বিপিএল ফুটবল

রেজার ‘প্রথম’ গোলে আবাহনীর টানা দুই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
আবাহনীর গোল উদ্‌যাপন। ছবি: বাফুফে

শেখ রাসেল থেকে ঢাকা আবাহনীতে আসার পর এটাই সুমন রেজার প্রথম গোল। আর সেই গোলেই পয়েন্ট হারানো থেকে রক্ষা পেল আবাহনী। আজ ঢাকা ওয়ান্ডারার্সকে তারা ১-০ গোলে হারিয়েছে। এই জয়ে দুই ম্যাচ থেকে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে এখন আবাহনী।

বিদেশি খেলোয়াড় ছাড়াই জিতে চলেছে আবাহনী। শনিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনেকটাই অনুপযোগী মাঠেই ওয়ান্ডারার্সের মাঠে খেলতে নামে তারা। প্রথমার্ধে গোল করার সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আবাহনী। প্রতিপক্ষ আক্রমণ ঠেকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন ওয়ান্ডারার্সের গোলরক্ষক সুলতান আহমেদ। কিন্তু ফাঁকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন আবাহনীর এক খেলোয়াড়। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে মারুফুল হকের শিষ্যরা। নিয়মিত আক্রমণ চালিয়ে ওয়ান্ডারার্সকে বেশ চাপে ফেলে দেয় তারা। শেষ পর্যন্ত ৫৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। কর্নার থেকে দূরের পোস্টে সুমন রেজার হেড পোস্টের ভেতরে লেগে জড়িয়ে যায় জালে। আর লিগে টানা দ্বিতীয় হারের তিক্ত স্বাদ পেল ওয়ান্ডারার্স।

দিনের আরেক ম্যাচে আল-আমিনের জোড়া গোলে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৪-১ ব্যবধানে হারিয়েছে পুলিশ এফসি। নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্সের কাছে হেরেছিল পুলিশ। আজ ফকিরেরপুলকে দাঁড়াতেই দেয়নি। দলটির হয়ে আল আমিন ছাড়াও একটি করে গোল করেন জয়ন্ত কুমার ও মানিক মোল্লা। আর কিংস অ্যারেনায় হওয়া ফর্টিস আর ব্রাদার্সের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। লিগের প্রথম ম্যাচে হার আর এই ম্যাচ ড্র করায় মাত্র ১ পয়েন্ট জমা করল ফর্টিস।

তালিকার শীর্ষে এখন মোহামেডান স্পোর্টিং ক্লাব আর দুইয়ে রহমতগঞ্জ। আবাহনীর সঙ্গে এই দুই দলের পয়েন্ট সমান ছয় হলেও গোল ব্যবধানে এগিয়ে মোহামেডানই। এই মুহূর্তে চারে ব্রাদার্স। তারা দুই ম্যাচ থেকে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট তুলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত