ক্রীড় ডেস্ক
লিগ জেতার আনন্দ নিয়ে গত সপ্তাহে ডর্টমুন্ড সফরে গিয়েছিল পিএসজি। তবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলেদের একাই হারিয়ে দেন জাদোন সানচো। সেই হারের ক্ষত ভুলে লুইস এনরিকের শিষ্যদের ফিরতে হবে জয়ে। নয়তো শেষ হয়ে যাবে এই মৌসুমের ট্রেবল জয়ের আশা।
আজ রাতে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে বরুসিয়া ডর্টমুন্ডকে শেষ চারের ফিরতি লেগে আতিথেয়তা দেবে পিএসজি। ২০১৯-২০ মৌসুমের পর আবারও ফাইনালে যেতে হলে এই ম্যাচে ২-০ গোলে জিততে হবে ফরাসি চ্যাম্পিয়নদের। আর ড্র করলেই ২০১২-১৩ মৌসুমের ডর্টমুন্ড নিশ্চিত করবে ফাইনাল।
এমন বাঁচামরার ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে এনরিকেকে বেশ শান্তই দেখাল। পিএসজি কোচ বলেছেন, ‘উদ্দেশ্য হলো ২ গোলে জেতা নয়, শুধু জয়। প্রথমেই আমাদের গোল করা প্রয়োজন এবং ম্যাচটি জেতা।’
যদি হারেও, তবু শিষ্যদের ওপর নাখোশ হবেন না এনরিকে। উল্টো প্রতিপক্ষকে অভিবাদন জানাবেন স্প্যানিশ কোচ, ‘আমরা চিন্তা করছি, সেমিফাইনালে খেলা কতটা সৌভাগ্যের। জীবন চলতে থাকবে এবং প্যারিসে সর্বদা বিস্ময়কর সূর্য জ্বলতে থাকবে। যদি হারি তবে আমরা তাদের অভিনন্দন জানাব এবং পরদিনের জন্য জেগে উঠব।’
লিগ জেতার আনন্দ নিয়ে গত সপ্তাহে ডর্টমুন্ড সফরে গিয়েছিল পিএসজি। তবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলেদের একাই হারিয়ে দেন জাদোন সানচো। সেই হারের ক্ষত ভুলে লুইস এনরিকের শিষ্যদের ফিরতে হবে জয়ে। নয়তো শেষ হয়ে যাবে এই মৌসুমের ট্রেবল জয়ের আশা।
আজ রাতে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে বরুসিয়া ডর্টমুন্ডকে শেষ চারের ফিরতি লেগে আতিথেয়তা দেবে পিএসজি। ২০১৯-২০ মৌসুমের পর আবারও ফাইনালে যেতে হলে এই ম্যাচে ২-০ গোলে জিততে হবে ফরাসি চ্যাম্পিয়নদের। আর ড্র করলেই ২০১২-১৩ মৌসুমের ডর্টমুন্ড নিশ্চিত করবে ফাইনাল।
এমন বাঁচামরার ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে এনরিকেকে বেশ শান্তই দেখাল। পিএসজি কোচ বলেছেন, ‘উদ্দেশ্য হলো ২ গোলে জেতা নয়, শুধু জয়। প্রথমেই আমাদের গোল করা প্রয়োজন এবং ম্যাচটি জেতা।’
যদি হারেও, তবু শিষ্যদের ওপর নাখোশ হবেন না এনরিকে। উল্টো প্রতিপক্ষকে অভিবাদন জানাবেন স্প্যানিশ কোচ, ‘আমরা চিন্তা করছি, সেমিফাইনালে খেলা কতটা সৌভাগ্যের। জীবন চলতে থাকবে এবং প্যারিসে সর্বদা বিস্ময়কর সূর্য জ্বলতে থাকবে। যদি হারি তবে আমরা তাদের অভিনন্দন জানাব এবং পরদিনের জন্য জেগে উঠব।’
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৩৯ মিনিট আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগে