ক্রীড়া ডেস্ক
ঈদের ছুটি কাটিয়ে ফিরেই ফেডারেশন কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়নরা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়েছে ২-০ গোলে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় কিংসের খেলোয়াড়েরা। রহমতগঞ্জের রক্ষণ দেয়াল ভাঙতেও বেশিক্ষণ সময় লাগেনি তাদের। ২৪ মিনিটে দুর্দান্তভাবে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে পড়েন রবসন রবিনহো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বুদ্ধিদীপ্ত পাস থেকে বাম পায়ের জোরালো শটে কিংসকে এগিয়ে দেন সোহেল রানা।
বিরতির আগেই ব্যবধান বাড়াতে পারত অস্কার ব্রুজনের শিষ্যদের। তবে প্রথম গোলের একটু পর এমফোন উদোহর শট দারুণভাবে রুখে দেন রহমতগঞ্জের গোলরক্ষক মামুন আলিফ। নাইজেরিয়ান ফরোয়ার্ড অবশ্য ঠিকই গোল পেয়েছেন। ৬২ মিনিটে রবিনহোর থ্রু থেকে বল নিয়ন্ত্রণ নেন উদোহ। তারপর দারুণ চিপ শটে এগিয়ে আসা আলিফের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন জালে। বাকি সময় দুই গোলের ব্যবধান ধরে রেখে কোয়ার্টার ফাইনালে জয় তুলে নেয় কিংস।
ছুটি কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরল বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ফুটবল। ঈদের আগে শেখ রাসেলকে হারিয়ে ফেডারেশন কাপের শেষ চার নিশ্চিত করেছিল গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান। বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটি ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে পাবে ২৩ এপ্রিল শেখ জামাল-পুলিশ ম্যাচের জয়ীকে। আর বসুন্ধরার প্রতিপক্ষ হবে কিংস অ্যারেনায় ৩০ এপ্রিল আবাহনী-ফর্টিস ম্যাচের জয়ী দল।
কিংস সবশেষ ফেডারেশন কাপ জিতেছিল ২০২০-২১ মৌসুমে। তার আগের মৌসুমে রহমতগঞ্জকে হারিয়ে পেয়েছিল এ টুর্নামেন্টের প্রথম শিরোপার স্বাদ।
ঈদের ছুটি কাটিয়ে ফিরেই ফেডারেশন কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়নরা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়েছে ২-০ গোলে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় কিংসের খেলোয়াড়েরা। রহমতগঞ্জের রক্ষণ দেয়াল ভাঙতেও বেশিক্ষণ সময় লাগেনি তাদের। ২৪ মিনিটে দুর্দান্তভাবে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে পড়েন রবসন রবিনহো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বুদ্ধিদীপ্ত পাস থেকে বাম পায়ের জোরালো শটে কিংসকে এগিয়ে দেন সোহেল রানা।
বিরতির আগেই ব্যবধান বাড়াতে পারত অস্কার ব্রুজনের শিষ্যদের। তবে প্রথম গোলের একটু পর এমফোন উদোহর শট দারুণভাবে রুখে দেন রহমতগঞ্জের গোলরক্ষক মামুন আলিফ। নাইজেরিয়ান ফরোয়ার্ড অবশ্য ঠিকই গোল পেয়েছেন। ৬২ মিনিটে রবিনহোর থ্রু থেকে বল নিয়ন্ত্রণ নেন উদোহ। তারপর দারুণ চিপ শটে এগিয়ে আসা আলিফের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন জালে। বাকি সময় দুই গোলের ব্যবধান ধরে রেখে কোয়ার্টার ফাইনালে জয় তুলে নেয় কিংস।
ছুটি কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরল বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ফুটবল। ঈদের আগে শেখ রাসেলকে হারিয়ে ফেডারেশন কাপের শেষ চার নিশ্চিত করেছিল গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান। বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটি ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে পাবে ২৩ এপ্রিল শেখ জামাল-পুলিশ ম্যাচের জয়ীকে। আর বসুন্ধরার প্রতিপক্ষ হবে কিংস অ্যারেনায় ৩০ এপ্রিল আবাহনী-ফর্টিস ম্যাচের জয়ী দল।
কিংস সবশেষ ফেডারেশন কাপ জিতেছিল ২০২০-২১ মৌসুমে। তার আগের মৌসুমে রহমতগঞ্জকে হারিয়ে পেয়েছিল এ টুর্নামেন্টের প্রথম শিরোপার স্বাদ।
ডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
১ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, টেস্ট ক্রিকেট
১ ঘণ্টা আগেটি-টোয়েন্টিতে ২০২৪ সাল ভারতের কেটেছে অসাধারণ। ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টেও তাদের শুরুটা ছিল দুর্দান্ত। তবে বছরের শেষভাগে এসে টেস্টে হোঁচট খাচ্ছে এশিয়ার দলটি। সুদূর অস্ট্রেলিয়াতে এসেও বেকায়দায় পড়েছে ভারত।
২ ঘণ্টা আগে