ক্রীড়া ডেস্ক
গত বিশ্বকাপের রানারআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে আজ কোয়ার্টার ফাইনাল খেলবে ব্রাজিল, যেখানে গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে গোল্ডেন বল জিতেছিলেন লুকা মদরিচ। ভিনিসিউস জুনিয়র মনে করেন, এই মদরিচকে সামলাতে পারবেন কাসেমিরো।
ক্লাব ফুটবলে ভিনিসিউস, মদরিচ দুজনেই খেলেন রিয়াল মাদ্রিদের হয়ে। যেখানে ভিনিসিউস খেলছেন ২০১৮ থেকে এবং ২০১২ থেকে খেলছেন মদরিচ। কাসেমিরো এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে গেলেও তিনি ৯ বছর খেলেছেন রিয়াল মাদ্রিদে। আর এই মুহূর্তে কাসেমিরো বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। এবারের বিশ্বকাপে তিন ম্যাচে করেছেন ১ গোল। প্রতি ম্যাচে গড়ে দুটি করে শট করেছেন। গড়ে ট্যাকল করেছেন ২.৭ এবং একবার করে বল ক্লিয়ার করেছেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।
ভিনিসিউস মনে করেন, কাসেমিরো-মদরিচ দীর্ঘ সময় সতীর্থ থাকায় একজন অপরজনকে ভালো করে চেনেন। ব্রাজিলিয়ান এই উইঙ্গার বলেন, ‘মদরিচের বিপক্ষে খেলাটা আসলেই বিশেষ কিছু। তাকে সামলানোর দায়িত্ব আমি কাসেমিরোকে দেব। সে (কাসেমিরো) আমার চেয়ে এই কাজটা বেশ ভালোভাবে করতে পারবে। সে মদরিচকে ভালোমতো চেনে। কারণ তারা একসঙ্গে দীর্ঘদিন খেলেছে।’
ব্রাজিলের জার্সিতে ১৯ ম্যাচ খেলে করেছেন ২ গোল, অ্যাসিস্ট করেছেন ২ গোলে। কাতার বিশ্বকাপে করেছেন ১ গোল এবং অ্যাসিস্ট করেছেন ২ গোলে।
গত বিশ্বকাপের রানারআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে আজ কোয়ার্টার ফাইনাল খেলবে ব্রাজিল, যেখানে গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে গোল্ডেন বল জিতেছিলেন লুকা মদরিচ। ভিনিসিউস জুনিয়র মনে করেন, এই মদরিচকে সামলাতে পারবেন কাসেমিরো।
ক্লাব ফুটবলে ভিনিসিউস, মদরিচ দুজনেই খেলেন রিয়াল মাদ্রিদের হয়ে। যেখানে ভিনিসিউস খেলছেন ২০১৮ থেকে এবং ২০১২ থেকে খেলছেন মদরিচ। কাসেমিরো এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে গেলেও তিনি ৯ বছর খেলেছেন রিয়াল মাদ্রিদে। আর এই মুহূর্তে কাসেমিরো বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। এবারের বিশ্বকাপে তিন ম্যাচে করেছেন ১ গোল। প্রতি ম্যাচে গড়ে দুটি করে শট করেছেন। গড়ে ট্যাকল করেছেন ২.৭ এবং একবার করে বল ক্লিয়ার করেছেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।
ভিনিসিউস মনে করেন, কাসেমিরো-মদরিচ দীর্ঘ সময় সতীর্থ থাকায় একজন অপরজনকে ভালো করে চেনেন। ব্রাজিলিয়ান এই উইঙ্গার বলেন, ‘মদরিচের বিপক্ষে খেলাটা আসলেই বিশেষ কিছু। তাকে সামলানোর দায়িত্ব আমি কাসেমিরোকে দেব। সে (কাসেমিরো) আমার চেয়ে এই কাজটা বেশ ভালোভাবে করতে পারবে। সে মদরিচকে ভালোমতো চেনে। কারণ তারা একসঙ্গে দীর্ঘদিন খেলেছে।’
ব্রাজিলের জার্সিতে ১৯ ম্যাচ খেলে করেছেন ২ গোল, অ্যাসিস্ট করেছেন ২ গোলে। কাতার বিশ্বকাপে করেছেন ১ গোল এবং অ্যাসিস্ট করেছেন ২ গোলে।
এভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
১৯ মিনিট আগেস্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।
১ ঘণ্টা আগেমিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
২ ঘণ্টা আগেকোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
৩ ঘণ্টা আগে