ঘরোয়া ফুটবলের মৌসুম শুরু ২২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ২১: ৫৪

দুই দফা পিছিয়ে অবশেষে ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। আজ শনিবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। 

সূচি অনুযায়ী, ২২ নভেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ফুটবলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মৌসুমটি। এরপর ২৯ নভেম্বর থেকে মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। ৩ ডিসেম্বর শুরু ফেডারেশন কাপ। এরই মধ্যে লিগের ছয় ভেন্যুর বেশির ভাগই চূড়ান্ত করে ফেলেছে লিগ কমিটি। শিগগিরই ভেন্যুগুলোর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে ক্লাবগুলোকে। 

এর আগে বাফুফের পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৪ অক্টোবর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হওয়ার কথা ছিল ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। কিন্তু তড়িঘড়ি করে দলবদল শেষ করা ক্লাবগুলো পুরোপুরি নিজেদের গুছিয়ে নিতে না পারায় সময় চায়। 

এরপর বাফুফের নির্বাহী কমিটির বৈঠকে আসে নতুন সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১১ অক্টোবর বসুন্ধরা কিংস-মোহাডোনের চ্যালেঞ্জ কাপ ম্যাচ দিয়ে ২০২৪-২৫ মৌসুমের ঘরোয়া ফুটবল শুরুর কথা ছিল। সেটিও হয়নি। বাফুফের নির্বাচনী ব্যস্ততা থাকায় আরেক দফা পেছানোর কথা বলা হয়। শেষ পর্যন্ত এলো চূড়ান্ত ঘোষণা। সেই ঘোষণা অনুযায়ী নির্বাচনের পর নতুন সভাপতির অধীনেই শুরু হবে ফুটবলের মৌসুম।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত