একাদশে জায়গা হলো না রোনালদোর

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৯: ৫৪
Thumbnail image

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগের প্রিমিয়ার লিগ অধ্যায় শুরু হচ্ছে আজ থেকে। রোববার সন্ধ্যা ৭টায় ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ব্রাইটনের মুখোমুখি হচ্ছে রেড ডেভিলরা। 

লিগের ২০২২-২৩ মৌসুমের প্রথম ম্যাচে টেন হাগের একাদশে জায়গা হয়নি ম্যানইউর সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। মার্কাস রাশফোর্ডকে আক্রমণভাগে রেখে একাদশ সাজিয়েছেন ডাচ কোচ। 

৪-২-৩-১ ফরম্যাটে ক্রিস্টিয়ান এরিকসেনকে আক্রমণভাগে রেখেছেন টেন হাগ। ব্রেন্টফোর্ড থেকে চলতি মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে এসেছেন ড্যানিশ তারকা। 

চ্যাম্পিয়নস লিগ খেলার জন্য এই মৌসুমের শুরুতে ম্যানইউ ছাড়তে চেয়েছিলেন রোনালদো। তবে তাঁর সেই আশা পূরণ হয়নি। অনেক জল্পনা-কল্পনা শেষে ওল্ড ট্রাফোর্ডে থেকে যেতে হচ্ছে পর্তুগিজ উইঙ্গারকে। প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া সফরে অনুপস্থিত ছিলেন তিনি। 

তবে ম্যানইউর শেষ প্রীতি ম্যাচে রায়ো ভায়েকানোর প্রথমার্ধ পর্যন্ত মাঠে ছিলেন রোনালদো। ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে টেন হাগের দল। ভায়েকানোর বিপক্ষে প্রথমার্ধ শেষে মাঠ ছাড়তে হওয়ায় ডাচ কোচের ওপর রাগ ঝাড়েন সিআর সেভেন। ম্যানইউ গত মৌসুম শেষ করেছিল তালিকার ছয়ে থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত