ক্রীড়া ডেস্ক
শিকড় বাংলাদেশে হলেও হামজা চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। ইউরোপীয় ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সে নামডাক কুড়িয়েছেন তিনি। ২৭ বছর বয়সী এই ফুটবলারের একটা সময় বার্সেলোনায় খেলার সম্ভাবনাও তৈরি হয়েছিল বলে শোনা গেছে।
বাংলাদেশে গত সোমবার আসার পর থেকেই হামজাকে নিয়ে হয়েছে অনেক উন্মাদনা। সিলেট ওসমানী বিমানবন্দর, হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রাম, ঢাকা বিমানবন্দর,হোটেল ইন্টারকন্টিনেন্টাল—সব জায়গায় তাঁকে দেখতে উপচে পড়া ভিড়। হামজাকে নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনার কিছু ছবি গতকাল ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ পোস্ট করেছে। সেখানে এক প্রতিবেদনে ইংল্যান্ডে তাঁর বয়সভিত্তিক দলে খেলা এবং সেই সময়ের কিছু বিষয়ও উল্লেখ করা হয়েছে। দ্য সান জানিয়েছে, ত্রুটিহীন খেলা এবং কড়া ট্যাকলের দক্ষতাই মূলত যুব লায়ন্স দলে হামজাকে জায়গা করে দেয়। ২০১৮-১৯ সালে ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে সাত ম্যাচ খেলেছেন এবং বার্সেলোনায় দলবদল নিয়েও কথা হচ্ছিল তখন।
২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির যুব দলে খেলেছেন হামজা। ২০১৫ সালে ক্লাবটির মূল দলে জায়গা করে নেন তিনি। বর্তমানে তিনি খেলছেন ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। ২০২৪ সালের আগস্টে হামজা বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন। কয়েক মাস পরই ফিফার থেকে বাংলাদেশের জার্সিতে খেলার ছাড়পত্র পেয়েছেন হামজা।
২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হামজার। বর্তমানে বাংলাদেশি এই ডিফেন্সিভ মিডফিল্ডার অবস্থান করছেন শিলংয়ে। বাংলাদেশের হয়ে তিনি ৮ নম্বর জার্সি পরে খেলবেন। এরই মধ্যে হামজা সেই জার্সি পরে ছবি তুলেছেন ও অনুশীলন করেছেন।
আরও পড়ুন:
শিকড় বাংলাদেশে হলেও হামজা চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। ইউরোপীয় ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সে নামডাক কুড়িয়েছেন তিনি। ২৭ বছর বয়সী এই ফুটবলারের একটা সময় বার্সেলোনায় খেলার সম্ভাবনাও তৈরি হয়েছিল বলে শোনা গেছে।
বাংলাদেশে গত সোমবার আসার পর থেকেই হামজাকে নিয়ে হয়েছে অনেক উন্মাদনা। সিলেট ওসমানী বিমানবন্দর, হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রাম, ঢাকা বিমানবন্দর,হোটেল ইন্টারকন্টিনেন্টাল—সব জায়গায় তাঁকে দেখতে উপচে পড়া ভিড়। হামজাকে নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনার কিছু ছবি গতকাল ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ পোস্ট করেছে। সেখানে এক প্রতিবেদনে ইংল্যান্ডে তাঁর বয়সভিত্তিক দলে খেলা এবং সেই সময়ের কিছু বিষয়ও উল্লেখ করা হয়েছে। দ্য সান জানিয়েছে, ত্রুটিহীন খেলা এবং কড়া ট্যাকলের দক্ষতাই মূলত যুব লায়ন্স দলে হামজাকে জায়গা করে দেয়। ২০১৮-১৯ সালে ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে সাত ম্যাচ খেলেছেন এবং বার্সেলোনায় দলবদল নিয়েও কথা হচ্ছিল তখন।
২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির যুব দলে খেলেছেন হামজা। ২০১৫ সালে ক্লাবটির মূল দলে জায়গা করে নেন তিনি। বর্তমানে তিনি খেলছেন ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। ২০২৪ সালের আগস্টে হামজা বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন। কয়েক মাস পরই ফিফার থেকে বাংলাদেশের জার্সিতে খেলার ছাড়পত্র পেয়েছেন হামজা।
২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হামজার। বর্তমানে বাংলাদেশি এই ডিফেন্সিভ মিডফিল্ডার অবস্থান করছেন শিলংয়ে। বাংলাদেশের হয়ে তিনি ৮ নম্বর জার্সি পরে খেলবেন। এরই মধ্যে হামজা সেই জার্সি পরে ছবি তুলেছেন ও অনুশীলন করেছেন।
আরও পড়ুন:
ভারতের গিয়ে একের পর এক ঝামেলার মধ্যে পড়ছে বাংলাদেশ ফুটবল দল। এর প্রভাব বেশ ভালোভাবেই পড়ছে প্রস্তুতিতে৷ মানসিকভাবে অবশ্য খুব বেশি চাপ নিচ্ছেন না ফুটবলাররা। কিন্তু একটু তো বিরক্তি লাগছেই।
৪ ঘণ্টা আগেহামজা চৌধুরী দলে না থাকলে ভারত ম্যাচ নিয়ে কী ভাবতেন আপনি? অবশ্যই ফেবারিটের তালিকায় রাখতে হতো ভারতকেই। ফেবারিট হিসেবে ভারত এখনো থাকছে; কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশ দলে যোগ হয়েছে হামজা চৌধুরীর মতো বিশ্বমানের ফুটবলার। তাঁকে কেন্দ্রে রেখে যে বাংলাদেশ কষছে দারুণ কিছুর ছক।
৭ ঘণ্টা আগেবছর দু-এক আগে বেটিং কোম্পানি ‘বেট উইনার নিউজ’ নামের একটি পোর্টালের শুভেচ্ছাদূত হয়েছে চরম বিতর্কের মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। বিসিবির চাপে সাকিব সেই বেটিং সহযোগী প্রতিষ্ঠানের সেই চুক্তি থেকে সরে আসেন। গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর শুধু সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারই থমকে যায়নি,
১১ ঘণ্টা আগেগুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে বিকেএসপিতে দুই ম্যাচের কোনোটিই মাঠে গড়ানো যায়নি। পরিত্যক্ত হয় লিজেন্ডস অব রূপগঞ্জ–গুলশান ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন–রূপগঞ্জ টাইগার্সের মধ্যকার ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অবশ্য তেমন বাধার মুখে পড়তে হয়নি। তবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১ উইকেটে
১১ ঘণ্টা আগে