ক্রীড়া ডেস্ক
ঢাকা: ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’—আন্দ্রেয়া পিরলো কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোদের মনের অবস্থা কি এমনই? জুভেন্টাসের বাজে পারফরম্যান্স তো আছেই, মাঠের বাইরেও তাঁদের শুনতে হচ্ছে একের পর এক দুঃসংবাদ।
বিপুল অর্থের হাতছানিতে সুপার লিগে নাম লিখিয়ে বিপত্তিতে পড়েছে জুভেন্টাস। উয়েফার হুমকির পর কাল ইতালীয় ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) কাছ থেকে হুমকি শুনেছে টানা নয়বারের সিরি ‘আ’ জয়ীরা। সুপার লিগ থেকে নাম প্রত্যাহার না করলে আগামী ঘরোয়া লিগ খেলতে পারবে না জুভেন্টাস, জানিয়েছেন এফআইজিসি সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনা।
১৮ এপ্রিল ১২ দল নিয়ে ইউরোপিয়ান সুপার লিগের ধারণা সামনে আসে। একে একে নয়টি দল নাম প্রত্যাহার করলেও রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাস এখনো বিতর্কিত সুপার লিগের সঙ্গেই আছে। উয়েফা দল তিনটিকে চ্যাম্পিয়নস লিগ থেকে বহিষ্কারের হুমকি দিয়েছে। কাল জুভেন্টাসকে সেই ক্ষতে আরেকটু খোঁচা দিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। ফেডারেশন সভাপতি গ্রাভিনা পরিষ্কার বলে দিয়েছেন, ‘সুপার লিগ থেকে না বেরোলে জুভেন্টাস সিরি ‘আ’র পরের মৌসুমে খেলতে পারবে না। ভক্তরা হয়তো মনক্ষুণ্ণ হচ্ছেন কিন্তু আইন সবার জন্য সমান। এটার একটা সীমা থাকা উচিত।’
২০২১ এমনিতেই জুভেন্টাসের গত এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ বছর। চ্যাম্পিয়নস লিগ, সিরি ‘আ’ তো হাতছাড়া হয়েছেই। এমনকি পাঁচ নম্বরে চলে যাওয়ায় আগামী চ্যাম্পিয়নস লিগে খেলতে পারে কি না সেটা নিয়ে রয়েছে সংশয়। উয়েফার হুমকি সত্যি হলে এখন তারা খেলতে পারবে না ইউরোপা লিগও।
ঢাকা: ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’—আন্দ্রেয়া পিরলো কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোদের মনের অবস্থা কি এমনই? জুভেন্টাসের বাজে পারফরম্যান্স তো আছেই, মাঠের বাইরেও তাঁদের শুনতে হচ্ছে একের পর এক দুঃসংবাদ।
বিপুল অর্থের হাতছানিতে সুপার লিগে নাম লিখিয়ে বিপত্তিতে পড়েছে জুভেন্টাস। উয়েফার হুমকির পর কাল ইতালীয় ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) কাছ থেকে হুমকি শুনেছে টানা নয়বারের সিরি ‘আ’ জয়ীরা। সুপার লিগ থেকে নাম প্রত্যাহার না করলে আগামী ঘরোয়া লিগ খেলতে পারবে না জুভেন্টাস, জানিয়েছেন এফআইজিসি সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনা।
১৮ এপ্রিল ১২ দল নিয়ে ইউরোপিয়ান সুপার লিগের ধারণা সামনে আসে। একে একে নয়টি দল নাম প্রত্যাহার করলেও রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাস এখনো বিতর্কিত সুপার লিগের সঙ্গেই আছে। উয়েফা দল তিনটিকে চ্যাম্পিয়নস লিগ থেকে বহিষ্কারের হুমকি দিয়েছে। কাল জুভেন্টাসকে সেই ক্ষতে আরেকটু খোঁচা দিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। ফেডারেশন সভাপতি গ্রাভিনা পরিষ্কার বলে দিয়েছেন, ‘সুপার লিগ থেকে না বেরোলে জুভেন্টাস সিরি ‘আ’র পরের মৌসুমে খেলতে পারবে না। ভক্তরা হয়তো মনক্ষুণ্ণ হচ্ছেন কিন্তু আইন সবার জন্য সমান। এটার একটা সীমা থাকা উচিত।’
২০২১ এমনিতেই জুভেন্টাসের গত এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ বছর। চ্যাম্পিয়নস লিগ, সিরি ‘আ’ তো হাতছাড়া হয়েছেই। এমনকি পাঁচ নম্বরে চলে যাওয়ায় আগামী চ্যাম্পিয়নস লিগে খেলতে পারে কি না সেটা নিয়ে রয়েছে সংশয়। উয়েফার হুমকি সত্যি হলে এখন তারা খেলতে পারবে না ইউরোপা লিগও।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
১০ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
১০ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
১০ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
১১ ঘণ্টা আগে