ক্রীড়া ডেস্ক
দুর্নীতির দায়ে আবদুস সালাম মূর্শেদীসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক ও বর্তমান পাঁচ কর্মকর্তাকে আর্থিক জরিমানা ও নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। গতকাল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির এথিক্স কমিটি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সালাম মূর্শেদী। আজ এক বিবৃতিতে বাফুফের সাবেক সহসভাপতি ও সংস্থার ফিন্যান্স কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, ফিফার এথিক্স কমিটির অ্যাডজুডিকেটরি চেম্বার কর্তৃক অধিকতর তদন্তের পর আমার বিপক্ষে আনা মোট তিনটির মধ্যে অনৈতিক কার্যক্রম এবং জালিয়াতি বা মিথ্যাচারের মতো গুরুত্বপূর্ণ দুটি অভিযোগের কোনো ভিত্তি পায়নি ফিফা। ক্রয় প্রক্রিয়ায় চারজন স্বাক্ষরকারীর মধ্যে দুজনকে ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে ফিফা। সভাপতি কাজী সালাউদ্দীনের সরাসরি জড়িত না থাকায় তাঁকে খারিজ দেওয়া হয়েছে। তবে আমি যেহেতু ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সে কারণেই আমাকে গুনতে হচ্ছে ন্যূনতম ১০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১২ লাখ ৮৫ হাজার টাকা) আর্থিক জরিমানা।
বাফুফের আর্থিক বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত করছিল ফিফা। যার পরিপ্রেক্ষিতে গত ৮ ফেব্রুয়ারি এথিক্স কমিটির অ্যাডজুডিকেটরি চেম্বার ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি শুনানির আয়োজন করে। যেখানে সালাম মূর্শেদীর বিরুদ্ধে ফিফার অনুচ্ছেদ ১৪ (সাধারণ দায়িত্ব), ১৬ (আনুগত্য কর্তব্য) ও ২৫ (জালিয়াতি ও মিথ্যাচার) লঙ্ঘনের অভিযোগ আনা হয়।
সাম্প্রতিক সময়ে বাফুফের পাঁচ সাবেক ও বর্তমান কর্তাকে নিয়ে ফিফা তদন্ত করে। সাক্ষ্যপ্রমাণের পরিপ্রেক্ষিতে তাঁদের ওপর গতকাল নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানার রায় দেওয়া হয়। এর আগে আর্থিক দুর্নীতির অভিযোগে সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করেছিল ফিফা। তাঁর আগের দুই বছরের নিষেধাজ্ঞা শেষ না হতেই নতুন করে তিন বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। সঙ্গে জরিমানা করা হয়েছে ২০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ২৫ লাখ ৭০ হাজার টাকা)। আর সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও সাবেক অপারেশনস ম্যানেজার মিজানুর রহমানকে সমান ১২ লাখ ৮৫ হাজার টাকা আর্থিক জরিমানাসহ সব ধরনের ফুটবল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। বাফুফের প্রকিউরমেন্ট ও স্টোর অফিসার ইমরুল হাসান শরীফকে ভবিষ্যতের আচরণের জন্য সতর্ক করা হয়েছে। সঙ্গে তাঁকে ফিফা প্রদত্ত অনুবর্তিতা বা আদেশ পালনের (কমপ্লায়েন্স) প্রশিক্ষণ নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
দুর্নীতির দায়ে আবদুস সালাম মূর্শেদীসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক ও বর্তমান পাঁচ কর্মকর্তাকে আর্থিক জরিমানা ও নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। গতকাল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির এথিক্স কমিটি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সালাম মূর্শেদী। আজ এক বিবৃতিতে বাফুফের সাবেক সহসভাপতি ও সংস্থার ফিন্যান্স কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, ফিফার এথিক্স কমিটির অ্যাডজুডিকেটরি চেম্বার কর্তৃক অধিকতর তদন্তের পর আমার বিপক্ষে আনা মোট তিনটির মধ্যে অনৈতিক কার্যক্রম এবং জালিয়াতি বা মিথ্যাচারের মতো গুরুত্বপূর্ণ দুটি অভিযোগের কোনো ভিত্তি পায়নি ফিফা। ক্রয় প্রক্রিয়ায় চারজন স্বাক্ষরকারীর মধ্যে দুজনকে ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে ফিফা। সভাপতি কাজী সালাউদ্দীনের সরাসরি জড়িত না থাকায় তাঁকে খারিজ দেওয়া হয়েছে। তবে আমি যেহেতু ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সে কারণেই আমাকে গুনতে হচ্ছে ন্যূনতম ১০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১২ লাখ ৮৫ হাজার টাকা) আর্থিক জরিমানা।
বাফুফের আর্থিক বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত করছিল ফিফা। যার পরিপ্রেক্ষিতে গত ৮ ফেব্রুয়ারি এথিক্স কমিটির অ্যাডজুডিকেটরি চেম্বার ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি শুনানির আয়োজন করে। যেখানে সালাম মূর্শেদীর বিরুদ্ধে ফিফার অনুচ্ছেদ ১৪ (সাধারণ দায়িত্ব), ১৬ (আনুগত্য কর্তব্য) ও ২৫ (জালিয়াতি ও মিথ্যাচার) লঙ্ঘনের অভিযোগ আনা হয়।
সাম্প্রতিক সময়ে বাফুফের পাঁচ সাবেক ও বর্তমান কর্তাকে নিয়ে ফিফা তদন্ত করে। সাক্ষ্যপ্রমাণের পরিপ্রেক্ষিতে তাঁদের ওপর গতকাল নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানার রায় দেওয়া হয়। এর আগে আর্থিক দুর্নীতির অভিযোগে সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করেছিল ফিফা। তাঁর আগের দুই বছরের নিষেধাজ্ঞা শেষ না হতেই নতুন করে তিন বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। সঙ্গে জরিমানা করা হয়েছে ২০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ২৫ লাখ ৭০ হাজার টাকা)। আর সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও সাবেক অপারেশনস ম্যানেজার মিজানুর রহমানকে সমান ১২ লাখ ৮৫ হাজার টাকা আর্থিক জরিমানাসহ সব ধরনের ফুটবল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। বাফুফের প্রকিউরমেন্ট ও স্টোর অফিসার ইমরুল হাসান শরীফকে ভবিষ্যতের আচরণের জন্য সতর্ক করা হয়েছে। সঙ্গে তাঁকে ফিফা প্রদত্ত অনুবর্তিতা বা আদেশ পালনের (কমপ্লায়েন্স) প্রশিক্ষণ নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
সেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
২৭ মিনিট আগেমাঠের চেয়ে বাইরের ঘটনায় নেইমার আলোচনায় থাকেন বেশি। বিতর্কিত ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। এবার তিনি আলোচনায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রিভালদোকে নিয়ে কথা বলে। দুই ফুটবলারের তর্কযুদ্ধ এখন ‘টক অব দ্য টাউন’।
১ ঘণ্টা আগেমুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো। আজ চলছে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে পড়েছে ৩১ উইকেট। ২৫১ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট। ক্যারিবীয়দের জিততে এখনো প্রয়োজন ২৩০ রান। এছাড়া বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগার...
২ ঘণ্টা আগেলিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
২ ঘণ্টা আগে