নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এই না হলে ডার্বি! ম্যাচের আগে কথার উত্তাপ, মাঠের লড়াইয়ে পাল্টাপাল্টি আক্রমণের পসরা। এরপর গোল করে ব্যতিক্রমী উদ্যাপন। গতকাল কুমিল্লায় হয়ে যাওয়া আবাহনী-মোহামেডান দ্বৈরথে উত্তাপের যেন কমতি ছিল না। পুরো ৯০ মিনিট সুন্দর ফুটবলই উপভোগ করেছেন দর্শকেরা। আর সেই উপভোগের রংটা আরও ঝলমলে করেছেন মোহাম্মদ ইব্রাহিম। আবাহনীর এই ফরোয়ার্ডের গোলেই ফেডারেশন কাপ থেকে একপ্রকার ছিটকে গেছে মোহামেডান।
মঙ্গলবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে নায়ক বনে যান ইব্রাহিম। যে কিনা মনেপ্রাণে লিওনেল মেসির একজন পাঁড় ভক্ত। কিন্তু এ দিন জয়ের চিত্রনাট্য লিখে অনেকটা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো উদ্যাপন করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস আর রিয়াল মাদ্রিদ মাতানো সিআর সেভেন বহু ম্যাচে গোলের পর জার্সি খুলে উদ্যাপন করেছেন।
এমন উদ্যাপন নিয়ে ম্যাচের পর আজকের পত্রিকাকে ইব্রাহিম বলেন, ‘এর আগে ২০১৪-১৫ মৌসুমে মোহামেডানে খেলেছিলাম। মাঠে নামার পর সেই দিনগুলো মনে পড়ে যায়। এরপর হঠাৎ একটা চিন্তা মাথায় আসে যে গোল করতে পারলে জার্সি খুলে উদ্যাপন করব। তারপর গোলও পেয়ে গেলাম।’ এমনিতে উদ্যাপন দেখে অনেকের মনে হবে আপনি রোনালদোকে অনুকরণ করেছেন। আসলে কি তা-ই? এমন প্রশ্নের উত্তরে কিছুটা হেসেই ইব্রাহিমের জবাব, ‘না, আমি তো মেসির ভক্ত। হতে পারে রোনালদোর মতো উদ্যাপন। তবে এটা সত্যি, মেসিই আমার প্রিয় ফুটবলার।’
এ দিকে দারুণ জয়ে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আরও বাড়াল আবাহনী। আর মোহামেডান কেবল কাগজে-কলমেই টিকে আছে। গ্রুপ ‘বি’তে থাকা সাদা-কালোরা এরই মধ্যে তিন ম্যাচ থেকে তুলেছে মাত্র তিন পয়েন্ট। আবাহনী দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট জমা করেছে। এই গ্রুপে একে থাকা রহমতগঞ্জের পয়েন্টও আবাহনীর সমান ৬। মোহামেডানের বাকি আর এক ম্যাচ। ৪ ফেব্রুয়ারি তারা খেলবে ফকিরেরপুলের বিপক্ষে। সেই ম্যাচ জিতলেও পরের রাউন্ডে যাওয়ার নিশ্চয়তা নেই।
যদি আবাহনী ও রহমতগঞ্জ তাদের বাকি ম্যাচগুলোতে বাজে কিছুও করে, তবু অনেক হিসাব মেলাতে হবে মোহামেডানকে। যদিও আবাহনীর এখনো দুই ম্যাচ বাকি আর দুটি ম্যাচে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে ফকিরেরপুল ও রহমতগঞ্জকে। যেখানে ফকিরেরপুল থেকে তিন পয়েন্ট নেওয়া কঠিন কিছু নয়। ডার্বিতে ম্যাচসেরা হওয়া ইব্রাহিমও এমনটাই ভাবছেন, ‘আমাদের প্রতিটি খেলোয়াড় নিজের সেরাটা দিয়ে পারফর্ম করেন। তাঁরা জাতীয় দলে খেলা ফুটবলার। মিতুল গোলপোস্টের নিচে দারুণ করছেন। আমাদের লক্ষ্য সামনের ম্যাচগুলোতেও ভালো কিছু করা। ডার্বি জেতায় সবাই খুশি। আত্মবিশ্বাস আরও বেড়েছে।’
প্রিমিয়ার লিগ ফুটবলে যেভাবে এগোচ্ছে মোহামেডান, ফেডারেশন কাপে হলো তার উল্টো। যে প্রতিযোগিতার শুরুটাই হার দিয়ে করেছিল দলটি। এরপর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে গোলবন্যায় ভাসিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল তারা। কিন্তু তৃতীয় ম্যাচে আবার হার। আর সেই হারে এখন বিদায়ের ক্ষণ গুনছে মোহামেডান।
এই না হলে ডার্বি! ম্যাচের আগে কথার উত্তাপ, মাঠের লড়াইয়ে পাল্টাপাল্টি আক্রমণের পসরা। এরপর গোল করে ব্যতিক্রমী উদ্যাপন। গতকাল কুমিল্লায় হয়ে যাওয়া আবাহনী-মোহামেডান দ্বৈরথে উত্তাপের যেন কমতি ছিল না। পুরো ৯০ মিনিট সুন্দর ফুটবলই উপভোগ করেছেন দর্শকেরা। আর সেই উপভোগের রংটা আরও ঝলমলে করেছেন মোহাম্মদ ইব্রাহিম। আবাহনীর এই ফরোয়ার্ডের গোলেই ফেডারেশন কাপ থেকে একপ্রকার ছিটকে গেছে মোহামেডান।
মঙ্গলবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে নায়ক বনে যান ইব্রাহিম। যে কিনা মনেপ্রাণে লিওনেল মেসির একজন পাঁড় ভক্ত। কিন্তু এ দিন জয়ের চিত্রনাট্য লিখে অনেকটা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো উদ্যাপন করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস আর রিয়াল মাদ্রিদ মাতানো সিআর সেভেন বহু ম্যাচে গোলের পর জার্সি খুলে উদ্যাপন করেছেন।
এমন উদ্যাপন নিয়ে ম্যাচের পর আজকের পত্রিকাকে ইব্রাহিম বলেন, ‘এর আগে ২০১৪-১৫ মৌসুমে মোহামেডানে খেলেছিলাম। মাঠে নামার পর সেই দিনগুলো মনে পড়ে যায়। এরপর হঠাৎ একটা চিন্তা মাথায় আসে যে গোল করতে পারলে জার্সি খুলে উদ্যাপন করব। তারপর গোলও পেয়ে গেলাম।’ এমনিতে উদ্যাপন দেখে অনেকের মনে হবে আপনি রোনালদোকে অনুকরণ করেছেন। আসলে কি তা-ই? এমন প্রশ্নের উত্তরে কিছুটা হেসেই ইব্রাহিমের জবাব, ‘না, আমি তো মেসির ভক্ত। হতে পারে রোনালদোর মতো উদ্যাপন। তবে এটা সত্যি, মেসিই আমার প্রিয় ফুটবলার।’
এ দিকে দারুণ জয়ে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আরও বাড়াল আবাহনী। আর মোহামেডান কেবল কাগজে-কলমেই টিকে আছে। গ্রুপ ‘বি’তে থাকা সাদা-কালোরা এরই মধ্যে তিন ম্যাচ থেকে তুলেছে মাত্র তিন পয়েন্ট। আবাহনী দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট জমা করেছে। এই গ্রুপে একে থাকা রহমতগঞ্জের পয়েন্টও আবাহনীর সমান ৬। মোহামেডানের বাকি আর এক ম্যাচ। ৪ ফেব্রুয়ারি তারা খেলবে ফকিরেরপুলের বিপক্ষে। সেই ম্যাচ জিতলেও পরের রাউন্ডে যাওয়ার নিশ্চয়তা নেই।
যদি আবাহনী ও রহমতগঞ্জ তাদের বাকি ম্যাচগুলোতে বাজে কিছুও করে, তবু অনেক হিসাব মেলাতে হবে মোহামেডানকে। যদিও আবাহনীর এখনো দুই ম্যাচ বাকি আর দুটি ম্যাচে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে ফকিরেরপুল ও রহমতগঞ্জকে। যেখানে ফকিরেরপুল থেকে তিন পয়েন্ট নেওয়া কঠিন কিছু নয়। ডার্বিতে ম্যাচসেরা হওয়া ইব্রাহিমও এমনটাই ভাবছেন, ‘আমাদের প্রতিটি খেলোয়াড় নিজের সেরাটা দিয়ে পারফর্ম করেন। তাঁরা জাতীয় দলে খেলা ফুটবলার। মিতুল গোলপোস্টের নিচে দারুণ করছেন। আমাদের লক্ষ্য সামনের ম্যাচগুলোতেও ভালো কিছু করা। ডার্বি জেতায় সবাই খুশি। আত্মবিশ্বাস আরও বেড়েছে।’
প্রিমিয়ার লিগ ফুটবলে যেভাবে এগোচ্ছে মোহামেডান, ফেডারেশন কাপে হলো তার উল্টো। যে প্রতিযোগিতার শুরুটাই হার দিয়ে করেছিল দলটি। এরপর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে গোলবন্যায় ভাসিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল তারা। কিন্তু তৃতীয় ম্যাচে আবার হার। আর সেই হারে এখন বিদায়ের ক্ষণ গুনছে মোহামেডান।
শহীদ আফ্রিদি কোথাও গেলে ক্যামেরার লেন্সের ফোকাস আপনাআপনি চলে যায় সেদিকে। শুধু কি তাই? ভক্ত-সমর্থকদের সেলফির আবদারও পূরণ করতে হয় তাঁকে। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) সেটার ব্যতিক্রম হয়নি।
৫ ঘণ্টা আগেপ্যাট কামিন্সের নেতৃত্বে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অজিরা জিতেছে ৩-১ ব্যবধানে। সিরিজের পাঁচ টেস্টের পিচের অবস্থা আজ মূল্যায়ন করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি।
৬ ঘণ্টা আগেব্যাটিংয়ে এত বাজে সময় কবে গেছে, সেটা ভাবতে বিরাট কোহলির এখন ঘাঁটতে হবে অতীত ইতিহাস। কারণ,সদ্য শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২০০ রানও করতে পারেননি তিনি। হতশ্রী ব্যাটিংয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে দুঃসংবাদ পেলেন ভারতীয় এই তারকা ব্যাটার। যে বাজে অবস্থা গত ১২ বছরে কখনোই হয়নি তাঁ
৮ ঘণ্টা আগে