‘মেসি–বার্সা সম্পর্কে ধস নেমেছে’

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২১, ২২: ১৪
আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২২: ১৯

লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি না হওয়ার পর থেকেই তোপের মুখে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। মেসিকে ধরে রাখার শর্তেই জোসেপ মারিয়া বার্তেমেউকে সরিয়ে সভাপতির পদে বসানো হয়েছিল লাপোর্তাকে। কিন্তু লাপোর্তা সেই কাজে পুরোপুরি ব্যর্থ। এবার লাপোর্তা নিজেই জানিয়েছেন, পিএসজিতে যাওয়ার পর মেসির সঙ্গে বার্সার সম্পর্কে ধস নেমেছে। 

মেসি শেষ মুহূর্ত পর্যন্ত চেয়েছিলেন বার্সায় থেকে যেতে। ক্লাবে থাকতে নিজের বেতনও ৫০ শতাংশ কমাতে রাজি হয়েছিলেন তিনি। কিন্তু এরপরও মেসিকে ধরে রাখতে ব্যর্থ হয় বার্সা। ক্লাবের সঙ্গে এভাবে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিকভাবেই মানতে পারেননি মেসি। এ ঘটনার পর বার্সার সঙ্গে তাঁর সম্পর্কে ধস নেমেছে। বার্সা ছাড়ার পর ক্লাবের সঙ্গে মেসির সম্পর্ক নিয়ে লাপোর্তা বলেন, ‘আমার মনে হয়, এটি একটি সফল সম্পর্ক ছিল, যা অনেক দিন স্থায়ী ছিল। কিন্তু শেষ পর্যন্ত এই সম্পর্কে ধস নেমেছে।’ 

এ সময় আবারও ক্লাবের স্বার্থে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান লাপোর্তা, ‘বার্সেলোনার ভক্তদের মতো আমিও তাকে বার্সেলোনায় দেখতে চেয়েছিলাম। কিন্তু আমাদের ক্লাবের স্বার্থ সবার ওপরে রেখে সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি তাকে আবারও শুভকামনা জানাতে চাই। আমি তাকে সুখী দেখতে চাই। এখন সে হয়তো আমাদের প্রতিদ্বন্দ্বী। প্রতিদ্বন্দ্বী হিসেবেই আমাদের তাকে মোকাবিলা করতে হবে।’ 

এ সময় বার্সেলোনার ৪৮১ মিলিয়ন ইউরো ক্ষতি হওয়ার কথাও জানান লাপোর্তা। পাশাপাশি দলের এমন দুরবস্থার জন্য আবারও তিনি আঙুল তুলেছেন সাবেক ক্লাব সভাপতি বার্তেমেউর দিকে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত