আজ বাফুফে নির্বাচন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বছর যায় বছর আসে, বদলায় না ফুটবলের ভাগ্য! কিন্তু নির্বাচন এলেই ফুটবলের কত-না সমাদর। কারণটা এত দিনে ক্রীড়ামোদীরা বুঝে গেছেন। তাতে সাময়িক সমাদর মিললেও বাকি সময় ফুটবল থাকে নির্দিষ্ট একটা গণ্ডিতে বন্দী। এমন বন্দিদশা থেকে বের করে দেশজুড়ে খেলাটাকে সমানভাবে ছড়িয়ে দিতে পারলেই ফুটবলের জয় সুনিশ্চিত বলে মনে করেন এই আঙিনার মানুষ।
ফুটবলের সেই জয়ের দিকেই তাকিয়ে দেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আজ। এবার ২১ পদের বিপরীতে প্রার্থী ৪৬ জন। ভোট গণনা শেষে যাঁরা জিতবেন, বিজয়চিহ্ন দেখাবেন। কিন্তু তাঁদের বিজয়টাই শেষ কথা নয়, বিজয় হতে হবে ফুটবলের। এটাই চাওয়া বর্তমান ও সাবেক ফুটবলারদের।
এই চাওয়া সকল ক্রীড়ামোদীরও। কিন্তু অতীত অভিজ্ঞতা বলে, নির্বাচনের আগের প্রতিশ্রুতি পূরণ করেন না নির্বাচিতরা! নির্বাচিত হওয়ার পর ফুটবল, দেশের চেয়ে নিজেদের কথাটাই বেশি ভাবেন তাঁরা। জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও কোচ গোলাম সারোয়ার টিপুও এ ব্যাপারে অনেকটা একমত। ভোটের মাঠের হিসাব-নিকাশ নিয়ে আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘আমাদের তো কাঠামোটাই নেই। চার বছর পরপর নির্বাচন হয়, কিন্তু ফুটবল নিয়ে বিশদভাবে কাজ করার মানসিকতা কজনের থাকে। জেলাগুলোতে কোনো লিগই হয় না। সেসব জায়গায় দলীয় লোকজনের দাপট। এ সবকিছু বদলাতে হবে। এখন নতুন কমিটি এসে কী করে, সেটাই দেখার অপেক্ষা। নাকি মানুষ (কমিটি) বদলই সার।’
নির্বাচনী উত্তাপে অবশ্য এবার ভাটার টান। শুরুতে যেমন জমজমাট প্রতিদ্বন্দ্বিতার আবহ ছিল, শেষ পর্যন্ত সেই ঝাঁজ নেই। মূলত প্রতিদ্বন্দ্বিতা থেকে তরফদার রুহুল আমিনের সরে যাওয়ার পরই নির্বাচন নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ পানসে হয়ে গেছে।
ধারণা করা হচ্ছে, সভাপতির চেয়ারে তাবিথ আউয়ালের বসা সময়ের ব্যাপার। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন দিনাজপুরের মিজানুর রহমান। তাঁর অবস্থা শফিকুল ইসলাম মানিকের মতো হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। গত নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র এক ভোট পেয়েছিলেন মানিক। এবারও তিনি লড়বেন, তবে সহসভাপতি পদে। যেখানে চার টিকিটের ছয় দাবিদার। তবে সহসভাপতি পদে সম্ভাবনা বেশি দুই ব্যবসায়ী ফাহাদ করিম, নাসের শাহরিয়ার জাহেদী আর সাবেক দুই ফুটবলার সাব্বির আহম্মেদ আরেফ এবং রুম্মন বিন ওয়ালী সাব্বিরের।
আসল লড়াই হবে সদস্যপদে। পনেরোটি পদের প্রতিদ্বন্দ্বিতায় ৩৭ প্রার্থী। তাঁদের মধ্যে ‘সালাউদ্দিনস ম্যান’ও কম নেই। মাহফুজা আক্তার কিরণ, আমিরুল ইসলাম বাবু, সত্যজিৎ দাশ রুপু, বিজন বড়ুয়া, টিপু সুলতানরা খুব করে চাইছেন আরও এক মেয়াদে বাফুফের নির্বাহী কমিটিতে থাকতে। তাঁদের চাওয়া পূরণ হয় কি না, আজ সন্ধ্যা ৬টার পর ভোট গণনা শেষেই জানা যাবে।
১৩৩ কাউন্সিলর ভোটাধিকার পেয়েছেন। ভোটারদের চাওয়া সৎ, যোগ্য, পরিশ্রমীরাই দায়িত্বে আসুন। যাঁরা তৃণমূলের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। আজকের পত্রিকাকে যেমনটা বলেছেন চাঁদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর মোহাম্মদ আলী জিন্নাহ, ‘যারাই আসে, কেবল আশা দিয়ে যায়। গত কয়েক বছরে আমরা একটা বলও পাইনি। ভোটের পর আর কাউকেই পাওয়া যায় না। আমার চাওয়া—জয়ীরা তৃণমূলের ফুটবলের জন্য বেশি কাজ করবেন।’ আলী জিন্নাহর চাওয়াটা যে বাংলাদেশের সকল ফুটবলপ্রেমীরও।
বছর যায় বছর আসে, বদলায় না ফুটবলের ভাগ্য! কিন্তু নির্বাচন এলেই ফুটবলের কত-না সমাদর। কারণটা এত দিনে ক্রীড়ামোদীরা বুঝে গেছেন। তাতে সাময়িক সমাদর মিললেও বাকি সময় ফুটবল থাকে নির্দিষ্ট একটা গণ্ডিতে বন্দী। এমন বন্দিদশা থেকে বের করে দেশজুড়ে খেলাটাকে সমানভাবে ছড়িয়ে দিতে পারলেই ফুটবলের জয় সুনিশ্চিত বলে মনে করেন এই আঙিনার মানুষ।
ফুটবলের সেই জয়ের দিকেই তাকিয়ে দেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আজ। এবার ২১ পদের বিপরীতে প্রার্থী ৪৬ জন। ভোট গণনা শেষে যাঁরা জিতবেন, বিজয়চিহ্ন দেখাবেন। কিন্তু তাঁদের বিজয়টাই শেষ কথা নয়, বিজয় হতে হবে ফুটবলের। এটাই চাওয়া বর্তমান ও সাবেক ফুটবলারদের।
এই চাওয়া সকল ক্রীড়ামোদীরও। কিন্তু অতীত অভিজ্ঞতা বলে, নির্বাচনের আগের প্রতিশ্রুতি পূরণ করেন না নির্বাচিতরা! নির্বাচিত হওয়ার পর ফুটবল, দেশের চেয়ে নিজেদের কথাটাই বেশি ভাবেন তাঁরা। জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও কোচ গোলাম সারোয়ার টিপুও এ ব্যাপারে অনেকটা একমত। ভোটের মাঠের হিসাব-নিকাশ নিয়ে আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘আমাদের তো কাঠামোটাই নেই। চার বছর পরপর নির্বাচন হয়, কিন্তু ফুটবল নিয়ে বিশদভাবে কাজ করার মানসিকতা কজনের থাকে। জেলাগুলোতে কোনো লিগই হয় না। সেসব জায়গায় দলীয় লোকজনের দাপট। এ সবকিছু বদলাতে হবে। এখন নতুন কমিটি এসে কী করে, সেটাই দেখার অপেক্ষা। নাকি মানুষ (কমিটি) বদলই সার।’
নির্বাচনী উত্তাপে অবশ্য এবার ভাটার টান। শুরুতে যেমন জমজমাট প্রতিদ্বন্দ্বিতার আবহ ছিল, শেষ পর্যন্ত সেই ঝাঁজ নেই। মূলত প্রতিদ্বন্দ্বিতা থেকে তরফদার রুহুল আমিনের সরে যাওয়ার পরই নির্বাচন নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ পানসে হয়ে গেছে।
ধারণা করা হচ্ছে, সভাপতির চেয়ারে তাবিথ আউয়ালের বসা সময়ের ব্যাপার। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন দিনাজপুরের মিজানুর রহমান। তাঁর অবস্থা শফিকুল ইসলাম মানিকের মতো হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। গত নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র এক ভোট পেয়েছিলেন মানিক। এবারও তিনি লড়বেন, তবে সহসভাপতি পদে। যেখানে চার টিকিটের ছয় দাবিদার। তবে সহসভাপতি পদে সম্ভাবনা বেশি দুই ব্যবসায়ী ফাহাদ করিম, নাসের শাহরিয়ার জাহেদী আর সাবেক দুই ফুটবলার সাব্বির আহম্মেদ আরেফ এবং রুম্মন বিন ওয়ালী সাব্বিরের।
আসল লড়াই হবে সদস্যপদে। পনেরোটি পদের প্রতিদ্বন্দ্বিতায় ৩৭ প্রার্থী। তাঁদের মধ্যে ‘সালাউদ্দিনস ম্যান’ও কম নেই। মাহফুজা আক্তার কিরণ, আমিরুল ইসলাম বাবু, সত্যজিৎ দাশ রুপু, বিজন বড়ুয়া, টিপু সুলতানরা খুব করে চাইছেন আরও এক মেয়াদে বাফুফের নির্বাহী কমিটিতে থাকতে। তাঁদের চাওয়া পূরণ হয় কি না, আজ সন্ধ্যা ৬টার পর ভোট গণনা শেষেই জানা যাবে।
১৩৩ কাউন্সিলর ভোটাধিকার পেয়েছেন। ভোটারদের চাওয়া সৎ, যোগ্য, পরিশ্রমীরাই দায়িত্বে আসুন। যাঁরা তৃণমূলের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। আজকের পত্রিকাকে যেমনটা বলেছেন চাঁদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর মোহাম্মদ আলী জিন্নাহ, ‘যারাই আসে, কেবল আশা দিয়ে যায়। গত কয়েক বছরে আমরা একটা বলও পাইনি। ভোটের পর আর কাউকেই পাওয়া যায় না। আমার চাওয়া—জয়ীরা তৃণমূলের ফুটবলের জন্য বেশি কাজ করবেন।’ আলী জিন্নাহর চাওয়াটা যে বাংলাদেশের সকল ফুটবলপ্রেমীরও।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৮ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৮ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১০ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১২ ঘণ্টা আগে