ক্রীড়া ডেস্ক
হার শব্দটি যেন লিভারপুলের অভিধান থেকেই হারিয়ে গেছে। প্রিমিয়ার লিগ, কারাবাও কাপ, ইউরোপা লিগ—কোনো প্রতিযোগিতামূলক ফুটবলেই তাদের হারাতে পারছে না কোনো দল। একই সঙ্গে গোলের বন্যা তো বইয়ে দিচ্ছেই লিভারপুল। অলরেডদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেই রেকর্ড বইয়ে নাম লেখালেন মোহাম্মদ সালাহ।
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল বলতে গেলে আগে থেকেই এক পা দিয়ে রাখে লিভারপুল। ৭ মার্চ এপেত অ্যারেনায় শেষ ষোলোর প্রথম লেগে স্পার্তা প্রাহাকে ৫-১ গোলে হারায় লিভারপুল। এক সপ্তাহ পর অ্যানফিল্ডে গত রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হয় স্পার্তা প্রাহা ও লিভারপুল। সালাহর অতিমানবীয় পারফরম্যান্সে লিভারপুল ৬-১ গোলের জয় পেয়েছে স্পার্তা প্রাহার বিপক্ষে। অলরেডদের ৬ গোলের ৪টিতেই অবদান রেখেছেন সালাহ। গোল করেন ১টি ও ৩ গোলে অ্যাসিস্ট করেন, যার মধ্যে ১০ মিনিটের গোলে রেকর্ড বইয়ে নাম লেখান সালাহ। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে ৩১ ম্যাচে করেন ২০ গোল। লিভারপুলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাত মৌসুমে ২০ বা তার বেশি গোলের কৃতিত্ব এখন সালাহর।
লিভারপুলের ৬ গোলের মধ্যে সর্বোচ্চ দুই গোল করেন কোডি গাকপো। ১৪ ও ৫৫ মিনিটে জোড়া গোল করেন গাকপো। সালাহর মতো একটি করে গোল করেন ডারউইন নুনিয়েজ, ববি ক্লার্ক ও ডোমিনিক সোবোজলাই। যার মধ্যে ৭, ৮ ও ১০ মিনিটে গোল তিনটি করেন নুনিয়েজ, ক্লার্ক ও সোবোজলাই। এমন রেকর্ডের রাতে স্পার্তা প্রাহার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১১-২ গোলের ব্যবধানে জিতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠল লিভারপুল। স্পার্তা প্রাহার বিপক্ষে দুর্দান্ত জয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল। এই ৯ ম্যাচে অলরেডরা করেছে ২৮ গোল। বিপরীতে তারা হজম করে ৬ গোল।
লিভারপুলের গোলবন্যার রাতে কোয়ার্টার ফাইনালে উঠেছে লেভারকুসেন, আতালান্তার মতো দলগুলো। বে অ্যারেনা স্টেডিয়ামে কারাবাগ এফকের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে লেভারকুসেন। দুই লেগ মিলে লেভারকুসেন এগিয়ে ৫-৪ গোলে। গিউইস স্টেডিয়ামে আতালান্তা ২-১ গোলে হারিয়েছে স্পোর্টিং সিপিকে। স্পোর্টিং সিপির বিপক্ষে দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে গেছে আতালান্তা।
হার শব্দটি যেন লিভারপুলের অভিধান থেকেই হারিয়ে গেছে। প্রিমিয়ার লিগ, কারাবাও কাপ, ইউরোপা লিগ—কোনো প্রতিযোগিতামূলক ফুটবলেই তাদের হারাতে পারছে না কোনো দল। একই সঙ্গে গোলের বন্যা তো বইয়ে দিচ্ছেই লিভারপুল। অলরেডদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেই রেকর্ড বইয়ে নাম লেখালেন মোহাম্মদ সালাহ।
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল বলতে গেলে আগে থেকেই এক পা দিয়ে রাখে লিভারপুল। ৭ মার্চ এপেত অ্যারেনায় শেষ ষোলোর প্রথম লেগে স্পার্তা প্রাহাকে ৫-১ গোলে হারায় লিভারপুল। এক সপ্তাহ পর অ্যানফিল্ডে গত রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হয় স্পার্তা প্রাহা ও লিভারপুল। সালাহর অতিমানবীয় পারফরম্যান্সে লিভারপুল ৬-১ গোলের জয় পেয়েছে স্পার্তা প্রাহার বিপক্ষে। অলরেডদের ৬ গোলের ৪টিতেই অবদান রেখেছেন সালাহ। গোল করেন ১টি ও ৩ গোলে অ্যাসিস্ট করেন, যার মধ্যে ১০ মিনিটের গোলে রেকর্ড বইয়ে নাম লেখান সালাহ। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে ৩১ ম্যাচে করেন ২০ গোল। লিভারপুলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাত মৌসুমে ২০ বা তার বেশি গোলের কৃতিত্ব এখন সালাহর।
লিভারপুলের ৬ গোলের মধ্যে সর্বোচ্চ দুই গোল করেন কোডি গাকপো। ১৪ ও ৫৫ মিনিটে জোড়া গোল করেন গাকপো। সালাহর মতো একটি করে গোল করেন ডারউইন নুনিয়েজ, ববি ক্লার্ক ও ডোমিনিক সোবোজলাই। যার মধ্যে ৭, ৮ ও ১০ মিনিটে গোল তিনটি করেন নুনিয়েজ, ক্লার্ক ও সোবোজলাই। এমন রেকর্ডের রাতে স্পার্তা প্রাহার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১১-২ গোলের ব্যবধানে জিতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠল লিভারপুল। স্পার্তা প্রাহার বিপক্ষে দুর্দান্ত জয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল। এই ৯ ম্যাচে অলরেডরা করেছে ২৮ গোল। বিপরীতে তারা হজম করে ৬ গোল।
লিভারপুলের গোলবন্যার রাতে কোয়ার্টার ফাইনালে উঠেছে লেভারকুসেন, আতালান্তার মতো দলগুলো। বে অ্যারেনা স্টেডিয়ামে কারাবাগ এফকের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে লেভারকুসেন। দুই লেগ মিলে লেভারকুসেন এগিয়ে ৫-৪ গোলে। গিউইস স্টেডিয়ামে আতালান্তা ২-১ গোলে হারিয়েছে স্পোর্টিং সিপিকে। স্পোর্টিং সিপির বিপক্ষে দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে গেছে আতালান্তা।
প্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
২ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
২ ঘণ্টা আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
২ ঘণ্টা আগে