ক্রীড়া ডেস্ক
টানা দুই ম্যাচ হারের পর আবার জয়ে ফিরল বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল এল-ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। তবু লস ব্লাংকোসদের কৃতিত্ব দিলেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে গতকাল মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে রিয়াল বেশ দাপট দেখিয়ে খেলেছে। লস ব্লাংকোসরা বলের দখল রেখেছিল ৬৫ শতাংশ। আর স্বাগতিকদের লক্ষ্য বরাবর বার্সোলোনা শট করেছিল ২টি। তবে কোনোটিই কাজে লাগাতে পারেনি কাতালানরা। যে একমাত্র গোল বার্সেলোনা পেয়েছে, তাও রিয়াল ডিফেন্ডার এদের মিলিতাওয়ের আত্মঘাতী গোলে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেন, ‘প্রতিপক্ষ আপনাকে এভাবে খেলতে বাধ্য করেছে। তারা আমাদের ওপর আজ দাপট দেখিয়ে খেলেছে। হাই প্রেসে তাদের হারানোর কোনো সমাধান খুঁজে পাইনি। ম্যাচ জেতা কঠিন ছিল।’
সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল রিয়াল মাদ্রিদ বল দখলে বেশি রেখেছিল ঠিকই। তবে বার্সেলোনার লক্ষ্য বরাবর কোনো শট করতে পারেনি। শিষ্যদের রক্ষণ কৌশলের প্রশংসা করে জাভি বলেন, ‘যেভাবে আমরা তাদের আটকে রেখেছি, তাতে আমি সন্তুষ্ট। মাদ্রিদকে তাদের মাঠে বেশি সুযোগ তৈরি করতে দিইনি।’
১৯ মার্চ পরবর্তী এল-ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল। ন্যু ক্যাম্পে সেবার লা-লিগায় খেলবে এ দুই দল।
টানা দুই ম্যাচ হারের পর আবার জয়ে ফিরল বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল এল-ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। তবু লস ব্লাংকোসদের কৃতিত্ব দিলেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে গতকাল মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে রিয়াল বেশ দাপট দেখিয়ে খেলেছে। লস ব্লাংকোসরা বলের দখল রেখেছিল ৬৫ শতাংশ। আর স্বাগতিকদের লক্ষ্য বরাবর বার্সোলোনা শট করেছিল ২টি। তবে কোনোটিই কাজে লাগাতে পারেনি কাতালানরা। যে একমাত্র গোল বার্সেলোনা পেয়েছে, তাও রিয়াল ডিফেন্ডার এদের মিলিতাওয়ের আত্মঘাতী গোলে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেন, ‘প্রতিপক্ষ আপনাকে এভাবে খেলতে বাধ্য করেছে। তারা আমাদের ওপর আজ দাপট দেখিয়ে খেলেছে। হাই প্রেসে তাদের হারানোর কোনো সমাধান খুঁজে পাইনি। ম্যাচ জেতা কঠিন ছিল।’
সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল রিয়াল মাদ্রিদ বল দখলে বেশি রেখেছিল ঠিকই। তবে বার্সেলোনার লক্ষ্য বরাবর কোনো শট করতে পারেনি। শিষ্যদের রক্ষণ কৌশলের প্রশংসা করে জাভি বলেন, ‘যেভাবে আমরা তাদের আটকে রেখেছি, তাতে আমি সন্তুষ্ট। মাদ্রিদকে তাদের মাঠে বেশি সুযোগ তৈরি করতে দিইনি।’
১৯ মার্চ পরবর্তী এল-ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল। ন্যু ক্যাম্পে সেবার লা-লিগায় খেলবে এ দুই দল।
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২৫ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১০ ঘণ্টা আগে