ক্রীড়া ডেস্ক
চোট কাটিয়ে ফেরাটা ব্যক্তিগতভাবে সুখকর হলো না লিওনেল মেসির। ইন্টার মায়ামি জয় পেলেও পায়ের পুরোনো চোট নিয়েই আবার মাঠ ছেড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের ৩৭ মিনিটে মাঠ ছাড়েন তিনি।
এতে করে টরন্টোর বিপক্ষে ৪–০ গোলের জয়েও স্বস্তি পাচ্ছে না মায়ামি। মেসির আগে মাঠ ছাড়েন জর্দি আলবাও। স্পেনের সাবেক ডিফেন্ডারও এ ম্যাচ দিয়েই মাঠে ফিরেছিলেন। কিন্তু তাঁকে চোট নিয়ে ফিরতে হয় ৩৩ মিনিটে।
একাদশের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটে চিন্তা বেড়েছে মায়ামির কোচ জেরার্দো মার্তিনোর। ম্যাচ শেষে তা স্বীকারও করেছেন তিনি। আর্জেন্টাইন কোচ বলেছেন,‘আগামী রোববার (বাংলাদেশ সময় সোমবার) তাদের খেলার সুযোগ নেই। জানি আমাদের একটি ফাইনাল (আগামী বুধবার) খেলতে হবে। তাই তারা যদি খেলার মতো অবস্থায় না থাকে পরের ম্যাচে মাঠের ধারেকাছেও থাকবে না।’
মেসি–আলবার চোটের দিন দলকে ৪–০ গোলের বড় জয় এনে দিয়েছেন জোড়া গোল করা রবার্তো টেইলর এবং একটি করে গোল করা ফাকুন্দো ফ্যারিয়াস ও বেঞ্জামিন ক্রামসি। শুরুতেই অবশ্য গোল হজম করতে পারত মায়ামি। ১৩ মিনিটের সময় টরন্টোর ডিনড্রে কারের শট গোলরক্ষক কিছুটা প্রতিহত করলেও পোস্টে লেগে বেঁচে যায় স্বাগতিকেরা।
এরপর আর পেছন ফেরে তাকাতে হয়নি মায়ামিকে। প্রতিপক্ষের উপর বলের নিয়ন্ত্রণ নিয়ে ম্যাচে এগিয়ে যায় তারাই। তবে প্রথম গোল পেতে প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। যোগ করা সময়ের ৩মিনিটে আর্জেন্টাইন ফ্যারিয়াস দুর্দান্ত ভলিতে মায়ামিকে এগিয়ে দেন।
বিরতির পর জোড়া গোল করা টেইলর নিজের প্রথম গোল করেন ৫৪ মিনিটে। আর দলের ও নিজের শেষ গোল করেন ৮৭ মিনিটে। তাঁর আগে ৭৩ মিনিটে দলের তৃতীয় গোল করেন ক্রামসি। মায়ামির পরের ম্যাচ অরল্যান্ডো সিটির বিপক্ষে ২৫ সেপ্টেম্বর। আর ইউএস ওপেন কাপ ফাইনাল ২৮ সেপ্টেম্বর। ফাইনালে মেসি–আলবা খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।
চোট কাটিয়ে ফেরাটা ব্যক্তিগতভাবে সুখকর হলো না লিওনেল মেসির। ইন্টার মায়ামি জয় পেলেও পায়ের পুরোনো চোট নিয়েই আবার মাঠ ছেড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের ৩৭ মিনিটে মাঠ ছাড়েন তিনি।
এতে করে টরন্টোর বিপক্ষে ৪–০ গোলের জয়েও স্বস্তি পাচ্ছে না মায়ামি। মেসির আগে মাঠ ছাড়েন জর্দি আলবাও। স্পেনের সাবেক ডিফেন্ডারও এ ম্যাচ দিয়েই মাঠে ফিরেছিলেন। কিন্তু তাঁকে চোট নিয়ে ফিরতে হয় ৩৩ মিনিটে।
একাদশের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটে চিন্তা বেড়েছে মায়ামির কোচ জেরার্দো মার্তিনোর। ম্যাচ শেষে তা স্বীকারও করেছেন তিনি। আর্জেন্টাইন কোচ বলেছেন,‘আগামী রোববার (বাংলাদেশ সময় সোমবার) তাদের খেলার সুযোগ নেই। জানি আমাদের একটি ফাইনাল (আগামী বুধবার) খেলতে হবে। তাই তারা যদি খেলার মতো অবস্থায় না থাকে পরের ম্যাচে মাঠের ধারেকাছেও থাকবে না।’
মেসি–আলবার চোটের দিন দলকে ৪–০ গোলের বড় জয় এনে দিয়েছেন জোড়া গোল করা রবার্তো টেইলর এবং একটি করে গোল করা ফাকুন্দো ফ্যারিয়াস ও বেঞ্জামিন ক্রামসি। শুরুতেই অবশ্য গোল হজম করতে পারত মায়ামি। ১৩ মিনিটের সময় টরন্টোর ডিনড্রে কারের শট গোলরক্ষক কিছুটা প্রতিহত করলেও পোস্টে লেগে বেঁচে যায় স্বাগতিকেরা।
এরপর আর পেছন ফেরে তাকাতে হয়নি মায়ামিকে। প্রতিপক্ষের উপর বলের নিয়ন্ত্রণ নিয়ে ম্যাচে এগিয়ে যায় তারাই। তবে প্রথম গোল পেতে প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। যোগ করা সময়ের ৩মিনিটে আর্জেন্টাইন ফ্যারিয়াস দুর্দান্ত ভলিতে মায়ামিকে এগিয়ে দেন।
বিরতির পর জোড়া গোল করা টেইলর নিজের প্রথম গোল করেন ৫৪ মিনিটে। আর দলের ও নিজের শেষ গোল করেন ৮৭ মিনিটে। তাঁর আগে ৭৩ মিনিটে দলের তৃতীয় গোল করেন ক্রামসি। মায়ামির পরের ম্যাচ অরল্যান্ডো সিটির বিপক্ষে ২৫ সেপ্টেম্বর। আর ইউএস ওপেন কাপ ফাইনাল ২৮ সেপ্টেম্বর। ফাইনালে মেসি–আলবা খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।
এভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
৩৮ মিনিট আগেস্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।
২ ঘণ্টা আগেমিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
৩ ঘণ্টা আগেকোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
৩ ঘণ্টা আগে