ক্রীড়া ডেস্ক
চোটটা যদি গত মৌসুমেও পেতেন নেইমার, তবে এতক্ষণে হয়তো হাহাকারে পড়ে যেত পিএসজি শিবিরে। ব্রাজিলিয়ান তারকা অবশ্য চোট প্রতি মৌসুমেই কম-বেশি পান, আর তাকে নিয়ে পিএসজির আক্ষেপও আছে অনেক কিন্তু নেইমারের এবারের চোট যেন শাপে-বর হয়ে এসেছে প্যারিসের ক্লাবটির জন্য। কারণ নেইমারের শূন্যস্থান পূরণে যে এবার দলে আছেন লিওনেল মেসি।
এই সপ্তাহে সাঁ-এতিঁয়েনের বিপক্ষে ম্যাচে গোড়ালির চোটে ছয় থেকে আট সপ্তাহের জন্য ছিটকে গেছেন নেইমার। ২০২১ সালে আর মাঠে ফেরা হচ্ছে না বিশ্বের দামি ফুটবলারের। দলের দামি ফুটবলারকে এই বছরে না পাওয়া নিয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো, আবার একই সঙ্গে তার কথাতেও যেন মনে হয়েছে নেইমার না থাকায় তিনি খুশি!
নিসের বিপক্ষে আজ ঘরের মাঠে ম্যাচ খেলবে পিএসজি। সেই ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেছেন, ‘আমার খারাপ লাগছে কারণ নেইমার এমন একজন ফুটবলার যে খেলতে ভালোবাসে। আমরা হয়তো নেইমারের মতো কাউকে পাব না কিন্তু যতটা সম্ভব চেষ্টা করব কৌশলগত দিক থেকে তার কাছাকাছি মানের ফুটবলার খুঁজে বের করার।’
ফ্রান্সের ফুটবল বিশ্লেষকেরা পচেত্তিনোর এই কথার মানে দাঁড় করিয়েছেন, নেইমারের বিকল্প হিসেবে মেসির দিকেই ইঙ্গিত করেছেন পিএসজি কোচ। বার্সা ছেড়ে প্যারিসে আসার পর খানিকটা ছন্দহীনতায় ভুগছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। বন্ধু নেইমার না থাকায় মাঠে বেশ কিছু জায়গায় খেলার স্বাধীনতা পাবেন মেসি যা তার ছন্দ ফেরাতে কাজে আসবে। আবার পাশাপাশি কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সম্পর্কটা মজবুত হলে দিনে দিনে নেইমারের ওপর থেকে নির্ভরশীলতাও কমিয়ে আনতে পারবে পারিসিয়ানরা। চোটে না পড়ে নেইমার যদি মাঠে থাকতেন, মেসি কী এতটা সুযোগ তবে পেতেন?
চোটটা যদি গত মৌসুমেও পেতেন নেইমার, তবে এতক্ষণে হয়তো হাহাকারে পড়ে যেত পিএসজি শিবিরে। ব্রাজিলিয়ান তারকা অবশ্য চোট প্রতি মৌসুমেই কম-বেশি পান, আর তাকে নিয়ে পিএসজির আক্ষেপও আছে অনেক কিন্তু নেইমারের এবারের চোট যেন শাপে-বর হয়ে এসেছে প্যারিসের ক্লাবটির জন্য। কারণ নেইমারের শূন্যস্থান পূরণে যে এবার দলে আছেন লিওনেল মেসি।
এই সপ্তাহে সাঁ-এতিঁয়েনের বিপক্ষে ম্যাচে গোড়ালির চোটে ছয় থেকে আট সপ্তাহের জন্য ছিটকে গেছেন নেইমার। ২০২১ সালে আর মাঠে ফেরা হচ্ছে না বিশ্বের দামি ফুটবলারের। দলের দামি ফুটবলারকে এই বছরে না পাওয়া নিয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো, আবার একই সঙ্গে তার কথাতেও যেন মনে হয়েছে নেইমার না থাকায় তিনি খুশি!
নিসের বিপক্ষে আজ ঘরের মাঠে ম্যাচ খেলবে পিএসজি। সেই ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেছেন, ‘আমার খারাপ লাগছে কারণ নেইমার এমন একজন ফুটবলার যে খেলতে ভালোবাসে। আমরা হয়তো নেইমারের মতো কাউকে পাব না কিন্তু যতটা সম্ভব চেষ্টা করব কৌশলগত দিক থেকে তার কাছাকাছি মানের ফুটবলার খুঁজে বের করার।’
ফ্রান্সের ফুটবল বিশ্লেষকেরা পচেত্তিনোর এই কথার মানে দাঁড় করিয়েছেন, নেইমারের বিকল্প হিসেবে মেসির দিকেই ইঙ্গিত করেছেন পিএসজি কোচ। বার্সা ছেড়ে প্যারিসে আসার পর খানিকটা ছন্দহীনতায় ভুগছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। বন্ধু নেইমার না থাকায় মাঠে বেশ কিছু জায়গায় খেলার স্বাধীনতা পাবেন মেসি যা তার ছন্দ ফেরাতে কাজে আসবে। আবার পাশাপাশি কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সম্পর্কটা মজবুত হলে দিনে দিনে নেইমারের ওপর থেকে নির্ভরশীলতাও কমিয়ে আনতে পারবে পারিসিয়ানরা। চোটে না পড়ে নেইমার যদি মাঠে থাকতেন, মেসি কী এতটা সুযোগ তবে পেতেন?
কথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
২ ঘণ্টা আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
২ ঘণ্টা আগেআলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে চতুর্থ দিন শেষ না হলে হয়তো দৃশ্যটা ভিন্ন রকম হতে পারত। বাংলাদেশ হারাতে পারত আরও উইকেট। তবে এখনো হার হাতছানি দিয়ে ডাকছে সফরকারীদের।
৩ ঘণ্টা আগে