ক্রীড়া ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদোর কাতার বিশ্বকাপে খেলার পথে একমাত্র বাধা এখন উত্তর মেসেডোনিয়া। আর একটি ম্যাচ জিতলেই বিশ্বকাপ খেলার সুযোগ পাবে পর্তুগাল। ধারণা করা হচ্ছে, যদি পর্তুগাল উত্তীর্ণ হতে পারে কাতার বিশ্বকাপই হতে পারে রোনালদোর শেষ বিশ্বকাপ।
রোনালদো অবশ্য এখনই শেষ নিজের শেষ দেখছেন না। ম্যাচপূর্ব সংবাদসম্মলনে থামার সিদ্ধান্ত নিজেই নেবেন বলে জানিয়েছেন ‘সিআর সেভেন।’ রোনালদো বলেন, ‘আমি নিজেই নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব। যদি আমি আরও খেলতে চাই, তবে আমি খেলব।’
লড়াইটা কঠিন এবং হারলেই বিদায়। তবে জয় ভিন্ন আর কিছু ভাবছেন না রোনালদো, ‘এটা ফাইনাল এবং আমরা প্রস্তুত। আমরা কি ফেবারিট? এটা আমি ভালো বুঝি না। তবে ঘরের মাঠে কিংবা অ্যাওয়েতে আমি নিজেকে সব সময় ফেবারিট বলেই মনে করি। আমরা জানি যে, যদি আমরা জিতি তবে আমরা বিশ্বকাপে খেলতে পারব। যদি হেরে যাই তবে বাদ পড়ব। ইতিবাচক থাকা এবং ম্যাচ জেতাটা আমাদের কর্তব্য।’
ইতালিকে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছেন মেসেডোনিয়া। তবে ফাইনালে কোনো চমক হবে না বলে জানিয়েছেন রোনালদো, ‘পর্তুগাল ছাড়া বিশ্বকাপ হয় না। এখানে কোনো ব্যক্তি নেই। আমরা একটা দল। মেসেডোনিয়া অনেক ম্যাচে চমকে দিয়েছে। তবে আগামীকাল কোনো চমক হবে না এবং আমরা বিশ্বকাপ খেলব।’
ক্রিস্টিয়ানো রোনালদোর কাতার বিশ্বকাপে খেলার পথে একমাত্র বাধা এখন উত্তর মেসেডোনিয়া। আর একটি ম্যাচ জিতলেই বিশ্বকাপ খেলার সুযোগ পাবে পর্তুগাল। ধারণা করা হচ্ছে, যদি পর্তুগাল উত্তীর্ণ হতে পারে কাতার বিশ্বকাপই হতে পারে রোনালদোর শেষ বিশ্বকাপ।
রোনালদো অবশ্য এখনই শেষ নিজের শেষ দেখছেন না। ম্যাচপূর্ব সংবাদসম্মলনে থামার সিদ্ধান্ত নিজেই নেবেন বলে জানিয়েছেন ‘সিআর সেভেন।’ রোনালদো বলেন, ‘আমি নিজেই নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব। যদি আমি আরও খেলতে চাই, তবে আমি খেলব।’
লড়াইটা কঠিন এবং হারলেই বিদায়। তবে জয় ভিন্ন আর কিছু ভাবছেন না রোনালদো, ‘এটা ফাইনাল এবং আমরা প্রস্তুত। আমরা কি ফেবারিট? এটা আমি ভালো বুঝি না। তবে ঘরের মাঠে কিংবা অ্যাওয়েতে আমি নিজেকে সব সময় ফেবারিট বলেই মনে করি। আমরা জানি যে, যদি আমরা জিতি তবে আমরা বিশ্বকাপে খেলতে পারব। যদি হেরে যাই তবে বাদ পড়ব। ইতিবাচক থাকা এবং ম্যাচ জেতাটা আমাদের কর্তব্য।’
ইতালিকে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছেন মেসেডোনিয়া। তবে ফাইনালে কোনো চমক হবে না বলে জানিয়েছেন রোনালদো, ‘পর্তুগাল ছাড়া বিশ্বকাপ হয় না। এখানে কোনো ব্যক্তি নেই। আমরা একটা দল। মেসেডোনিয়া অনেক ম্যাচে চমকে দিয়েছে। তবে আগামীকাল কোনো চমক হবে না এবং আমরা বিশ্বকাপ খেলব।’
এটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
৩৯ মিনিট আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৪ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৪ ঘণ্টা আগে