নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিপিএল ফুটবলের পঞ্চম রাউন্ড শুরু হবে আজ। কোন দলের ঘরে যাবে লিগ শিরোপা, সেই পূর্বানুমান করার জন্য সময়টা একটু বেশি জলদি মনে হলেও বাস্তবতা ভিন্ন। লিগ শেষে কে হাসবে শেষ হাসি তার ফয়সালা হয়ে যেতে পারে আজ গোপালগঞ্জে। দেশের ঘরোয়া ফুটবলের সব নজর তাই শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বসুন্ধরা কিংস-আবাহনী লিমিটেড ম্যাচের ওপর।
প্রথম চার ম্যাচ জিতে ১২ পয়েন্টে শীর্ষে বসুন্ধরা। ১০ পয়েন্টে দুইয়ে মোহামেডান, ৭ পয়েন্টে তিনে আবাহনী। পয়েন্টের হিসাবে মোহামেডানকে বসুন্ধরার বড় প্রতিদ্বন্দ্বী মনে হলেও সাদা-কালোরা আগের ১৫ আসরে যা পারেনি, এবার সেই আরাধ্য লিগ জিতে যাবে এমন বাজি ধরার পক্ষে লোক খুব কমই। ২০১৮ সালের পর থেকে লিগের লড়াইটা বসুন্ধরার সঙ্গে আবাহনীর।
লিগের প্রথম দুই ম্যাচে ৫ পয়েন্ট হারিয়ে বসুন্ধরাকে শীর্ষে তুলে দিয়েছে আবাহনীই। আজ হেরে গেলে দুই দলের পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়াবে ৮। আকাশি-নীলরা একরকম ছিটকে যাবে শিরোপার লড়াই থেকে। আর জিতলে ব্যবধান কমে আসবে ২ পয়েন্টে। তখন শিরোপার লড়াইটা হয়ে যাবে উন্মুক্ত। সমীকরণটা তাদের মাথায় ভালোভাবে আছে বলেই জানালেন আবাহনীর ম্যানেজার কাজী নজরুল ইসলাম, ‘আমাদের অবস্থানটা কী, হারলে কী হবে; জিতলে কী হবে, সেটা খেলোয়াড়েরা ভালোভাবেই জানে। বাকিটা ভাগ্যের ওপর। সৌভাগ্যেরও একটা বিষয় আছে। আমরা টানা তিন ম্যাচ জিতেছি। ছেলেরা আত্মবিশ্বাসী।’
প্রথম দুই ম্যাচের ধাক্কা সামলে ফেডারেশন কাপসহ টানা তিন ম্যাচ জিতেছে আবাহনী। প্রতিপক্ষের এভাবে ঘুরে দাঁড়ানোকে নিজেদের জন্য বড় চ্যালেঞ্জ ভাবছেন বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোন, ‘ওরা টানা তিন ম্যাচ জিতেছে যেটা ওদের উজ্জীবিত করেছে এবং পারফরম্যান্সেও এর প্রভাব থাকবে। মৌসুমের শুরুর ধাক্কা সামলে নতুন কোচের অধীনে দলটা মানিয়েও নিয়েছে। নিশ্চিতভাবে ম্যাচটা বেশ কঠিন হতে যাচ্ছে। তবে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে সেরাটা দিতে আমরাও মুখিয়ে আছি।’
বিপিএল ফুটবলের পঞ্চম রাউন্ড শুরু হবে আজ। কোন দলের ঘরে যাবে লিগ শিরোপা, সেই পূর্বানুমান করার জন্য সময়টা একটু বেশি জলদি মনে হলেও বাস্তবতা ভিন্ন। লিগ শেষে কে হাসবে শেষ হাসি তার ফয়সালা হয়ে যেতে পারে আজ গোপালগঞ্জে। দেশের ঘরোয়া ফুটবলের সব নজর তাই শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বসুন্ধরা কিংস-আবাহনী লিমিটেড ম্যাচের ওপর।
প্রথম চার ম্যাচ জিতে ১২ পয়েন্টে শীর্ষে বসুন্ধরা। ১০ পয়েন্টে দুইয়ে মোহামেডান, ৭ পয়েন্টে তিনে আবাহনী। পয়েন্টের হিসাবে মোহামেডানকে বসুন্ধরার বড় প্রতিদ্বন্দ্বী মনে হলেও সাদা-কালোরা আগের ১৫ আসরে যা পারেনি, এবার সেই আরাধ্য লিগ জিতে যাবে এমন বাজি ধরার পক্ষে লোক খুব কমই। ২০১৮ সালের পর থেকে লিগের লড়াইটা বসুন্ধরার সঙ্গে আবাহনীর।
লিগের প্রথম দুই ম্যাচে ৫ পয়েন্ট হারিয়ে বসুন্ধরাকে শীর্ষে তুলে দিয়েছে আবাহনীই। আজ হেরে গেলে দুই দলের পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়াবে ৮। আকাশি-নীলরা একরকম ছিটকে যাবে শিরোপার লড়াই থেকে। আর জিতলে ব্যবধান কমে আসবে ২ পয়েন্টে। তখন শিরোপার লড়াইটা হয়ে যাবে উন্মুক্ত। সমীকরণটা তাদের মাথায় ভালোভাবে আছে বলেই জানালেন আবাহনীর ম্যানেজার কাজী নজরুল ইসলাম, ‘আমাদের অবস্থানটা কী, হারলে কী হবে; জিতলে কী হবে, সেটা খেলোয়াড়েরা ভালোভাবেই জানে। বাকিটা ভাগ্যের ওপর। সৌভাগ্যেরও একটা বিষয় আছে। আমরা টানা তিন ম্যাচ জিতেছি। ছেলেরা আত্মবিশ্বাসী।’
প্রথম দুই ম্যাচের ধাক্কা সামলে ফেডারেশন কাপসহ টানা তিন ম্যাচ জিতেছে আবাহনী। প্রতিপক্ষের এভাবে ঘুরে দাঁড়ানোকে নিজেদের জন্য বড় চ্যালেঞ্জ ভাবছেন বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোন, ‘ওরা টানা তিন ম্যাচ জিতেছে যেটা ওদের উজ্জীবিত করেছে এবং পারফরম্যান্সেও এর প্রভাব থাকবে। মৌসুমের শুরুর ধাক্কা সামলে নতুন কোচের অধীনে দলটা মানিয়েও নিয়েছে। নিশ্চিতভাবে ম্যাচটা বেশ কঠিন হতে যাচ্ছে। তবে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে সেরাটা দিতে আমরাও মুখিয়ে আছি।’
বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে লিওনেল মেসিকে নিয়ে আলাদা করে পরিকল্পনা করতে হতো রিয়াল মাদ্রিদকে। এক যুগের বেশি সময় ধরে রিয়ালের আতঙ্কই যেন ছিলেন আর্জেন্টাইন সুপার স্টার। সেটি এখন অতীত। কিন্তু হালের তারকা হুলিয়ান আলভারেজও...
৭ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে গতকাল ভারতের কাছে ৪ উইকেটে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে এই টুর্নামেন্টে অজিদের নেতৃত্ব দিয়েছেন স্টিভেন স্মিথ। চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পর স্মিথ শোনালেন বিদায়ের সুর। ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিলেন সময়ের অন্যতম...
২ ঘণ্টা আগেলাহোরে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নামছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। তবে কিউইদের বিপক্ষে পরিসংখ্যান এগিয়ে রাখছে প্রোটিয়াদের। এর আগে সব মিলিয়ে ৭৩ ওয়ানডেতে দেখা হয়েছিল দুই দলের। দক্ষিণ আফ্রিকার জয়ের পাল্লাই ভারী—৪২ জয়ের বিপরীতে ২৬ ম্যাচে হার। পরিত্যক্ত হয়েছে ৫ ম্যাচ।
২ ঘণ্টা আগেপ্রাপ্তির সবই তো পেয়ে গেলেন বিরাট কোহলি। ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সবই জিতেছেন। মাঠে নামলেই রেকর্ড আর রেকর্ড ধরা দিচ্ছে। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ভারত।
৩ ঘণ্টা আগে