মেসি কবে মাঠে ফিরতে পারেন, জানালেন মায়ামি কোচ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ১৭: ৪৮
আপডেট : ১৬ মে ২০২৪, ১৮: ৪৭

চোটে পড়া লিওনেল মেসিকে নিয়ে শঙ্কা যেন কাটছেই না। অরলান্ডো সিটির বিপক্ষে আজ তাঁকে দেখা যায়নি ইন্টার মায়ামির জার্সিতে। কবে ফিরতে পারেন, তা নিশ্চিত করে বলতে পারছেন না কোচ জেরার্দো তাতা মার্তিনো। 

মেজর লিগ সকারে (এমএলএস) আজ মেসির খেলা নিয়ে অনিশ্চয়তার কথা আগেই জানিয়েছেন মায়ামির সহকারী কোচ হ্যাভিয়ের মোরালেস। মেসি না খেলায় ইন্টার মায়ামি-অরলান্ডো সিটি ম্যাচি গোলশূন্য ড্র হয়েছে। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে না খেলানোর সিদ্ধান্ত মায়ামিরই বলে জানিয়েছেন কোচ মার্তিনো। মার্তিনো একই সঙ্গে মায়ামির ব্যস্ত সূচির কথাও উল্লেখ করেছেন। চলতি সপ্তাহের রোববার মায়ামি এমএলএসে খেলেছে মন্ট্রিয়লের বিপক্ষে। এমএলএসের আজকের ম্যাচের পর রোববার একই টুর্নামেন্টে মায়ামির ম্যাচ রয়েছে। মার্তিনো সাংবাদিকদের বলেন, ‘তার (মেসি) এখনো চোট রয়েছে। এই অবস্থায় সপ্তাহে তিন ম্যাচ খেলা আসলে কষ্টের। তাকে এমন পরিস্থিতিতে না খেলানো যৌক্তিক মনে হয়েছে আমাদের কাছে। তাকে শনিবারের ম্যাচে খেলানোর পরিকল্পনা রয়েছে। তবে দিন আরও বাড়তে পারে।’ 

হাঁটুতে ব্যথা মেসি পেয়েছেন চলতি সপ্তাহের রোববার মন্ট্রিয়লের বিপক্ষে। তবু এমএলএসের ম্যাচটিতে পুরো ৯০ মিনিট খেলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। এই অবস্থাতেও মেসি নিয়মিত অনুশীলন করছেন বলে জানিয়েছেন মার্তিনো। মায়ামি কোচ বলেন, ‘লিও কিছুটা অস্বস্তিতে ছিল। তবে অনুশীলন করেছে নিয়মিত। আমরা পরীক্ষানিরীক্ষা করেছি। সব কিছুই ইতিবাচক। সেগুলো পক্ষে এসেছে। আবারও সে অনুশীলন করেছে (বুধবার)। ভালো বোধ করেছে। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। বৃহস্পতিবার ও শুক্রবার সে কেমন বোধ করছে, তার ওপর নির্ভর করছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত