সাবিনাদের ফেরার উৎসবেও নিস্তব্ধ বাফুফে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

শিরোপা নিয়ে বীরের বেশে নেপাল থেকে ফিরেছে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। বিজি ৩৭২ ফ্লাইটে দুপুর ১টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে সাবিনা খাতুনের দল। 

বিজয়ী বীরদের বরণ করে নিতে আজ রাস্তায় নেমেছেন ক্রীড়া অনুরাগীরা। বিমানবন্দর থেকে শুরু করে ঢাকার রাজপথ—কোথাও তিল ধারণের ঠাঁই নেই। তবে এর বিপরীত চিত্র দেখা গেছে ফুটবলের আঁতুড়ঘর ফেডারেশন কার্যালয়ে। 

সকাল থেকেই সংবাদকর্মীরা জমায়েত হয়েছেন বাফুফে ভবনে। মূলত তাঁদের ভিড়টাই চোখে পড়ছে এখানে। পুরো বাফুফেতে যেন শ্মশানের নিস্তব্ধতা! এমন উৎসবমুখর দিনেও বাফুফের আয়োজন একেবারেই মলিন-ম্যাড়ম্যাড়ে। যেখানে এখন সাজসাজ রব থাকার কথা, সেখানে সুনসান নীরবতা। দেখে বোঝারই উপায় নেই, এত বড় অর্জনের পর দেশে ফিরছে মেয়েরা। সাবিনা-সানজিদাদের আপন ঘরটা যেন পর পর মনে হচ্ছে। 

এমন দৃশ্য যিনিই দেখছেন, তিনিই বিস্ময় প্রকাশ করছেন। এমনকি সামাজিক মাধ্যমে বাফুফের উদাসীনতা নিয়ে কম বেশি সমালোচনা হচ্ছে। একজন তো হতাশা নিয়ে লিখেছেন, 'হায় বাফুফে! তোমাদের ঘুম ভাঙবে কবে? '

দেশের ফুটবলের অভিভাবক সংস্থা হয়েও ন্যূনতম উদ্যোগ নেয়নি বাফুফে। অথচ ২০২০ সালের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যখন বিশ্বকাপ নিয়ে ফিরেছিল, বিসিবির আয়োজন ছিল চোখে লেগে থাকার মতো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত