ক্রীড়া ডেস্ক
মৌসুম শেষের বিরতিতে লিওনেল মেসি পরিবারসহ ছুটি কাটাচ্ছেন স্পেনের ইবিজা দ্বীপে। ছুটির ফাঁকেই তিনি স্বাদ নিয়েছেন নিজের নামে বাজারজাত করা ‘মেসি বার্গারের’। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্গার খাওয়ার ছবিও পোস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
‘মেসি বার্গার’ বাজারজাত করেছে যুক্তরাজ্যভিত্তিক চেইন রেস্টুরেন্ট হার্ড রক ক্যাফে। বিশ্ববিখ্যাত চেইন রেস্টুরেন্টন্টি মেসিকে সম্মান জানিয়ে বিশেষ বার্গারটি বাজারে এনেছে। প্রায় তিন মাস হলো বার্গারটি তৈরি করছে তারা।
তবে মেসি এবারই প্রথম স্বাদ নিজের নামে নামকরণ করা বার্গারের স্বাদ নিয়েছেন। ইনস্টাগ্রামে বার্গার খাওয়ার ছবি দিয়ে ক্যাপশনে আর্জেন্টিনা অধিনায়ক লিখেছেন, ‘ইবিজার হার্ড রকে মেসি বার্গারের স্বাদ নিচ্ছি।’
১১৫০ টাকা খরচ করলেই ‘মেসি বার্গার’ খেতে পারবেন ভোজনরসিকরা। বার্গারটির বিশেষত্ব সম্পর্কে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্রইশ বানের মাঝে দুটি বড় সাইজের বিফ প্যাটি, বেশ কিছু টপিংস, ক্যাফের তৈরি স্কোমি বার্গার সস, প্রোভোলন লস, ক্যারাম্যালাইজড রেড অনিয়ন ও স্লাইসড চোরিজোর সম্বন্বয়ে বানানো হয় এটি। আর বাড়তি কিছু অর্থ খরচ করলে বার্গারের সঙ্গে পাওয়া যাবে আস্ত ডিম ভাজি, যা স্বাদে আনবে ভিন্নতা।
গত বছর নিজেদের সুবর্ণজয়ন্তীতে মেসিকে শুভেচ্ছাদূত করেছিল হার্ড রক ক্যাফে। পিএসজি তারকার সঙ্গে নতুন করে পাঁচ বছরের চুক্তি করতে চাচ্ছে প্রতিষ্ঠানটি। সারা বিশ্বে তাদের ১৮০টি রেস্টুরেন্ট, ২৪টি হোটেল ও ১১টি ক্যাসিনো আছে। অন্যতম চেইন রেস্টুরেন্টির প্রধান শাখা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ১৯৭১ সালে যুক্তরাজ্যভিত্তিক রেস্টুরেন্টির যাত্রা শুরু হয়।
মৌসুম শেষের বিরতিতে লিওনেল মেসি পরিবারসহ ছুটি কাটাচ্ছেন স্পেনের ইবিজা দ্বীপে। ছুটির ফাঁকেই তিনি স্বাদ নিয়েছেন নিজের নামে বাজারজাত করা ‘মেসি বার্গারের’। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্গার খাওয়ার ছবিও পোস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
‘মেসি বার্গার’ বাজারজাত করেছে যুক্তরাজ্যভিত্তিক চেইন রেস্টুরেন্ট হার্ড রক ক্যাফে। বিশ্ববিখ্যাত চেইন রেস্টুরেন্টন্টি মেসিকে সম্মান জানিয়ে বিশেষ বার্গারটি বাজারে এনেছে। প্রায় তিন মাস হলো বার্গারটি তৈরি করছে তারা।
তবে মেসি এবারই প্রথম স্বাদ নিজের নামে নামকরণ করা বার্গারের স্বাদ নিয়েছেন। ইনস্টাগ্রামে বার্গার খাওয়ার ছবি দিয়ে ক্যাপশনে আর্জেন্টিনা অধিনায়ক লিখেছেন, ‘ইবিজার হার্ড রকে মেসি বার্গারের স্বাদ নিচ্ছি।’
১১৫০ টাকা খরচ করলেই ‘মেসি বার্গার’ খেতে পারবেন ভোজনরসিকরা। বার্গারটির বিশেষত্ব সম্পর্কে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্রইশ বানের মাঝে দুটি বড় সাইজের বিফ প্যাটি, বেশ কিছু টপিংস, ক্যাফের তৈরি স্কোমি বার্গার সস, প্রোভোলন লস, ক্যারাম্যালাইজড রেড অনিয়ন ও স্লাইসড চোরিজোর সম্বন্বয়ে বানানো হয় এটি। আর বাড়তি কিছু অর্থ খরচ করলে বার্গারের সঙ্গে পাওয়া যাবে আস্ত ডিম ভাজি, যা স্বাদে আনবে ভিন্নতা।
গত বছর নিজেদের সুবর্ণজয়ন্তীতে মেসিকে শুভেচ্ছাদূত করেছিল হার্ড রক ক্যাফে। পিএসজি তারকার সঙ্গে নতুন করে পাঁচ বছরের চুক্তি করতে চাচ্ছে প্রতিষ্ঠানটি। সারা বিশ্বে তাদের ১৮০টি রেস্টুরেন্ট, ২৪টি হোটেল ও ১১টি ক্যাসিনো আছে। অন্যতম চেইন রেস্টুরেন্টির প্রধান শাখা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ১৯৭১ সালে যুক্তরাজ্যভিত্তিক রেস্টুরেন্টির যাত্রা শুরু হয়।
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ভারতীয় দল নিয়ে বেশির ভাগ আলোচনাই ছিল যশপ্রীত বুমরাকে ঘিরে। শেষ পর্যন্ত চোটে পড়ে দল থেকে ছিটকেই যান এই পেসার। কেউ কেউ ভারতের জন্য সেটা বিশাল ধাক্কা মনে করেছিলেন। কিন্তু পুরো আসরে একটি মুহূর্তের জন্যও বুমরার অভাব অনুভব করেনি ভারত। করতে দেননি তাদের স্পিনাররা।
৮ ঘণ্টা আগেনা এবার আর ভাগ্য পাশে থাকল না নিউজিল্যান্ডের। আইসিসি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে দুবার ফাইনাল খেলে দুবারই শিরোপার দেখা পেয়েছে তারা। তবে তৃতীয়বার এসে জট খুলে ফেলল ভারত। দুবাই স্টেডিয়ামে কিউইদের ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিনস ট্রফির চ্যাম্পিয়ন হলো ভারত।
৯ ঘণ্টা আগে২০০০ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। ম্যাচটি হয়েছিল নাইরোবিতে। ২৫ বছর পর দুবাইয়ে আবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। ৪ উইকেটে জিতে এবার পুরোনো বদলা নিল ভারত।
১০ ঘণ্টা আগেভারতের লক্ষ্য ২৫ বছরের বদলা নেওয়া। নিউজিল্যান্ডের উদ্দেশ্য সেই ভারতকে কাঁদিয়ে আরও একটি আইসিসির শিরোপা জেতা। এই দুইয়ের মিশেলে দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ভারত-নিউজিল্যান্ড ফাইনাল জমে উঠেছে। দলের দুই সেরা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি আউট হওয়াতে চাপে ভারত।
১১ ঘণ্টা আগে