ক্রীড়া ডেস্ক
ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে একবার জার্সি চেয়েছিলেন রবিন গোসেনস। তখন গোসেনসকে পাত্তাই দেননি রোনালদো। মুখের ওপর বলে দিয়েছিলেন, ‘নো!’ এমনকি ফিরেও তাকাননি কে তাঁর কাছে জার্সিটা চেয়েছিলেন! কাল পর্তুগালের বিপক্ষে দুর্দান্ত খেলে সেই রোনালদোকে নিজের ‘ওজন’টা বোঝালেন গোসেনস! পর্তুগালকে ৪-২ গোলে হারানোর ম্যাচে গোসেনস হেডে করেছেন দারুণ এক গোল।
কাল আলিয়াঞ্জ এরিনায় রোনালদোর গোলে শুরুতে পিছিয়ে পড়েছিল জার্মানি। পরে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা। ম্যাচ শেষে রোনালদোর সঙ্গে পুরোনো ঘটনাটা মনে করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন গোসেনস। জার্সির ঘটনাটা ঘটেছিল গত মৌসুমে সিরি ‘আ’র আতালান্তা-জুভেন্টাস ম্যাচে। কাল সেটি নিয়ে জার্মান উইঙ্গার বলেছেন, ‘রোনালদোর কাছে জার্সি চেয়েছিলাম। সে (রোনালদো) আমাকে পাত্তাই দেয়নি! তখন আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। এ ঘটনায় নিজেকেই ধিক্কার দিয়েছিলাম।’
মিউনিখে গত রোববার ফ্রান্সের বিপক্ষে ম্যাটস হামেলসের আত্মঘাতী গোলে ১-০তে হেরে ইউরো মিশন শুরু হয় জার্মানদের। কাল একই মাঠে বাঁচা-মরার লড়াইয়ে শুরুতে পিছিয়ে পড়েও পর্তুগালকে জার্মান বুলডোজারে বিধ্বস্ত করে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন জোয়াকিম লোর শিষ্যরা। কাল ৩-৪-২-১ ফরমেশনে ছক সাজিয়েছিলেন লো। ম্যাচ শেষে লোর প্রশংসা করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ, ‘লো যা ভালো বুঝেছে, সে অনুযায়ী একাদশ সাজিয়েছে। মিডফিল্ডে জশুয়া কিমিখ, টনি ক্রুস ও ইকে গুনদোয়ান দুর্দান্ত খেলেছে।’
ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে একবার জার্সি চেয়েছিলেন রবিন গোসেনস। তখন গোসেনসকে পাত্তাই দেননি রোনালদো। মুখের ওপর বলে দিয়েছিলেন, ‘নো!’ এমনকি ফিরেও তাকাননি কে তাঁর কাছে জার্সিটা চেয়েছিলেন! কাল পর্তুগালের বিপক্ষে দুর্দান্ত খেলে সেই রোনালদোকে নিজের ‘ওজন’টা বোঝালেন গোসেনস! পর্তুগালকে ৪-২ গোলে হারানোর ম্যাচে গোসেনস হেডে করেছেন দারুণ এক গোল।
কাল আলিয়াঞ্জ এরিনায় রোনালদোর গোলে শুরুতে পিছিয়ে পড়েছিল জার্মানি। পরে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা। ম্যাচ শেষে রোনালদোর সঙ্গে পুরোনো ঘটনাটা মনে করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন গোসেনস। জার্সির ঘটনাটা ঘটেছিল গত মৌসুমে সিরি ‘আ’র আতালান্তা-জুভেন্টাস ম্যাচে। কাল সেটি নিয়ে জার্মান উইঙ্গার বলেছেন, ‘রোনালদোর কাছে জার্সি চেয়েছিলাম। সে (রোনালদো) আমাকে পাত্তাই দেয়নি! তখন আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। এ ঘটনায় নিজেকেই ধিক্কার দিয়েছিলাম।’
মিউনিখে গত রোববার ফ্রান্সের বিপক্ষে ম্যাটস হামেলসের আত্মঘাতী গোলে ১-০তে হেরে ইউরো মিশন শুরু হয় জার্মানদের। কাল একই মাঠে বাঁচা-মরার লড়াইয়ে শুরুতে পিছিয়ে পড়েও পর্তুগালকে জার্মান বুলডোজারে বিধ্বস্ত করে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন জোয়াকিম লোর শিষ্যরা। কাল ৩-৪-২-১ ফরমেশনে ছক সাজিয়েছিলেন লো। ম্যাচ শেষে লোর প্রশংসা করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ, ‘লো যা ভালো বুঝেছে, সে অনুযায়ী একাদশ সাজিয়েছে। মিডফিল্ডে জশুয়া কিমিখ, টনি ক্রুস ও ইকে গুনদোয়ান দুর্দান্ত খেলেছে।’
‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
৫ মিনিট আগেএটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
১ ঘণ্টা আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৪ ঘণ্টা আগে