সাফজয়ী মেয়েদের জাঁকজমকপূর্ণ বরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১৫: ৫৫
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৭: ০১
সাফজয়ী নারী ফুটবলাররা দেশে ফিরতেই বিমানবন্দরে দেখা যায় উপচে পড়া ভিড়। ছবি: আজকের পত্রিকা

চ্যাম্পিয়ন দল বলে কথা। তা-ও আবার টানা দুবার চ্যাম্পিয়ন। সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের বরণ তো জাঁকজমকপূর্ণই হবে। সাবিনা খাতুনদের দেখতে ঢাকা বিমানবন্দরে দেখা গেছে উপচে পড়া ভিড়।

বেলা ২টা ১৫ মিনিটে চ্যাম্পিয়ন দলকে বহনকারী বিমান কাঠমান্ডু থেকে ঢাকায় এসে পৌঁছেছে। কোচ পিটার বাটলার, সাবিনাসহ ফুটবলাররা একে একে বেরিয়ে আসতে থাকেন। ফুটবলারদের গলায় ছিল ফুলের মালা। ইমিগ্রেশন লাউঞ্জের ভেতরে এতটাই ভিড় ছিল যে নিরাপত্তাকর্মীরাও সামলাতে হিমশিম খাচ্ছিলেন। সংবাদকর্মীদের ভিড়ের পাশাপাশি এতটাই চিৎকার ছিল যে বাটলার ঠিকমতো কথা বলতেই পারেননি। হ্যান্ডমাইকে বাটলার, সাবিনারা কথা বললেও সেটা স্পষ্ট শোনা যায়নি।

গতবারের মতো এবারও ছাদখোলা বাস প্রস্তুত করা হয়েছে তাঁদের বরণের জন্য। ২০২৪ নারী সাফ জয়ের পর তাঁদের উদ্‌যাপনের ছবি একটি লাল রঙের বাসের ওপর বসানো রয়েছে। বাসে বড় করে লেখা চ্যাম্পিয়নস। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লোগোও বসানো রয়েছে বাসে। এরই মধ্যে বাস বাফুফেতে পৌঁছে যাওয়ার কথা।

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় গত রাতে নেপালকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এ নিয়ে নারী সাফে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে বাংলাদেশ। দুটিই এসেছে সাবিনার নেতৃত্বে।

অপরাজিত হয়েই এবারের নারী সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ টুর্নামেন্টে করেছে ১৩ গোল। হজম করেছে ৪ গোল। ঋতুপর্ণা চাকমা করেছেন ২ গোল। সেটার চেয়েও বড় ‘ইমপ্যাক্ট’ তিনি রেখেছেন গোল বানিয়ে দেওয়ার ক্ষেত্রে। টুর্নামেন্ট সেরা ফুটবলারের পুরস্কারের পাওয়া ঋতুপর্ণা গত রাতে নেপালের বিপক্ষে ৮০ মিনিটে গোল করেন। শিরোপা নির্ধারণী ম্যাচে এটাই পার্থক্য গড়ে দিয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত