মিলান। এরপর আর কখনো শিরোপা ছোঁয়ার সুযোগ পায়নি ইতালির দলটি। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার পালা হয়তো এবার শেষ হবে। 

অপেক্ষা ফুরানোর সুযোগ পেতে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের কাজটা অনেকটা এগিয়ে রেখেছে ইন্টার। গতকাল নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে রেখেছে। এ জন্যই স্বপ্নপূরণের এক ধাপ বাকি বলে জানিয়েছেন ইন্টার বস সিমোন ইনজাঘি।

দুই দলের হোম ভেন্যু সান সিরোতে গতকাল ম্যাচ শেষে এমনটি জানিয়েছেন ইনজাঘি। তিনি বলেছেন, ‘আমরা প্রথমার্ধে দুর্দান্ত খেলেছি। তবে স্কোরলাইনটা এখনো শক্ত। আমরা একটি ইতিবাচক রাত কাটিয়েছি, যা আমাদের অনেক তৃপ্তি দিচ্ছে। আমরা আগস্ট থেকেই বিশ্বাস করছি যে স্বপ্নপূরণের পথে একটি অংশ মিস করছি। দ্বিতীয় লেগ হতে এখন সাত দিন বাকি। ফাইনালে উঠতে আমাদের ছোট একটি ধাপ বাকি রয়েছে।’

এসি মিলানের বিপক্ষে ২-০ গোলের জয় এনে দেওয়ার নায়ক হচ্ছেন এডিন জেকো ও হেনরিখ মাখিতারিয়ান। শুরুর ৮ মিনিটে দলকে এগিয়ে দেন ৩৭ বছর বয়সী ‘বুড়ো’ স্ট্রাইকার জেকো। বসনিয়া-হার্জেগোভিনার স্ট্রাইকারের গোলের ২ মিনিট পরেই এসি মিলানের জালে দ্বিতীয় গোলটি করেন মাখিতারিয়ান। প্রথমার্ধের এই ২ গোলের পর আর পুরো ম্যাচে কোনো গোল হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত