বোমা হামলার হুমকির পর ঘর ছাড়লেন ম্যানইউ অধিনায়ক 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৬: ৫৭
Thumbnail image

বাড়িতে বোমা হামলার হুমকি পাওয়ার পর পুলিশের নির্দেশে বাড়ি খালি করেছেন হ্যারি মাগুয়ের। ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়কের পরিবারকে সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে। গতকাল মাগুয়ের ও তাঁর পরিবারকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ রকম বেশ কয়েকটি হুমকি আগেও পেয়েছেন তিনি। এরপর পুলিশে অভিযোগ জানিয়েছেন মাগুয়ের। অভিযোগ পেয়ে ব্যবস্থা নিয়েছে পুলিশ।

মাগুয়েরের মুখপাত্র জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি হুমকি পেয়ে পুলিশে অভিযোগ করেছেন তিনি। হুমকিতে মাগুয়েরের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। বাধ্য হয়ে এবার ঘরছাড়া হতে বাধ্য হলেন ম্যানইউ ডিফেন্ডার।

হুমকি পাওয়ার পর থেকে বাগ্‌দত্তা ও দুই সন্তানকে নিয়ে চিন্তায় আছেন মাগুয়ের। ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার তাই কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না।  পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে।  কারা এর পেছনে জড়িত খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। 

মাঠের বাজে পারফরম্যান্সের জন্য নিয়মিত দর্শকদের তোপের মুখে পড়েন মাগুয়ের। তাঁকে নিয়ে  সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলেরও শেষ নেই। এবার পেলেন বোমা হামলার হুমকি। এত কিছুর পরও অবশ্য নিজের খেলা চালিয়ে যাচ্ছেন মাগুয়ের। ম্যানইউর হয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। কাল আর্সেনালের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচেও মাঠে নামবেন মাগুয়ের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত