আবাহনীর হয়েই তাহলে ফিরছেন জামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ২৪

জামাল ভূঁইয়ার এখন যেন অখণ্ড অবসর। গত ডিসেম্বর থেকে লম্বা ছুটিতে বাংলাদেশ অধিনায়ক। ছুটিতে আর্জেন্টিনা থেকে ডেনমার্ক হয়ে আবার আর্জেন্টিনায় ক্লাব সোল দে মায়োতে ফিরলেও এই লম্বা ছুটি যেন এখন অসহনীয় হয়ে উঠেছে জামালের জন্য।

দেড় মৌসুমের চুক্তিতে গত বছরের আগস্টে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে নাম লিখিয়েছিলেন জামাল। দলটির অর্ধেক মৌসুম খেলেছেন ৩৩ বছর বয়সী মিডফিল্ডার। সব মিলিয়ে খেলেছেন ৬ ম্যাচ। লিগে চার ম্যাচ খেলে করেছেন ২ গোল। মার্চের শেষে শুরু হবে নতুন মৌসুম। ডিসেম্বরে লিগ শেষ হওয়ার পর থেকে আর খেলাতেই নেই জামাল।

বাংলাদেশের জাতীয় দলের ফুটবলাররা এবার যেখানে বিশ্রাম নেওয়ার সুযোগই পাননি, জামাল সেখানে ফুটবল থেকে দূরে তিন মাস ধরে। দীর্ঘ একটা বিশ্রাম আরামদায়ক হলেও এর উল্টো ফলটাও টের পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। এমনিতে জাতীয় দলে তাঁকে ৬০ মিনিটের বেশি খেলার সুযোগ দেন না কোচ হাভিয়ের কাবরেরা। তিন মাসের বেশি সময় ধরে খেলার মধ্যে না থাকায় জামালকে খেলায় তাগিদ দেওয়া হয়েছে জাতীয় দল থেকে।

আর জাতীয় দলের ফেরার তাগিদ থেকেই আবারও বিপিএল ফুটবলে ফিরতে পারেন বাংলাদেশ অধিনায়ক। এরই মধ্যে আবাহনীর সঙ্গে তার প্রাথমিক কথাবার্তাও এগিয়েছে। জামাল নিজ থেকেই আবাহনীর সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানালেন ক্লাবটির ম্যানেজার কাজী নজরুল ইসলাম, ’ জামাল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে চুক্তির বিষয়টি নিশ্চিত না। ক্লাব দেখছে বিষয়টি।’

সোল দে মায়োর সঙ্গে মাসিক ১৪ হাজার ডলারে আগামী অক্টোবর পর্যন্ত চুক্তি জামালের। প্রতি ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা থেকে উড়িয়ে এনে তাঁকে খেলানোর জন্য ৫-৬ লাখ টাকা বিমান ভাড়া গুনতে হয় বাফুফেকে। গুঞ্জন আছে, জামালের পেছনে এভাবে আর বিমান ভাড়া গুনতে রাজি নয় বাফুফে। সব মিলিয়েই আর্জেন্টিনার চুক্তি বাতিল করে আবারও বাংলাদেশেই ফিরতে পারেন জামাল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত