নিজস্ব প্রতিবেদক
ঢাকা: কথা ছিল ক্যাম্পে উঠেই করোনা পরীক্ষা হবে ফুটবলারদের। পরদিন ফল হাতে পাওয়ার পর শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্বের অনুশীলন। পরীক্ষা হয়েছে ঠিকই। কিন্তু ফল পেতে এক দিনের জায়গায় লেগেছে দুই দিন। পরে ফল যখন জানা গেল, জাতীয় দলের ক্যাম্প ঘিরে চাপা অস্বস্তি। কোভিড পজিটিভ উইঙ্গার মো. ইব্রাহিম।
১৬ তারিখে হোটেল ইন্টারকন্টিনেন্টালের আবাসিক ক্যাম্পে করোনা পরীক্ষা করানো হয় ফুটবলারদের। পরদিন সকালেই জেনে যাওয়ার কথা ফুটবলারদের করোনার ফল। তবে সেটা গুরুত্ব দেয়নি বাফুফে। ফল জানার আগেই হয়েছে দুদিন অনুশীলনও। অনুশীলনের দ্বিতীয় দিনে জানা গেছে, করোনা পজিটিভ ইব্রাহিম।
প্রথমবার পজিটিভ হওয়ার পর দ্রুত আরেকবার করোনা পরীক্ষা হয়েছে ইব্রাহিমের। এবার অবশ্য দ্রুতই পাওয়া গেছে ফল। দ্বিতীয় দফাতেও করোনায় পজিটিভ ইব্রাহিম। এখন আইসোলেশনে আছেন তিনি। নেই কোনো উপসর্গ। আগামী সপ্তাহে আরও একবার পরীক্ষা হবে তাঁর।
সতীর্থের করোনা আক্রান্তের খবরে চাপা অস্বস্তি জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে। একটু বেশিই চাপে মিডফিল্ডার সোহেল রানা। হোটেলে ইব্রাহিমের সঙ্গে ভাগাভাগি করেছেন একই কক্ষ। যদিও দুই পরীক্ষাতেই নেগেটিভ সোহেল। তবু বাড়তি সতর্কতা হিসেবে দল থেকে একটু দূরেই থাকছেন তিনি। কাল অনুশীলনও করেছেন দল থেকে আলাদা হয়ে।
আক্রান্তের সংখ্যা না বাড়লেও দায় এড়াতে পারছে না বাফুফে। ক্যাম্পে যোগ দেওয়ার আগে ঈদের ছুটিতে ছিলেন ফুটবলাররা। ক্যাম্প হোটেলেও ছিল বাইরের মানুষের আনাগোনা। ফল জানতে কেন দেরি করল ফেডারেশন, সদুত্তর দিতে পারেননি দলের ম্যানেজার মো. ইকবাল। ফল জেনে অনুশীলন শুরু উচিত ছিল কি না, এ প্রশ্নে তিনি বলেছেন, ‘সব খেলোয়াড়ই পরীক্ষার মধ্যেই ছিল। আমাদের সেভাবে পরীক্ষা করানো হয়নি। আর যাচাই–বাছাই করে ফল পেতে আমাদেরও একটু দেরি হয়ে গেছে।’
করোনায় যখন খানিকটা অস্বস্তিতে বাংলাদেশ দল, তখনই জানা গেছে কাতারে রওনা দেওয়ার তারিখ। আগামী ৩ জুন প্রথম ম্যাচ খেলার চার দিন আগে অর্থাৎ ৩০ মে রওনা দেবেন জামালরা। পৌঁছানোর পর দুই দিন কোয়ারেন্টিনে থাকার পর প্রস্তুতি সারতে মাত্র এক দিন সময় থাকবে জেমি ডের দলের।
বাংলাদেশের প্রতিপক্ষ ভারতীয় দলের কেউ অবশ্য এখনো করোনা আক্রান্ত হননি। তবে ভালোই ঝামেলায় দেশটি। দুই মাস খেলার মধ্যে না থাকায় দল সাজাতে হিমশিম খেয়েছেন দলটির কোচ ইগর স্টিমাচ। ভারতীয় খেলোয়াড়দের ফিটনেস নিয়েও আছে সংশয়। শেষ পর্যন্ত ২৮ খেলোয়াড় নিয়ে কাল কাতার পৌঁছে গেছে ভারত।
ঢাকা: কথা ছিল ক্যাম্পে উঠেই করোনা পরীক্ষা হবে ফুটবলারদের। পরদিন ফল হাতে পাওয়ার পর শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্বের অনুশীলন। পরীক্ষা হয়েছে ঠিকই। কিন্তু ফল পেতে এক দিনের জায়গায় লেগেছে দুই দিন। পরে ফল যখন জানা গেল, জাতীয় দলের ক্যাম্প ঘিরে চাপা অস্বস্তি। কোভিড পজিটিভ উইঙ্গার মো. ইব্রাহিম।
১৬ তারিখে হোটেল ইন্টারকন্টিনেন্টালের আবাসিক ক্যাম্পে করোনা পরীক্ষা করানো হয় ফুটবলারদের। পরদিন সকালেই জেনে যাওয়ার কথা ফুটবলারদের করোনার ফল। তবে সেটা গুরুত্ব দেয়নি বাফুফে। ফল জানার আগেই হয়েছে দুদিন অনুশীলনও। অনুশীলনের দ্বিতীয় দিনে জানা গেছে, করোনা পজিটিভ ইব্রাহিম।
প্রথমবার পজিটিভ হওয়ার পর দ্রুত আরেকবার করোনা পরীক্ষা হয়েছে ইব্রাহিমের। এবার অবশ্য দ্রুতই পাওয়া গেছে ফল। দ্বিতীয় দফাতেও করোনায় পজিটিভ ইব্রাহিম। এখন আইসোলেশনে আছেন তিনি। নেই কোনো উপসর্গ। আগামী সপ্তাহে আরও একবার পরীক্ষা হবে তাঁর।
সতীর্থের করোনা আক্রান্তের খবরে চাপা অস্বস্তি জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে। একটু বেশিই চাপে মিডফিল্ডার সোহেল রানা। হোটেলে ইব্রাহিমের সঙ্গে ভাগাভাগি করেছেন একই কক্ষ। যদিও দুই পরীক্ষাতেই নেগেটিভ সোহেল। তবু বাড়তি সতর্কতা হিসেবে দল থেকে একটু দূরেই থাকছেন তিনি। কাল অনুশীলনও করেছেন দল থেকে আলাদা হয়ে।
আক্রান্তের সংখ্যা না বাড়লেও দায় এড়াতে পারছে না বাফুফে। ক্যাম্পে যোগ দেওয়ার আগে ঈদের ছুটিতে ছিলেন ফুটবলাররা। ক্যাম্প হোটেলেও ছিল বাইরের মানুষের আনাগোনা। ফল জানতে কেন দেরি করল ফেডারেশন, সদুত্তর দিতে পারেননি দলের ম্যানেজার মো. ইকবাল। ফল জেনে অনুশীলন শুরু উচিত ছিল কি না, এ প্রশ্নে তিনি বলেছেন, ‘সব খেলোয়াড়ই পরীক্ষার মধ্যেই ছিল। আমাদের সেভাবে পরীক্ষা করানো হয়নি। আর যাচাই–বাছাই করে ফল পেতে আমাদেরও একটু দেরি হয়ে গেছে।’
করোনায় যখন খানিকটা অস্বস্তিতে বাংলাদেশ দল, তখনই জানা গেছে কাতারে রওনা দেওয়ার তারিখ। আগামী ৩ জুন প্রথম ম্যাচ খেলার চার দিন আগে অর্থাৎ ৩০ মে রওনা দেবেন জামালরা। পৌঁছানোর পর দুই দিন কোয়ারেন্টিনে থাকার পর প্রস্তুতি সারতে মাত্র এক দিন সময় থাকবে জেমি ডের দলের।
বাংলাদেশের প্রতিপক্ষ ভারতীয় দলের কেউ অবশ্য এখনো করোনা আক্রান্ত হননি। তবে ভালোই ঝামেলায় দেশটি। দুই মাস খেলার মধ্যে না থাকায় দল সাজাতে হিমশিম খেয়েছেন দলটির কোচ ইগর স্টিমাচ। ভারতীয় খেলোয়াড়দের ফিটনেস নিয়েও আছে সংশয়। শেষ পর্যন্ত ২৮ খেলোয়াড় নিয়ে কাল কাতার পৌঁছে গেছে ভারত।
রিয়াল মাদ্রিদে এসে নিজেকে হারিয়ে খুঁজছেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগ হোক বা লা লিগা-মেজর টুর্নামেন্টে ধারাবাহিকভাবে পারফর্ম করতে ব্যর্থ তিনি। এমনকি পেনাল্টির মতো সহজ সুযোগ পেয়েও গোল করতে পারছেন না ফরাসি এই ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার লড়াই প্রিমিয়ার লিগ। গত পাঁচ মৌসুমে যেখানে কিংসের একচ্ছত্র আধিপত্য। তা কি এবার ভাঙবে? ২৯ নভেম্বর শুরু হতে যাওয়া নতুন মৌসুমের প্রিমিয়ার লিগের আগে ১০ ক্লাবের আশা-নিরাশার গল্প নিয়ে তিন পর্বের এই ধারাবাহিক। শেষ পর্বে আজ থাকছে ফর্টিস, ব্রাদার্স...
১ ঘণ্টা আগেসমানে সমানে লড়াই বলতে যা বোঝায়, সেটাই হয়েছে আজ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স-হ্যাম্পশায়ার ম্যাচে। শেষ পর্যন্ত গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সুপার ওভারে রংপুর হেরে গেল হ্যাম্পশায়ারের কাছে...
২ ঘণ্টা আগেআইপিএলের মতো ‘হটকেক’ টুর্নামেন্ট নিয়ে আগ্রহ থাকে বিশ্বের অনেক ক্রিকেটারেরই। এবারেরটা যেহেতু মেগা নিলাম ছিল, তাতে অন্যান্যদের মতো বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আশা ছিল অনেক বেশি। কিন্তু মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের কেউই কোনো দল পাননি ২০২৫ আইপিএলে।
১৩ ঘণ্টা আগে