ক্রীড়া ডেস্ক
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে অনেক দিন নিখোঁজ ছিলেন ক্রিস্টিয়ান আতসু। অবশেষে আজ জানা গেল, তিনি মারা গেছেন। ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেছে ঘানার এই ফুটবলারের মৃতদেহ।
আতসুর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন এজেন্ট মুরাত উজুনমেহমেত। মুরাত বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে আতসুর নিথর দেহ পাওয়া গেছে। এখন বর্তমানে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। তাঁর ফোনও পাওয়া গেছে।’
এর আগে আতসুকে জীবিত উদ্ধারের কথা জানা গেলেও তথ্যটি ভুল ছিল। কয়েক দিন আগে এই ফুটবলারের জুতা পাওয়া গিয়েছিল ধ্বংসস্তূপের নিচে। এমনকি ভূমিকম্পের আগের দিন ফ্রান্সের বিমানের টিকিট কেটেছিলেন আতসু। তবে খুব দ্রুতই তিনি তা বাতিল করেছেন।
ক্লাব ক্যারিয়ারে ২৫৮ ম্যাচ খেলেছিলেন আতসু। ২৪ গোল করেছেন ও ৩০ গোলে অ্যাসিস্ট করেছেন। সবচেয়ে বেশি ১২১ ম্যাচ খেলেছেন নিউক্যাসল ইউনাইটেডের হয়ে। ইংলিশ এই ক্লাবের হয়ে করেছেন ৮ গোল ও ১০ অ্যাসিস্ট। তুরস্কের ক্লাব হাতায়োস্পোরের হয়ে খেলতে পেরেছেন মাত্র ৪ ম্যাচ। ৪ ম্যাচে ১ গোল করেছেন ঘানার এই লেফট উইঙ্গার। আর আন্তর্জাতিক ফুটবলে ৬৪ ম্যাচে করেছেন ১০ গোল ও অ্যাসিস্ট করেছেন ৯ গোলে।
আতসুর মৃত্যুতে গভীর শোকবার্তা জানিয়েছে তাঁর ক্লাব, সাবেক ক্লাবসহ সতীর্থরা। তাঁর সাবেক সতীর্থ চেলসির কিংবদন্তি জন টেরি বলেছেন, ‘শান্তিতে ঘুমাও বন্ধু।’
তুরস্কের ক্লাব হাতায়োস্পোর তাদের শিষ্যকে শ্রদ্ধা জানিয়ে লিখেছে, ‘দুঃখ প্রকাশের কোনো ভাষা নেই। আমরা তোমাকে ভুলব না। তোমার ওপর শান্তি বর্ষিত হোক, তুমি সুন্দর মানুষ।’
সাবেক ক্লাব চেলসি তাদের বিবৃতিতে লিখেছে, ‘আমাদের সাবেক খেলোয়াড় ক্রিস্টিয়ান আতসুর মর্মান্তিক মৃত্যুর খবর শুনে চেলসির প্রত্যেকে মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা।’
আতসুর আরেক সাবেক ক্লাব নিউক্যাসল লিখেছে, ‘তুরস্কের বিধ্বংসী ভূমিকম্পে ক্রিস্টিয়ান আতসুর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত। একজন প্রতিভাবান খেলোয়াড় এবং বিশেষ ব্যক্তি হিসেবে সে আমাদের খেলোয়াড়, স্টাফ এবং সমর্থকদের মনে সর্বদাই থাকবে। শান্তিতে বিশ্রাম করো ক্রিস্টিয়ান।’
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে অনেক দিন নিখোঁজ ছিলেন ক্রিস্টিয়ান আতসু। অবশেষে আজ জানা গেল, তিনি মারা গেছেন। ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেছে ঘানার এই ফুটবলারের মৃতদেহ।
আতসুর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন এজেন্ট মুরাত উজুনমেহমেত। মুরাত বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে আতসুর নিথর দেহ পাওয়া গেছে। এখন বর্তমানে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। তাঁর ফোনও পাওয়া গেছে।’
এর আগে আতসুকে জীবিত উদ্ধারের কথা জানা গেলেও তথ্যটি ভুল ছিল। কয়েক দিন আগে এই ফুটবলারের জুতা পাওয়া গিয়েছিল ধ্বংসস্তূপের নিচে। এমনকি ভূমিকম্পের আগের দিন ফ্রান্সের বিমানের টিকিট কেটেছিলেন আতসু। তবে খুব দ্রুতই তিনি তা বাতিল করেছেন।
ক্লাব ক্যারিয়ারে ২৫৮ ম্যাচ খেলেছিলেন আতসু। ২৪ গোল করেছেন ও ৩০ গোলে অ্যাসিস্ট করেছেন। সবচেয়ে বেশি ১২১ ম্যাচ খেলেছেন নিউক্যাসল ইউনাইটেডের হয়ে। ইংলিশ এই ক্লাবের হয়ে করেছেন ৮ গোল ও ১০ অ্যাসিস্ট। তুরস্কের ক্লাব হাতায়োস্পোরের হয়ে খেলতে পেরেছেন মাত্র ৪ ম্যাচ। ৪ ম্যাচে ১ গোল করেছেন ঘানার এই লেফট উইঙ্গার। আর আন্তর্জাতিক ফুটবলে ৬৪ ম্যাচে করেছেন ১০ গোল ও অ্যাসিস্ট করেছেন ৯ গোলে।
আতসুর মৃত্যুতে গভীর শোকবার্তা জানিয়েছে তাঁর ক্লাব, সাবেক ক্লাবসহ সতীর্থরা। তাঁর সাবেক সতীর্থ চেলসির কিংবদন্তি জন টেরি বলেছেন, ‘শান্তিতে ঘুমাও বন্ধু।’
তুরস্কের ক্লাব হাতায়োস্পোর তাদের শিষ্যকে শ্রদ্ধা জানিয়ে লিখেছে, ‘দুঃখ প্রকাশের কোনো ভাষা নেই। আমরা তোমাকে ভুলব না। তোমার ওপর শান্তি বর্ষিত হোক, তুমি সুন্দর মানুষ।’
সাবেক ক্লাব চেলসি তাদের বিবৃতিতে লিখেছে, ‘আমাদের সাবেক খেলোয়াড় ক্রিস্টিয়ান আতসুর মর্মান্তিক মৃত্যুর খবর শুনে চেলসির প্রত্যেকে মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা।’
আতসুর আরেক সাবেক ক্লাব নিউক্যাসল লিখেছে, ‘তুরস্কের বিধ্বংসী ভূমিকম্পে ক্রিস্টিয়ান আতসুর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত। একজন প্রতিভাবান খেলোয়াড় এবং বিশেষ ব্যক্তি হিসেবে সে আমাদের খেলোয়াড়, স্টাফ এবং সমর্থকদের মনে সর্বদাই থাকবে। শান্তিতে বিশ্রাম করো ক্রিস্টিয়ান।’
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৬ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৮ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৯ ঘণ্টা আগে