ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের বিপক্ষে খেলার আগেই সুসংবাদ পায় আর্জেন্টিনা। কারণ, দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের উরুগুয়ে-বলিভিয়া ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত আর্জেন্টিনার। বাকি উৎসব আলবিসেলেস্তেরা সারল ব্রাজিলকে উড়িয়ে।
ব্রাজিল যেমন পায়নি নেইমারকে, তেমনি আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি খেলতে পারেননি। মেসির পাশাপাশি আকাশী নীলদের আক্রমণভাগের দুই কান্ডারি পাওলো দিবালা, লাওতারো মার্তিনেজ খেলতে পারেননি চোটের কারণে। তবু চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ৪-১ গোলে।
শুরু থেকেই আজ ব্রাজিলের রক্ষণদুর্গ কাঁপাতে থাকে আর্জেন্টিনা। ৪ মিনিটে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। শুরুর ধাক্কা সামলে উঠতে না উঠতেই ব্রাজিল হজম করে আরও এক গোল। ১২ মিনিটে নাহুয়েল মলিনার পাস রিসিভ করেন এনজো ফার্নান্দেজ। পাস রিসিভের পর দারুন এক ভলিতে লক্ষ্য ভেদ করেন ফার্নান্দেজ।
জোড়া গোল হজম করা ব্রাজিল দ্রুতই ব্যবধান কমিয়েছে। আর্জেন্টাইন এক ডিফেন্ডারের ভুলে ২৬ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ম্যাথুস কুনহা। ব্যবধান কমানোর পর ফের গোল হজম করে ব্রাজিল। ৩৭ মিনিটে বক্সের বাইরে থেকে ফার্নান্দেজের ক্রস রিসিভ করে ডান পায়ে দুর্দান্ত গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থেকে আর্জেন্টিনা শেষ করেছে।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবলের ধারাবাহিকতা ধরে রাখে আর্জেন্টিনা। ব্রাজিলের জালে বারবার হানা দিতে থাকে আলবিসেলেস্তেরা। অবশ্য ফিনিশিংয়ের দুর্বলতায় আর্জেন্টিনা গোলের কয়েকটি সুযোগ হারিয়েছে। অবশেষে ৭১ মিনিটে গোলের হালি পূর্ণ করে আর্জেন্টিনা। নিকোলাস তাগলিয়াফিকোর অ্যাসিস্টে গোলটি করেন গিলিয়ানো সিমিওনে।
একপেশে ম্যাচ হলেও ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে উত্তেজনা যে একেবারেই ছিল না, তা নয়। দুই দলের ফুটবলারদের তর্কে জড়াতে দেখা গেছে কয়েকবার। ৪-১ গোলে এগিয়ে থাকার পর হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টিনার রদ্রিগো দি পল ও এনজো ফার্নান্দেজ। ব্রাজিলের এনড্রিকও দেখেছেন হলুদ কার্ড। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ছয় দল। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো—এই তিন দল আয়োজক সূত্রে সরাসরি বিশ্বকাপ খেলবে। জাপান বাছাইপর্ব উতড়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ২০ মার্চ। নিউজিল্যান্ড বিশ্বকাপের টিকিট কেটেছে ২৪ মার্চ। বাছাইপর্বের তৃতীয় দল হিসেবে আজ আর্জেন্টিনা কেটেছে বিশ্বকাপের টিকিট। ২০২৬ সালে আলবিসেলেস্তেরা নামবে শিরোপা ধরে রাখার মিশনে।
ব্রাজিলের বিপক্ষে খেলার আগেই সুসংবাদ পায় আর্জেন্টিনা। কারণ, দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের উরুগুয়ে-বলিভিয়া ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত আর্জেন্টিনার। বাকি উৎসব আলবিসেলেস্তেরা সারল ব্রাজিলকে উড়িয়ে।
ব্রাজিল যেমন পায়নি নেইমারকে, তেমনি আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি খেলতে পারেননি। মেসির পাশাপাশি আকাশী নীলদের আক্রমণভাগের দুই কান্ডারি পাওলো দিবালা, লাওতারো মার্তিনেজ খেলতে পারেননি চোটের কারণে। তবু চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ৪-১ গোলে।
শুরু থেকেই আজ ব্রাজিলের রক্ষণদুর্গ কাঁপাতে থাকে আর্জেন্টিনা। ৪ মিনিটে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। শুরুর ধাক্কা সামলে উঠতে না উঠতেই ব্রাজিল হজম করে আরও এক গোল। ১২ মিনিটে নাহুয়েল মলিনার পাস রিসিভ করেন এনজো ফার্নান্দেজ। পাস রিসিভের পর দারুন এক ভলিতে লক্ষ্য ভেদ করেন ফার্নান্দেজ।
জোড়া গোল হজম করা ব্রাজিল দ্রুতই ব্যবধান কমিয়েছে। আর্জেন্টাইন এক ডিফেন্ডারের ভুলে ২৬ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ম্যাথুস কুনহা। ব্যবধান কমানোর পর ফের গোল হজম করে ব্রাজিল। ৩৭ মিনিটে বক্সের বাইরে থেকে ফার্নান্দেজের ক্রস রিসিভ করে ডান পায়ে দুর্দান্ত গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থেকে আর্জেন্টিনা শেষ করেছে।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবলের ধারাবাহিকতা ধরে রাখে আর্জেন্টিনা। ব্রাজিলের জালে বারবার হানা দিতে থাকে আলবিসেলেস্তেরা। অবশ্য ফিনিশিংয়ের দুর্বলতায় আর্জেন্টিনা গোলের কয়েকটি সুযোগ হারিয়েছে। অবশেষে ৭১ মিনিটে গোলের হালি পূর্ণ করে আর্জেন্টিনা। নিকোলাস তাগলিয়াফিকোর অ্যাসিস্টে গোলটি করেন গিলিয়ানো সিমিওনে।
একপেশে ম্যাচ হলেও ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে উত্তেজনা যে একেবারেই ছিল না, তা নয়। দুই দলের ফুটবলারদের তর্কে জড়াতে দেখা গেছে কয়েকবার। ৪-১ গোলে এগিয়ে থাকার পর হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টিনার রদ্রিগো দি পল ও এনজো ফার্নান্দেজ। ব্রাজিলের এনড্রিকও দেখেছেন হলুদ কার্ড। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ছয় দল। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো—এই তিন দল আয়োজক সূত্রে সরাসরি বিশ্বকাপ খেলবে। জাপান বাছাইপর্ব উতড়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ২০ মার্চ। নিউজিল্যান্ড বিশ্বকাপের টিকিট কেটেছে ২৪ মার্চ। বাছাইপর্বের তৃতীয় দল হিসেবে আজ আর্জেন্টিনা কেটেছে বিশ্বকাপের টিকিট। ২০২৬ সালে আলবিসেলেস্তেরা নামবে শিরোপা ধরে রাখার মিশনে।
লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর ইউরোপ পর্ব শেষ হয়েছে অনেক দিন আগে। তবে ‘কে সেরা’—এটা নিয়ে এই দুই কিংবদন্তির ভক্ত-সমর্থকদের মধ্যে কথার লড়াই জমে ওঠে। দুই জনের দ্বৈরথ দেখতে অনেকেই মুখিয়ে থাকেন। যদি রোনালদো, মেসি এক দলে খেলেন, তাহলে সেটা তো স্বপ্নের মতো!
৬ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে মুহাম্মদ আব্বাসের শুরুটা হয়েছে অসাধারণ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে চালিয়েছেন তাণ্ডব। তাঁর ঝোড়ো ব্যাটিংই মূলত ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে।
৭ ঘণ্টা আগেচার-ছক্কার বন্যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠেই ভক্ত-সমর্থকেরা পান প্রচুর বিনোদন। এছাড়াও মাঠ ও মাঠের বাইরে এমন কিছু ঘটনা ঘটে, যেগুলো হাসির খোরাক জোগায়। রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা এবার ঘটিয়েছেন মজার এক কাণ্ড। সামাজিক মাধ্যমে রোহিতদের এই ঘটনা ভাইরাল।
৮ ঘণ্টা আগেএক খেলার তারকাদের ম্যাচ দেখতে অন্য খেলার তারকাদের যাওয়া নতুন কোনো ঘটনা নয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহাম মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বসে দেখেছেন বিরাট কোহলির সেঞ্চুরি। এবার নোভাক জোকোভিচের খেলা গ্যালারিতে বসে দেখেছেন লিওনেল মেসি।
১০ ঘণ্টা আগে