বজ্রঝড়ের রাতে নিজের জাত চেনালেন হালান্ড

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৪: ৫৩
Thumbnail image

ইউরোপ ফুটবলের গোলমেশিন তিনি। ক্লাব পাল্টালেও সেই পুরোনো চেহারা হারায়নি আর্লিং হালান্ডের। ম্যানচেস্টার সিটির সমর্থকদেরও বুঝিয়ে দিলেন গোলক্ষুধার জন্য কতটা উদ্‌গ্রীব হয়ে আছেন নরওয়েজীয় ফরোয়ার্ড। 

তার প্রমাণ দিলেন অভিষেকে। প্রথমবারের মতো সিটির জার্সি গায়ে দিয়ে গোল পেয়েছেন হালান্ড। ম্যাচের শুরুতেই তাঁর গোলে পেপ গার্দিওলার শিষ্যদের এগিয়ে যাওয়া, সেই ব্যবধান ধরে রেখেই জয় পেল ইংলিশ চ্যাম্পিয়নরা। শনিবার যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বজ্রঝড়ের রাতে প্রীতি ম্যাচে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়েছে সিটি। 

ম্যাচ শুরুর আগে দর্শকদের ভিজতে হলো বৃষ্টিতে। সঙ্গে বজ্রঝড়। খেলা শুরুর জন্য দেরিও হলো তাতে। তবে সিটির নতুন তারকা হালান্ডের খেলা দেখতে আসা দর্শকেরা নিরাশ হননি। ম্যাচ শুরুর ১২তম মিনিটে জ্যাক গ্রিলিশের বাড়ানো বলে গোলপোস্টের কাছ থেকে দুর্দান্ত ড্রাইভে বল জালে পাঠান গত ২১ জুলাই ২২ বছরে পা রাখা হালান্ড। 

প্রতিপক্ষ হিসেবে বাভারিয়ান জায়ান্টরা অপরিচিত নন হালান্ডের। বরুসিয়া ডর্টমুন্ডে দুই বছর থাকাকালীন বেশ কয়েকবার বায়ার্নের মুখোমুখি হয়েছিলেন তিনি। পুরোনো প্রতিপক্ষকে পেতেই ফের জ্বলে উঠলেন। জানিয়ে দিলেন, তার সঙ্গে সিটির ৫১.২ মিলিয়ন পাউন্ড চুক্তি বৃথা যাবে না। 

প্রাক্-মৌসুমের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া সিটির হয়ে প্রথম ম্যাচে মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে খেলেননি হালান্ড। জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় এনে দেওয়া গোলে বেশ প্রশংসাও কুড়ালেন তিনি। গার্দিওলা অবশ্য মনে করেন, দলের সঙ্গে মানিয়ে নিতে হালান্ডের আরও সময় দরকার। নরওয়েজীয় ফরোয়ার্ড গোল পাওয়ায় সিটির স্প্যানিশ কোচ অবশ্য বেশ খুশি, ‘সে (হালান্ড) গুরুত্বপূর্ণ গোল করেছে। কিপারের সামনে এ ধরনের গোল মানে—সে সব সময় সেখানে আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত