ক্রীড় ডেস্ক
লিগ জেতার আনন্দ নিয়ে গত সপ্তাহে ডর্টমুন্ড সফরে গিয়েছিল পিএসজি। তবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলেদের একাই হারিয়ে দেন জাদোন সানচো। সেই হারের ক্ষত ভুলে লুইস এনরিকের শিষ্যদের ফিরতে হবে জয়ে। নয়তো শেষ হয়ে যাবে এই মৌসুমের ট্রেবল জয়ের আশা।
আজ রাতে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে বরুসিয়া ডর্টমুন্ডকে শেষ চারের ফিরতি লেগে আতিথেয়তা দেবে পিএসজি। ২০১৯-২০ মৌসুমের পর আবারও ফাইনালে যেতে হলে এই ম্যাচে ২-০ গোলে জিততে হবে ফরাসি চ্যাম্পিয়নদের। আর ড্র করলেই ২০১২-১৩ মৌসুমের ডর্টমুন্ড নিশ্চিত করবে ফাইনাল।
এমন বাঁচামরার ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে এনরিকেকে বেশ শান্তই দেখাল। পিএসজি কোচ বলেছেন, ‘উদ্দেশ্য হলো ২ গোলে জেতা নয়, শুধু জয়। প্রথমেই আমাদের গোল করা প্রয়োজন এবং ম্যাচটি জেতা।’
যদি হারেও, তবু শিষ্যদের ওপর নাখোশ হবেন না এনরিকে। উল্টো প্রতিপক্ষকে অভিবাদন জানাবেন স্প্যানিশ কোচ, ‘আমরা চিন্তা করছি, সেমিফাইনালে খেলা কতটা সৌভাগ্যের। জীবন চলতে থাকবে এবং প্যারিসে সর্বদা বিস্ময়কর সূর্য জ্বলতে থাকবে। যদি হারি তবে আমরা তাদের অভিনন্দন জানাব এবং পরদিনের জন্য জেগে উঠব।’
লিগ জেতার আনন্দ নিয়ে গত সপ্তাহে ডর্টমুন্ড সফরে গিয়েছিল পিএসজি। তবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলেদের একাই হারিয়ে দেন জাদোন সানচো। সেই হারের ক্ষত ভুলে লুইস এনরিকের শিষ্যদের ফিরতে হবে জয়ে। নয়তো শেষ হয়ে যাবে এই মৌসুমের ট্রেবল জয়ের আশা।
আজ রাতে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে বরুসিয়া ডর্টমুন্ডকে শেষ চারের ফিরতি লেগে আতিথেয়তা দেবে পিএসজি। ২০১৯-২০ মৌসুমের পর আবারও ফাইনালে যেতে হলে এই ম্যাচে ২-০ গোলে জিততে হবে ফরাসি চ্যাম্পিয়নদের। আর ড্র করলেই ২০১২-১৩ মৌসুমের ডর্টমুন্ড নিশ্চিত করবে ফাইনাল।
এমন বাঁচামরার ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে এনরিকেকে বেশ শান্তই দেখাল। পিএসজি কোচ বলেছেন, ‘উদ্দেশ্য হলো ২ গোলে জেতা নয়, শুধু জয়। প্রথমেই আমাদের গোল করা প্রয়োজন এবং ম্যাচটি জেতা।’
যদি হারেও, তবু শিষ্যদের ওপর নাখোশ হবেন না এনরিকে। উল্টো প্রতিপক্ষকে অভিবাদন জানাবেন স্প্যানিশ কোচ, ‘আমরা চিন্তা করছি, সেমিফাইনালে খেলা কতটা সৌভাগ্যের। জীবন চলতে থাকবে এবং প্যারিসে সর্বদা বিস্ময়কর সূর্য জ্বলতে থাকবে। যদি হারি তবে আমরা তাদের অভিনন্দন জানাব এবং পরদিনের জন্য জেগে উঠব।’
নিউজিল্যান্ডের কাছে হেরেই চলছে পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ থেকেই কিউইদের বিপক্ষে হার শুরু হয়েছে পাকিস্তানের। তারপর চ্যাম্পিয়নস ট্রফিতেও একই দৃশ্য। ওয়ানডে সংস্করণের সেই ছন্দ হারানো টি-টোয়েন্টিতেও অব্যাহত। নিউজিল্যান্ড সফরে টানা দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারল পাকিস্তান।
৩৩ মিনিট আগেদেশের ফুটবলে গতকাল সবচেয়ে আলোচনায় ছিল হামজা চৌধুরীর আগমন। তাঁকে নিয়েই আগ্রহের মাত্রা ছিল তীব্র। এর মাঝেই সৌদি আরব ক্যাম্প শেষে আজ সকালে দেশে ফিরেছে জাতীয় দল। তবে ফেরেননি ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। সৌদি থেকেই ইতালির উদ্দেশে উড়ান ধরেছেন তিনি।
১ ঘণ্টা আগেমাঝে ইন্টার মায়ামির হয়ে তিন ম্যাচ বিশ্রামে ছিলেন মেসি। চোট শঙ্কার কারণেই হয়েছিল সেটি। তিন ম্যাচ পর ফিরেই টানা দুই ম্যাচে পেয়েছেন গোল। বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে যেন জানিয়েই রেখেছিলেন, তাদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুতি মহাতারকা।
২ ঘণ্টা আগেইন্ডিয়ান ওয়েলসের সেমিফাইনালে দুই নম্বর র্যাঙ্কধারী ইগা শিয়াতেককে হারিয়েছিলেন। ফাইনালে হারালেন ‘নাম্বার ওয়ান’ আরিনা সাবালেঙ্কাকে। একই টুর্নামেন্টে র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকাকে হারিয়ে রাশিয়ার মিরা আন্দ্রিভা জানান দিলেন বিশ্ব টেনিসে নিজের আগমনী বার্তাও।
৩ ঘণ্টা আগে