ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার সোল দে মায়োর সঙ্গে জামাল ভূঁইয়ার অভিষেক হয়েছে অনেক আগেই। ক্লাবটির হয়ে অভিষেকও হয়ে গেছে তাঁর। বাংলাদেশ অধিনায়ক এবার দেখা করেছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে।
এএফএ সভাপতি তাপিয়ার অফিসে ‘জামাল ভূঁইয়া ৬’ জার্সি নিয়ে ছবি তুলেছেন জামাল ও তাপিয়া দুজনই। তাপিয়ার আতিথেয়তায় মুগ্ধতা ঝরেছে জামালের কণ্ঠে। নিজের ফেসবুক পেজে সকাল ১০টা ১৫ মিনিটে ছবি পোস্ট করে বাংলাদেশ অধিনায়ক ক্যাপশন দিয়েছেন, ‘আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়াকে ধন্যবাদ তাঁর অফিসে আমাকে নেওয়ার জন্য। আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে। আশা করি, ভবিষ্যতে বিশেষ কিছু হবে।’ ক্যাপশন শেষে বাংলাদেশ, আর্জেন্টিনা দুই দেশের পতাকার মধ্যে লাভ ইমোজি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তিন ঘণ্টায় ছবি পোস্টের পর তিন ঘণ্টায় রিঅ্যাকশন পড়েছে ১৮ হাজারেরও বেশি আর ৮৭৯টি মন্তব্য এসেছে। পোস্টটি শেয়ার হয়েছে ২৭৩ বার। ক্লাব সোশ্যাল ওয়াই দেপোর্তিভো সোল দে মায়ো তাদের ফেসবুক পেজে জামাল-তাপিয়ার ছবি পোস্ট করেছে।
এস্তাদিও সোল দে মায়োতে ‘টর্নিও ফেডারেল এ’র ম্যাচে গত পরশু মুখোমুখি হয়েছে সোল দে মায়ো ও জার্মিনাল। ম্যাচের ৮১ মিনিটে পেনাল্টিতে গোল করেন জামাল। জামালের অভিষেক ম্যাচে ২-১ গোলে ম্যাচ জিতেছে সোল দে মায়ো। এরপর গতকাল নিজের ফেসবুক পেজে গোলের ভিডিও পোস্ট করে বাংলাদেশ অধিনায়ক ক্যাপশন দিয়েছেন, ‘আর্জেন্টিনায় নতুন দলের হয়ে অভিষেকে গোল পেয়ে ভীষণ খুশি’।
আর্জেন্টিনার সোল দে মায়োর সঙ্গে জামাল ভূঁইয়ার অভিষেক হয়েছে অনেক আগেই। ক্লাবটির হয়ে অভিষেকও হয়ে গেছে তাঁর। বাংলাদেশ অধিনায়ক এবার দেখা করেছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে।
এএফএ সভাপতি তাপিয়ার অফিসে ‘জামাল ভূঁইয়া ৬’ জার্সি নিয়ে ছবি তুলেছেন জামাল ও তাপিয়া দুজনই। তাপিয়ার আতিথেয়তায় মুগ্ধতা ঝরেছে জামালের কণ্ঠে। নিজের ফেসবুক পেজে সকাল ১০টা ১৫ মিনিটে ছবি পোস্ট করে বাংলাদেশ অধিনায়ক ক্যাপশন দিয়েছেন, ‘আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়াকে ধন্যবাদ তাঁর অফিসে আমাকে নেওয়ার জন্য। আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে। আশা করি, ভবিষ্যতে বিশেষ কিছু হবে।’ ক্যাপশন শেষে বাংলাদেশ, আর্জেন্টিনা দুই দেশের পতাকার মধ্যে লাভ ইমোজি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তিন ঘণ্টায় ছবি পোস্টের পর তিন ঘণ্টায় রিঅ্যাকশন পড়েছে ১৮ হাজারেরও বেশি আর ৮৭৯টি মন্তব্য এসেছে। পোস্টটি শেয়ার হয়েছে ২৭৩ বার। ক্লাব সোশ্যাল ওয়াই দেপোর্তিভো সোল দে মায়ো তাদের ফেসবুক পেজে জামাল-তাপিয়ার ছবি পোস্ট করেছে।
এস্তাদিও সোল দে মায়োতে ‘টর্নিও ফেডারেল এ’র ম্যাচে গত পরশু মুখোমুখি হয়েছে সোল দে মায়ো ও জার্মিনাল। ম্যাচের ৮১ মিনিটে পেনাল্টিতে গোল করেন জামাল। জামালের অভিষেক ম্যাচে ২-১ গোলে ম্যাচ জিতেছে সোল দে মায়ো। এরপর গতকাল নিজের ফেসবুক পেজে গোলের ভিডিও পোস্ট করে বাংলাদেশ অধিনায়ক ক্যাপশন দিয়েছেন, ‘আর্জেন্টিনায় নতুন দলের হয়ে অভিষেকে গোল পেয়ে ভীষণ খুশি’।
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
২৩ মিনিট আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
১ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
১ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
২ ঘণ্টা আগে