ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্বলে উঠবে ফ্রান্স—এমনটা প্রত্যাশিতই ছিল। কিন্তু চ্যাম্পিয়নদের ম্যাচের চিত্রনাট্যটা প্রত্যাশামতো শুরু হয়নি, বরং আরও নাটকীয়ভাবে শুরু হলো।
বাম প্রান্ত থেকে হ্যারি সুটারের ক্রস পেয়ে বক্সের দিকে এগিয়ে যান লেকি। তাঁকে কাভার করতে গিয়ে চোটগ্রস্ত হয়ে পড়েন লুকাস হার্নান্দেজ। তারও আগেই সুযোগ মিস করেননি ফরোয়ার্ড ম্যাথু লেকি। আশ্চর্যের মতো স্কোরবোর্ডে নাম লেখান তিনি। এই বিশ্বকাপে এখন পর্যন্ত দ্রুততম গোলটিও আসে তাঁর পা থেকেই।
গোল খেয়ে যেন ফুঁসে ওঠে ফ্রান্স। ২৭ মিনিটে থিউ হার্নান্দেজের করা কর্নার থেকে হেডে গোল করেন আদ্রিয়াঁ রাবিও।
পাঁচ মিনিট পরই গোল করে রেকর্ডের কাছাকাছি এগিয়ে যান অলভিয়ের জিরুর। এবার রাবিওর বাড়ানো বল থেকে সহজ ও সুন্দর গোল করেন ফরাসি নাম্বার নাইন। পাঁচ মিনিটেই বিধ্বস্ত অস্ট্রেলিয়া আর ঘুরে দাঁড়াতে পারেনি।
দ্বিতীয়ার্ধে গোলের দেখা পান ফ্রান্সের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ৬৮ মিনিটে ডান প্রান্ত থেকে ওসমানে দেম্বেলের বাড়ানো পাস থেকে বল জালে ঢোকান ফরাসি পোস্টারবয়।
ফ্রান্সের তখনো গোল উৎসব শেষ হয়নি। জিরুর বাকি ছিল থিয়েরি অরির পাশে নাম লেখানোর রেকর্ডের সুযোগ। ৭৩ মিনিটে সেই সুযোগ করে দেন পিএসজি স্ট্রাইকার এমবাপ্পে। অস্ট্রেলিয়ান ডিফেন্ডারকে পাশ কাটিয়ে বাম প্রান্ত থেকে জিরুরকে বক্সের মাঝে পেয়ে বাড়িয়ে দেন বল। আর ফ্রান্সের হয়ে যৌথভাবে শীর্ষ গোলদাতার তালিকায় নাম তুলতে ভুল করেননি জিরুর। ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফেবারিটরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্বলে উঠবে ফ্রান্স—এমনটা প্রত্যাশিতই ছিল। কিন্তু চ্যাম্পিয়নদের ম্যাচের চিত্রনাট্যটা প্রত্যাশামতো শুরু হয়নি, বরং আরও নাটকীয়ভাবে শুরু হলো।
বাম প্রান্ত থেকে হ্যারি সুটারের ক্রস পেয়ে বক্সের দিকে এগিয়ে যান লেকি। তাঁকে কাভার করতে গিয়ে চোটগ্রস্ত হয়ে পড়েন লুকাস হার্নান্দেজ। তারও আগেই সুযোগ মিস করেননি ফরোয়ার্ড ম্যাথু লেকি। আশ্চর্যের মতো স্কোরবোর্ডে নাম লেখান তিনি। এই বিশ্বকাপে এখন পর্যন্ত দ্রুততম গোলটিও আসে তাঁর পা থেকেই।
গোল খেয়ে যেন ফুঁসে ওঠে ফ্রান্স। ২৭ মিনিটে থিউ হার্নান্দেজের করা কর্নার থেকে হেডে গোল করেন আদ্রিয়াঁ রাবিও।
পাঁচ মিনিট পরই গোল করে রেকর্ডের কাছাকাছি এগিয়ে যান অলভিয়ের জিরুর। এবার রাবিওর বাড়ানো বল থেকে সহজ ও সুন্দর গোল করেন ফরাসি নাম্বার নাইন। পাঁচ মিনিটেই বিধ্বস্ত অস্ট্রেলিয়া আর ঘুরে দাঁড়াতে পারেনি।
দ্বিতীয়ার্ধে গোলের দেখা পান ফ্রান্সের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ৬৮ মিনিটে ডান প্রান্ত থেকে ওসমানে দেম্বেলের বাড়ানো পাস থেকে বল জালে ঢোকান ফরাসি পোস্টারবয়।
ফ্রান্সের তখনো গোল উৎসব শেষ হয়নি। জিরুর বাকি ছিল থিয়েরি অরির পাশে নাম লেখানোর রেকর্ডের সুযোগ। ৭৩ মিনিটে সেই সুযোগ করে দেন পিএসজি স্ট্রাইকার এমবাপ্পে। অস্ট্রেলিয়ান ডিফেন্ডারকে পাশ কাটিয়ে বাম প্রান্ত থেকে জিরুরকে বক্সের মাঝে পেয়ে বাড়িয়ে দেন বল। আর ফ্রান্সের হয়ে যৌথভাবে শীর্ষ গোলদাতার তালিকায় নাম তুলতে ভুল করেননি জিরুর। ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফেবারিটরা।
৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
৩৫ মিনিট আগেচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
১ ঘণ্টা আগে‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
৩ ঘণ্টা আগে