ক্রীড়া ডেস্ক
সাম্প্রতিক সময়ে কেবল কাসেমিরোই ম্যানচেস্টার ইউনাইটেডে আসেননি, গত মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে ওল্ড ট্রাফোর্ড যোগ দেন আরেক রিয়াল মাদ্রিদ তারকা রাফায়েল ভারানে। ম্যানইউতে ফরাসি ডিফেন্ডার ফের তাঁর সাবেক সতীর্থকে পেয়ে আনন্দিত। সেই সঙ্গে জানালেন, কেন রিয়াল ছেড়ে কাসেমিরো প্রিমিয়ার লিগ জায়ান্ট রেড ডেভিল শিবিরে যোগ দিলেন তার পেছনের কারণ।
পিএ-কে ভারানে বলেন, ‘খুবই উচ্ছ্বসিত। আমি তার মান সম্পর্কে ভালো জানি। সে দলে ভারসাম্য আনবে। সে একজন যোদ্ধা। আমি মনে করি, সে ইংলিশ ফুটবল উপভোগ করবে। আমি তাকে জানি।’
রিয়ালের জার্সিতে সব শিরোপা জিতেছেন কাসেমিরো। তবে সাফল্যে আর মন ভরছিল না ব্রাজিলিয়ান মিডফিল্ডারের। হঠাৎ করে মন পাল্টে লস ব্লাঙ্কোসদের ছেড়ে ম্যানইউতে যোগ দেওয়ার প্রসঙ্গে কাসেমিরো জানান, তিনি নতুন চ্যালেঞ্জ নিতে চান। অথচ কয়েক মৌসুম ধরে রেড ডেভিলদের সাফল্যের হার নিম্নমুখী। এবার তারা নেই চ্যাম্পিয়নস লিগেও। তার মধ্যে এমন ক্লাব বেছে নেওয়া স্বাভাবিকভাবে ঝুঁকির বলতে গেলে। তবে কাসেমিরো যে অন্য ধাতুতে গড়া। পছন্দ করেন নতুন চ্যালেঞ্জ নিতে।
কাসেমিরোর ওল্ড ট্রাফোর্ডে আসার প্রসঙ্গে একই কথা ভারানেরও, ‘তার নতুন চ্যালেঞ্জ দরকার। আমি ঠিক জানি কেন সে এই ক্লাব বেছে নিয়েছে।’
ওল্ড ট্রাফোর্ডে কেবল ভারানে নয়, সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানোকেও পাচ্ছেন কাসেমিরো। এই তিন তারকা রিয়ালের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন। এবার কি তাঁরা ম্যানইউকেও হারানো গৌরব ফিরিয়ে দিতে পারবেন?
সাম্প্রতিক সময়ে কেবল কাসেমিরোই ম্যানচেস্টার ইউনাইটেডে আসেননি, গত মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে ওল্ড ট্রাফোর্ড যোগ দেন আরেক রিয়াল মাদ্রিদ তারকা রাফায়েল ভারানে। ম্যানইউতে ফরাসি ডিফেন্ডার ফের তাঁর সাবেক সতীর্থকে পেয়ে আনন্দিত। সেই সঙ্গে জানালেন, কেন রিয়াল ছেড়ে কাসেমিরো প্রিমিয়ার লিগ জায়ান্ট রেড ডেভিল শিবিরে যোগ দিলেন তার পেছনের কারণ।
পিএ-কে ভারানে বলেন, ‘খুবই উচ্ছ্বসিত। আমি তার মান সম্পর্কে ভালো জানি। সে দলে ভারসাম্য আনবে। সে একজন যোদ্ধা। আমি মনে করি, সে ইংলিশ ফুটবল উপভোগ করবে। আমি তাকে জানি।’
রিয়ালের জার্সিতে সব শিরোপা জিতেছেন কাসেমিরো। তবে সাফল্যে আর মন ভরছিল না ব্রাজিলিয়ান মিডফিল্ডারের। হঠাৎ করে মন পাল্টে লস ব্লাঙ্কোসদের ছেড়ে ম্যানইউতে যোগ দেওয়ার প্রসঙ্গে কাসেমিরো জানান, তিনি নতুন চ্যালেঞ্জ নিতে চান। অথচ কয়েক মৌসুম ধরে রেড ডেভিলদের সাফল্যের হার নিম্নমুখী। এবার তারা নেই চ্যাম্পিয়নস লিগেও। তার মধ্যে এমন ক্লাব বেছে নেওয়া স্বাভাবিকভাবে ঝুঁকির বলতে গেলে। তবে কাসেমিরো যে অন্য ধাতুতে গড়া। পছন্দ করেন নতুন চ্যালেঞ্জ নিতে।
কাসেমিরোর ওল্ড ট্রাফোর্ডে আসার প্রসঙ্গে একই কথা ভারানেরও, ‘তার নতুন চ্যালেঞ্জ দরকার। আমি ঠিক জানি কেন সে এই ক্লাব বেছে নিয়েছে।’
ওল্ড ট্রাফোর্ডে কেবল ভারানে নয়, সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানোকেও পাচ্ছেন কাসেমিরো। এই তিন তারকা রিয়ালের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন। এবার কি তাঁরা ম্যানইউকেও হারানো গৌরব ফিরিয়ে দিতে পারবেন?
লিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
১৩ মিনিট আগেইউরোপীয় ফুটবলে বর্ণবাদী আক্রমণ তো নতুন কিছু নয়। চোখ কান খোলা রাখলেই এসব ঘটনা জানা যায়। লা লিগায় গত রাতে বার্সেলোনার ফুটবলার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। কলিসিয়াম স্টেডিয়ামে গত রাতে লা লিগায় ম্যাচে মুখোমুখি হয়েছে হেতাফে ও বার্সেলোনা। হেতাফে-বার্সা ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলা....
২ ঘণ্টা আগেসাদা বলের ক্রিকেটে জাতীয় দলের লোয়ার অর্ডারের অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন জাকের আলী অনিক। গত বিপিএলে মিডল ও লোয়ার অর্ডারে ইমপ্যাক্টফুল ব্যাটিং তাঁকে জাতীয় দলে জায়গা করে দেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই। ওয়েস্ট ইন্ডিজে দারুণ একটা সফরের পর চলতি বিপিএলেও চেষ্টা করছেন....
২ ঘণ্টা আগে