ক্রীড়া ডেস্ক
বল জালে জড়ানো মাত্রই হাত উঁচিয়ে সতীর্থদের সতর্ক করে দিলেন ব্রিল এমবোলো। বুঝিয়ে দিলেন, উদযাপন করতে যেন তাঁকে বাধ্য করা না হয়।
সুইজারল্যান্ড যতই হোক জাতীয় দল, মাতৃভূমি ক্যামেরুনের বিপক্ষে গোল করার পর এমবোলোর চেহারাই বলে দিল এক গোলে কতটা অনুতপ্ত তিনি!
মা-বাবার বিচ্ছেদের পর পাঁচ বছর বয়সে ফ্রান্সে চলে আসেন এমবোলো। সেখান থেকে কৈশোরে সুইজারল্যান্ডে থিতু হওয়া তাঁর পরিবারের। বাবা এখনো থাকেন ক্যামেরুনে। সেখান থেকেই ছেলের গোলে হয়তো দীর্ঘশ্বাস ফেলবেন এমবোলোর বাবা। ছেলের গোলে উচ্ছ্বাস করার কিছু নেই কারণ এমবোলোর করা একমাত্র গোলেই ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড।
মাতৃভূমির বিপক্ষে গোল করলেও দল সুইজারল্যান্ডকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দিয়েছেন এমবোলো। ‘জি’ গ্রুপে আছে ব্রাজিল, সার্বিয়ার মতো আরও কঠিন দুই দল। এই জয়ে কঠিন লড়াইয়ের আগে খানিকটা স্বস্তিতে দম নেওয়ার সুযোগ পাবে সুইসরা।
আল জানুব স্টেডিয়ামে শুরুটা সাবধানী থেকে দুই দলই চেষ্টা করেছে নিজেদের উইঙ্গারদের সর্বোচ্চ ব্যবহার করতে। এমনই এক কৌশলে ডানপ্রান্ত ধরে ৩০ মিনিটে ভালো একটা সুযোগ বের করেছিল ক্যামেরুন। মার্টিন হোংলার কোনাকুনি শট ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক ইয়ান সোমার।
প্রান্তধরে খেলাটা প্রথমার্ধে ভালোই খেলেছে দুই দল। কিন্তু গোলের দেখা পায়নি কোনো দলই। যোগ করা সময়ে কর্নার থেকে ম্যানসিটি তারকা ম্যানুয়েল আকানজির হেড কয়েক ইঞ্চি ভেতরে থাকলেই গোল পেত সুইজারল্যান্ড।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচের রং ফেরায় সুইজারল্যান্ড। ৪৮ মিনিটে ডানপ্রান্ত থেকে জেরদান শাকিরির ক্রস বুঝতে ভুল করেন ক্যামেরুনের ডিফেন্ডাররা। শাকিরির ক্রসে ফাঁকায় বল পান এমবোলো। সুন্দর করে সাজানো বলটা নিজের মাতৃভূমির ক্যামেরুনের জালে জড়িয়ে কোনো উদযাপনই করেননি ২৫ বছর বয়সী ফরোয়ার্ড।
পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে গেছে ক্যামেরুন। ৬৬ মিনিটে আন্দ্রে আঙ্গুইসার হেড ঠেকান সুইস গোলরক্ষক সমার। পাল্টা আক্রমণে শাকিরির ক্রস থেকে রুবেন ভার্গাসের শট ঠেকান ক্যামেরুন গোলরক্ষক আন্দ্রে ওনানা। কর্নার থেকে আবারও বল জালে জড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এমবোলো। অতিরিক্ত সময়ে হারিস সেফেরোভিচের শট লক্ষ্যে থাকলেও বল জালে জড়ানোর আগে ফিরিয়ে দেন চালর্স কাসতেলেত্তো।
বল জালে জড়ানো মাত্রই হাত উঁচিয়ে সতীর্থদের সতর্ক করে দিলেন ব্রিল এমবোলো। বুঝিয়ে দিলেন, উদযাপন করতে যেন তাঁকে বাধ্য করা না হয়।
সুইজারল্যান্ড যতই হোক জাতীয় দল, মাতৃভূমি ক্যামেরুনের বিপক্ষে গোল করার পর এমবোলোর চেহারাই বলে দিল এক গোলে কতটা অনুতপ্ত তিনি!
মা-বাবার বিচ্ছেদের পর পাঁচ বছর বয়সে ফ্রান্সে চলে আসেন এমবোলো। সেখান থেকে কৈশোরে সুইজারল্যান্ডে থিতু হওয়া তাঁর পরিবারের। বাবা এখনো থাকেন ক্যামেরুনে। সেখান থেকেই ছেলের গোলে হয়তো দীর্ঘশ্বাস ফেলবেন এমবোলোর বাবা। ছেলের গোলে উচ্ছ্বাস করার কিছু নেই কারণ এমবোলোর করা একমাত্র গোলেই ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড।
মাতৃভূমির বিপক্ষে গোল করলেও দল সুইজারল্যান্ডকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দিয়েছেন এমবোলো। ‘জি’ গ্রুপে আছে ব্রাজিল, সার্বিয়ার মতো আরও কঠিন দুই দল। এই জয়ে কঠিন লড়াইয়ের আগে খানিকটা স্বস্তিতে দম নেওয়ার সুযোগ পাবে সুইসরা।
আল জানুব স্টেডিয়ামে শুরুটা সাবধানী থেকে দুই দলই চেষ্টা করেছে নিজেদের উইঙ্গারদের সর্বোচ্চ ব্যবহার করতে। এমনই এক কৌশলে ডানপ্রান্ত ধরে ৩০ মিনিটে ভালো একটা সুযোগ বের করেছিল ক্যামেরুন। মার্টিন হোংলার কোনাকুনি শট ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক ইয়ান সোমার।
প্রান্তধরে খেলাটা প্রথমার্ধে ভালোই খেলেছে দুই দল। কিন্তু গোলের দেখা পায়নি কোনো দলই। যোগ করা সময়ে কর্নার থেকে ম্যানসিটি তারকা ম্যানুয়েল আকানজির হেড কয়েক ইঞ্চি ভেতরে থাকলেই গোল পেত সুইজারল্যান্ড।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচের রং ফেরায় সুইজারল্যান্ড। ৪৮ মিনিটে ডানপ্রান্ত থেকে জেরদান শাকিরির ক্রস বুঝতে ভুল করেন ক্যামেরুনের ডিফেন্ডাররা। শাকিরির ক্রসে ফাঁকায় বল পান এমবোলো। সুন্দর করে সাজানো বলটা নিজের মাতৃভূমির ক্যামেরুনের জালে জড়িয়ে কোনো উদযাপনই করেননি ২৫ বছর বয়সী ফরোয়ার্ড।
পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে গেছে ক্যামেরুন। ৬৬ মিনিটে আন্দ্রে আঙ্গুইসার হেড ঠেকান সুইস গোলরক্ষক সমার। পাল্টা আক্রমণে শাকিরির ক্রস থেকে রুবেন ভার্গাসের শট ঠেকান ক্যামেরুন গোলরক্ষক আন্দ্রে ওনানা। কর্নার থেকে আবারও বল জালে জড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এমবোলো। অতিরিক্ত সময়ে হারিস সেফেরোভিচের শট লক্ষ্যে থাকলেও বল জালে জড়ানোর আগে ফিরিয়ে দেন চালর্স কাসতেলেত্তো।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৯ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৯ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১১ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৩ ঘণ্টা আগে