ক্রীড়া ডেস্ক
লা লিগায় এইচের বিপক্ষে কষ্টের জয় পেয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে শুরুতে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। আর প্রিমিয়ার লিগে ডার্বি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শিরোপার পথে আরেকটু এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। দাপুটে খেলে ম্যানসিটি জিতেছে ৪-১ গোলে। সিটির জয়ে জোড়া গোল করেছেন কেভিন ডি ব্রুইন ও রিয়াদ মাহারেজ।
এইচের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল বার্সা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কাঁপিয়েও শুরুতে গোলের দেখা পায়নি কাতালান পরাশক্তিরা। উল্টো ৪৪ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে জাভি হার্নান্দেজের দল।
বিরতির পরও আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল বার্সা। ধারাবাহিক আক্রমণের ফল স্বরূপ বার্সা সমতা ফেরায় ম্যাচের ৬০ মিনিটে। গোল করে দলকে এগিয়ে দেন ফেরান তোরেস। আর ৮৪ মিনিটে পেনাল্টি গোলে বার্সাকে এগিয়ে দেন মেমফিস ডিপাই। এই জয়ে রিয়াল বেতিসকে পেছনে ফেলে টেবিলে ৩ নম্বরে ওঠে এসেছে বার্সা। ২৬ ম্যাচে বার্সার পয়েন্ট ৪৮।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানইউকে চেপে ধরে ম্যানসিটি। সিটির আক্রমণের সামনে শুরুতেই খেই হারিয়ে ফেলে ম্যানইউ। ৫ মিনিটে সিটিকে লিড এনে দেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইন। তবে ২২ মিনিটে ম্যানইউকে সমতায় ফেরান জাদোন সানচো। সমতা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যানইউ। নিজের ও দলের দ্বিতীয় গোল আদায় করে নেন ডি ব্রুইন।
বিরতির পরও দাপট ছিল সিটির। ৬৮ মিনিটে ম্যানইউকে কোণঠাসা করে ব্যবধান ৩-১ করেন রিয়াদ মাহারেজ। শেষ আবার লক্ষ্যভেদ করে ব্যবধান ৪-১ করেন মাহারেজ।
লা লিগায় এইচের বিপক্ষে কষ্টের জয় পেয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে শুরুতে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। আর প্রিমিয়ার লিগে ডার্বি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শিরোপার পথে আরেকটু এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। দাপুটে খেলে ম্যানসিটি জিতেছে ৪-১ গোলে। সিটির জয়ে জোড়া গোল করেছেন কেভিন ডি ব্রুইন ও রিয়াদ মাহারেজ।
এইচের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল বার্সা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কাঁপিয়েও শুরুতে গোলের দেখা পায়নি কাতালান পরাশক্তিরা। উল্টো ৪৪ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে জাভি হার্নান্দেজের দল।
বিরতির পরও আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল বার্সা। ধারাবাহিক আক্রমণের ফল স্বরূপ বার্সা সমতা ফেরায় ম্যাচের ৬০ মিনিটে। গোল করে দলকে এগিয়ে দেন ফেরান তোরেস। আর ৮৪ মিনিটে পেনাল্টি গোলে বার্সাকে এগিয়ে দেন মেমফিস ডিপাই। এই জয়ে রিয়াল বেতিসকে পেছনে ফেলে টেবিলে ৩ নম্বরে ওঠে এসেছে বার্সা। ২৬ ম্যাচে বার্সার পয়েন্ট ৪৮।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানইউকে চেপে ধরে ম্যানসিটি। সিটির আক্রমণের সামনে শুরুতেই খেই হারিয়ে ফেলে ম্যানইউ। ৫ মিনিটে সিটিকে লিড এনে দেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইন। তবে ২২ মিনিটে ম্যানইউকে সমতায় ফেরান জাদোন সানচো। সমতা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যানইউ। নিজের ও দলের দ্বিতীয় গোল আদায় করে নেন ডি ব্রুইন।
বিরতির পরও দাপট ছিল সিটির। ৬৮ মিনিটে ম্যানইউকে কোণঠাসা করে ব্যবধান ৩-১ করেন রিয়াদ মাহারেজ। শেষ আবার লক্ষ্যভেদ করে ব্যবধান ৪-১ করেন মাহারেজ।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৭ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৯ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১০ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১০ ঘণ্টা আগে