ক্রীড়া ডেস্ক
রেফারিকে ঘুষি মারার পরই গ্রেপ্তার হয়েছিলেন আঙ্কারাগুচু ক্লাব সভাপতি ফারুক কোচা। এবার তাঁকে দেওয়া হয়েছে কঠিন শাস্তি। আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাঁর ওপর।
ফারুককে নিষিদ্ধ করার কথা গতকাল এক বিবৃবিতে জানিয়েছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। তাদের শৃঙ্খলা বোর্ড এমন (আজীবন নিষিদ্ধ) সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আঙ্কারাগুচু ক্লাবকেও কঠিন শাস্তি দিয়েছে টিএফএফ। ক্লাবকে ৬৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় তা ৭৫ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে তাদের পাঁচ ম্যাচ খেলতে হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। আঙ্কারাগুচু ক্লাবের অন্যান্য কর্মকর্তারাও নিষেধাজ্ঞা পেয়েছেন। তাদেরকে সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে।
আঙ্কারার এরইয়ামান স্টেডিয়ামে তুরস্কের সুপার লিগে গত সোমবার মুখোমুখি হয়েছিল আঙ্কারাগুচু ও রাইজেসপোর। সেই ম্যাচে ১৪ মিনিটে অলিম্পিও মরুতানের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল আঙ্কারাগুচু। এরপর ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে আদোলফো গাইচের গোলে সমতায় ফেরে রাইজেসপোর। রাইজেসপোরের সমতাসূচক গোলের পরই মাঠে যান আঙ্কারাগুচু ক্লাব সভাপতি কোচা। আঙ্কারাগুচু ক্লাব সভাপতি এরপর রেফারি হালিল ইউমুট মেলারের মুখে সজোরে ঘুষি মারেন। এরপরই তুরস্কের সুপার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
রেফারি মেলারের ওপর হামলার ঘটনায় ওঠে নিন্দার ঝড়। তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়িপ এরদোয়ান এক বিবৃতিতে বলেছিলেন, ‘আঙ্কারাগুচু-রাইজেসপোর ম্যাচে রেফারি হালিল ইউমুট মেলারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। আমি তার দ্রুত আরোগ্য কমানা করছি। খেলাধুলা শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক। তুরস্কের ফুটবলে আমরা কোনো রকম সহিংসতা মেনে নেব না।’
রেফারিকে ঘুষি মারার পরই গ্রেপ্তার হয়েছিলেন আঙ্কারাগুচু ক্লাব সভাপতি ফারুক কোচা। এবার তাঁকে দেওয়া হয়েছে কঠিন শাস্তি। আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাঁর ওপর।
ফারুককে নিষিদ্ধ করার কথা গতকাল এক বিবৃবিতে জানিয়েছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। তাদের শৃঙ্খলা বোর্ড এমন (আজীবন নিষিদ্ধ) সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আঙ্কারাগুচু ক্লাবকেও কঠিন শাস্তি দিয়েছে টিএফএফ। ক্লাবকে ৬৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় তা ৭৫ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে তাদের পাঁচ ম্যাচ খেলতে হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। আঙ্কারাগুচু ক্লাবের অন্যান্য কর্মকর্তারাও নিষেধাজ্ঞা পেয়েছেন। তাদেরকে সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে।
আঙ্কারার এরইয়ামান স্টেডিয়ামে তুরস্কের সুপার লিগে গত সোমবার মুখোমুখি হয়েছিল আঙ্কারাগুচু ও রাইজেসপোর। সেই ম্যাচে ১৪ মিনিটে অলিম্পিও মরুতানের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল আঙ্কারাগুচু। এরপর ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে আদোলফো গাইচের গোলে সমতায় ফেরে রাইজেসপোর। রাইজেসপোরের সমতাসূচক গোলের পরই মাঠে যান আঙ্কারাগুচু ক্লাব সভাপতি কোচা। আঙ্কারাগুচু ক্লাব সভাপতি এরপর রেফারি হালিল ইউমুট মেলারের মুখে সজোরে ঘুষি মারেন। এরপরই তুরস্কের সুপার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
রেফারি মেলারের ওপর হামলার ঘটনায় ওঠে নিন্দার ঝড়। তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়িপ এরদোয়ান এক বিবৃতিতে বলেছিলেন, ‘আঙ্কারাগুচু-রাইজেসপোর ম্যাচে রেফারি হালিল ইউমুট মেলারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। আমি তার দ্রুত আরোগ্য কমানা করছি। খেলাধুলা শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক। তুরস্কের ফুটবলে আমরা কোনো রকম সহিংসতা মেনে নেব না।’
সব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১২ মিনিট আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
২ ঘণ্টা আগেজসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৩ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
৩ ঘণ্টা আগে