ক্রীড়া ডেস্ক
এই জয় তো এই হার—চলতি মৌসুমে এভাবেই চলছে চেলসি। আজ ব্লুজরা আবারও হেরে বসেছে। সেটিও নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে এগিয়ে গিয়েও। চেলসিকে আদতে হারিয়ে দিয়েছেন ম্যাথিউস কুনহা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-২ গোলে জিতেছে উলভস।
১৯ মিনিটে কোল পালমার এগিয়ে দেন চেলসিকে। ৩ মিনিট পর উলভসকে সমতায় ফেরান কুনহা। ৪৩ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মাউরিসিও পচেত্তিনো দল। এরপর কুনহার আরও দুই গোল—৬২ ও ৮২ মিনিটে। শেষটি করেছেন পেনাল্টি থেকে। এর ৪ মিনিট পর একটি গোল শোধ দিয়ে চেলসির হারের ব্যবধান কমান থিয়াগো সিলভা।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয় নেই চেলসির। তার মধ্যে প্রিমিয়ার লিগের শেষ দুই ম্যাচে হার। এই হারে ২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে ব্লুজরা। এক পয়েন্ট বেশি নিয়ে তাদের ওপরে ওঠে এলো উলভস।
লিগের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আলেহান্দ্রো গারনাচোর জোড়া গোলে ওয়েস্ট হামকে ৩-০ গোলে হারিয়েছে এরিক টেন হাগের দল। ২৩ মিনিটে ‘বার্থডে বয়’ রাসমুস হয়লুন্দের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। এরপর ৪৯ ও ৮৪ মিনিটে নিজের গোল দুটি করেন গারনাচো। এই জয়ে ২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ছয়ে ওঠে এলো রেড ডেভিলরা। ২ পয়েন্ট কম নিয়ে তাদের নিচে আছে ওয়েস্ট হাম।
সিরি আয় দুই ম্যাচ পর জয়ে ফিরেছে নাপোলি। গতবারের চ্যাম্পিয়নরা নিজেদের মাঠে পিছিয়ে পড়েও ২-১ গোলে হারিয়েছে হালাস ভেরোনাকে। ২২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে নাপোলি।
এই জয় তো এই হার—চলতি মৌসুমে এভাবেই চলছে চেলসি। আজ ব্লুজরা আবারও হেরে বসেছে। সেটিও নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে এগিয়ে গিয়েও। চেলসিকে আদতে হারিয়ে দিয়েছেন ম্যাথিউস কুনহা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-২ গোলে জিতেছে উলভস।
১৯ মিনিটে কোল পালমার এগিয়ে দেন চেলসিকে। ৩ মিনিট পর উলভসকে সমতায় ফেরান কুনহা। ৪৩ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মাউরিসিও পচেত্তিনো দল। এরপর কুনহার আরও দুই গোল—৬২ ও ৮২ মিনিটে। শেষটি করেছেন পেনাল্টি থেকে। এর ৪ মিনিট পর একটি গোল শোধ দিয়ে চেলসির হারের ব্যবধান কমান থিয়াগো সিলভা।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয় নেই চেলসির। তার মধ্যে প্রিমিয়ার লিগের শেষ দুই ম্যাচে হার। এই হারে ২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে ব্লুজরা। এক পয়েন্ট বেশি নিয়ে তাদের ওপরে ওঠে এলো উলভস।
লিগের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আলেহান্দ্রো গারনাচোর জোড়া গোলে ওয়েস্ট হামকে ৩-০ গোলে হারিয়েছে এরিক টেন হাগের দল। ২৩ মিনিটে ‘বার্থডে বয়’ রাসমুস হয়লুন্দের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। এরপর ৪৯ ও ৮৪ মিনিটে নিজের গোল দুটি করেন গারনাচো। এই জয়ে ২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ছয়ে ওঠে এলো রেড ডেভিলরা। ২ পয়েন্ট কম নিয়ে তাদের নিচে আছে ওয়েস্ট হাম।
সিরি আয় দুই ম্যাচ পর জয়ে ফিরেছে নাপোলি। গতবারের চ্যাম্পিয়নরা নিজেদের মাঠে পিছিয়ে পড়েও ২-১ গোলে হারিয়েছে হালাস ভেরোনাকে। ২২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে নাপোলি।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
১ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৪ ঘণ্টা আগে