Ajker Patrika

রহমতগঞ্জকে হারিয়ে সেমিফাইনালে বসুন্ধরা কিংস

ক্রীড়া ডেস্ক
রহমতগঞ্জকে হারিয়ে সেমিফাইনালে বসুন্ধরা কিংস

ঈদের ছুটি কাটিয়ে ফিরেই ফেডারেশন কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়নরা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়েছে ২-০ গোলে। 

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় কিংসের খেলোয়াড়েরা। রহমতগঞ্জের রক্ষণ দেয়াল ভাঙতেও বেশিক্ষণ সময় লাগেনি তাদের। ২৪ মিনিটে দুর্দান্তভাবে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে পড়েন রবসন রবিনহো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বুদ্ধিদীপ্ত পাস থেকে বাম পায়ের জোরালো শটে কিংসকে এগিয়ে দেন সোহেল রানা। 

বিরতির আগেই ব্যবধান বাড়াতে পারত অস্কার ব্রুজনের শিষ্যদের। তবে প্রথম গোলের একটু পর এমফোন উদোহর শট দারুণভাবে রুখে দেন রহমতগঞ্জের গোলরক্ষক মামুন আলিফ। নাইজেরিয়ান ফরোয়ার্ড অবশ্য ঠিকই গোল পেয়েছেন। ৬২ মিনিটে রবিনহোর থ্রু থেকে বল নিয়ন্ত্রণ নেন উদোহ। তারপর দারুণ চিপ শটে এগিয়ে আসা আলিফের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন জালে। বাকি সময় দুই গোলের ব্যবধান ধরে রেখে কোয়ার্টার ফাইনালে জয় তুলে নেয় কিংস। 

ছুটি কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরল বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ফুটবল। ঈদের আগে শেখ রাসেলকে হারিয়ে ফেডারেশন কাপের শেষ চার নিশ্চিত করেছিল গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান। বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটি ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে পাবে ২৩ এপ্রিল শেখ জামাল-পুলিশ ম্যাচের জয়ীকে। আর বসুন্ধরার প্রতিপক্ষ হবে কিংস অ্যারেনায় ৩০ এপ্রিল আবাহনী-ফর্টিস ম্যাচের জয়ী দল। 

কিংস সবশেষ ফেডারেশন কাপ জিতেছিল ২০২০-২১ মৌসুমে। তার আগের মৌসুমে রহমতগঞ্জকে হারিয়ে পেয়েছিল এ টুর্নামেন্টের প্রথম শিরোপার স্বাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত