ক্রীড়া ডেস্ক
লিগ ওয়ানে নিজেদের যেন হারিয়ে খুঁজছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চলতি বছরে টুর্নামেন্টে তিন ম্যাচের দুটোতেই হেরেছে পিএসজি। গতকাল রোয়াজোন পার্কে রেঁনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে প্যারিসিয়ানরা। কোচ ক্রিস্তফ গালতিয়ের মনে করেন, লিওনেল মেসি-নেইমারদের সঙ্গে আরও বিকল্প খুঁজতে হবে।
বছরের প্রথম ম্যাচ লাঁজের বিপক্ষে মেসি, নেইমার-এই দুই তারকা ফুটবলার ছাড়াই খেলেছিল পিএসজি। বোলার্ট ডেলেসিস স্টেডিয়ামে লিগ ওয়ানের সেই ম্যাচে ৩-১ ব্যবধানে হেরেছিল প্যারিসিয়ানরা। আর রোয়াজোন পার্কে গতকাল রেঁনের বিপক্ষে ম্যাচে মেসি, নেইমাররা ছিলেন প্রথম একাদশেই। বদলি হিসেবে ৫৫ মিনিটে নামানো হয় কিলিয়ান এমবাপ্পেকে। প্যারিসিয়ানরা রেঁনের বিপক্ষে বল দখলে রেখেছিল ৬৫ শতাংশ। তারপরও ম্যাচটা তারা হেরে গিয়েছে। রেঁনের একমাত্র গোল ৬৫ মিনিটে করেন হামারি ত্রাওরে। ৭০ মিনিটে মেসির পাস থেকে গোল করার সুযোগ পেয়েও এমবাপ্পে তা গোলবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন।
পিএসজির এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘আমি সত্যিই খুব হতাশ। আমরা বল দখলে মনোযোগ দিয়েছিলাম এবং রেনের ডিফেন্ডারদের থেকে বল দখলের চেষ্টা করেছিলাম। বুঝতে পেরেছি যে আমাদের ঝুঁকি নেওয়াটা তাঁরা (রেনে) বুঝে গিয়েছিল। নেইমার, মেসিকে নিয়ে সবসময় আমার পরিকল্পনা থাকে। তবে আরও বিকল্প খুঁজে বের করতে হবে।’
লিগ ওয়ানে চলতি মৌসুমে ১৯ ম্যাচ খেলেছে পিএসজি। ১৫ জয়, ২ ড্র ও ২ পরাজয়ে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে প্যারিসিয়ানরা। দ্বিতীয় স্থানে থাকা লাঁজের পয়েন্ট ৪৪। পিএসজির সমান ১৯টি ম্যাচ খেলেছে তারা। পিএসজি, লাঁজের সমান ১৯ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে রেঁনে আছে পাঁচ নম্বরে।
লিগ ওয়ানে নিজেদের যেন হারিয়ে খুঁজছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চলতি বছরে টুর্নামেন্টে তিন ম্যাচের দুটোতেই হেরেছে পিএসজি। গতকাল রোয়াজোন পার্কে রেঁনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে প্যারিসিয়ানরা। কোচ ক্রিস্তফ গালতিয়ের মনে করেন, লিওনেল মেসি-নেইমারদের সঙ্গে আরও বিকল্প খুঁজতে হবে।
বছরের প্রথম ম্যাচ লাঁজের বিপক্ষে মেসি, নেইমার-এই দুই তারকা ফুটবলার ছাড়াই খেলেছিল পিএসজি। বোলার্ট ডেলেসিস স্টেডিয়ামে লিগ ওয়ানের সেই ম্যাচে ৩-১ ব্যবধানে হেরেছিল প্যারিসিয়ানরা। আর রোয়াজোন পার্কে গতকাল রেঁনের বিপক্ষে ম্যাচে মেসি, নেইমাররা ছিলেন প্রথম একাদশেই। বদলি হিসেবে ৫৫ মিনিটে নামানো হয় কিলিয়ান এমবাপ্পেকে। প্যারিসিয়ানরা রেঁনের বিপক্ষে বল দখলে রেখেছিল ৬৫ শতাংশ। তারপরও ম্যাচটা তারা হেরে গিয়েছে। রেঁনের একমাত্র গোল ৬৫ মিনিটে করেন হামারি ত্রাওরে। ৭০ মিনিটে মেসির পাস থেকে গোল করার সুযোগ পেয়েও এমবাপ্পে তা গোলবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন।
পিএসজির এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘আমি সত্যিই খুব হতাশ। আমরা বল দখলে মনোযোগ দিয়েছিলাম এবং রেনের ডিফেন্ডারদের থেকে বল দখলের চেষ্টা করেছিলাম। বুঝতে পেরেছি যে আমাদের ঝুঁকি নেওয়াটা তাঁরা (রেনে) বুঝে গিয়েছিল। নেইমার, মেসিকে নিয়ে সবসময় আমার পরিকল্পনা থাকে। তবে আরও বিকল্প খুঁজে বের করতে হবে।’
লিগ ওয়ানে চলতি মৌসুমে ১৯ ম্যাচ খেলেছে পিএসজি। ১৫ জয়, ২ ড্র ও ২ পরাজয়ে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে প্যারিসিয়ানরা। দ্বিতীয় স্থানে থাকা লাঁজের পয়েন্ট ৪৪। পিএসজির সমান ১৯টি ম্যাচ খেলেছে তারা। পিএসজি, লাঁজের সমান ১৯ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে রেঁনে আছে পাঁচ নম্বরে।
এগিয়ে থেকেও জিততে না পারা যে কতটা কষ্টের, সেটা গত রাতে বুঝতে পেরেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। সেলতা ফিগোর সঙ্গে লা লিগায় না হারলেও বার্সা ড্র করেছে। ফ্লিকের কাছে এই ড্র যেন মনে হচ্ছে হারের সমান।
১৬ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে হাসান মাহমুদের পথচলা শুরু ২০২০ সালের মার্চে। তবে টেস্টে তাঁর অভিষেক ২০২৪ সালেই। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মাত্র ৮ মাসেই গড়েছেন একের পর এক রেকর্ড। নিয়মিত উইকেট নেওয়া হাসান এবার তাড়া করছেন সাকিব আল হাসানকে।
১ ঘণ্টা আগেটেস্টে রেকর্ড গড়তে যেন প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশকেই বেছে নেয়। দেশের মাঠে হোক বা বাইরে-ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফুটে ওঠে বাংলাদেশের হতশ্রী চিত্র। অ্যান্টিগায় চলমান প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড।
২ ঘণ্টা আগে