ক্রীড়া ডেস্ক
‘মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়’—পেলেকে নিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর কথার সারমর্ম যেন এটাই। যে পেলে এত ভূরি ভূরি গোল ও রেকর্ড করেছেন, সেই কিংবদন্তির নামে পৃথিবীর সব দেশে স্টেডিয়াম তৈরির প্রস্তাব দিলেন ফিফা সভাপতি।
গত বছরের ২৯ ডিসেম্বর ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৮২ বছর বয়সে মারা যান পেলে। এরপর গতকাল সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে আনা হয়েছে পেলের নিথর দেহ। সান্তোসে দুই দিনব্যাপী চলছে ব্রাজিলিয়ান কিংবদন্তির শেষকৃত্য অনুষ্ঠান। গতকাল এই শেষকৃত্য অনুষ্ঠানে ইনফান্তিনো বলেছেন, ‘আমরা বিশ্বের সব দেশকে অনুরোধ করব, অন্তত তাদের একটি স্টেডিয়ামের নামকরণ যেন পেলের নামে করা হয়। যেন শিশুরা পেলের গুরুত্ব বুঝতে পারে।’
দুই দিনব্যাপী শেষকৃত্য অনুষ্ঠান শেষে পেলেকে এরপর সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায় সমাধিস্থ করা হবে। পেলেকে যেখানে চিরনিদ্রায় শায়িত করা হবে, তা গিনেস বুকে নাম লিখিয়ে ফেলেছে। কবরস্থানটি ১৪ তলার আকাশচুম্বী বিশাল এক অট্টালিকা। সেখানে সর্বমোট ১৪ হাজার সমাধি আছে। এমনকি সমাধিস্থলে একটি গ্রীষ্মমণ্ডলীয় বাগান রয়েছে। ছাদের মধ্যে একটি ছোট ক্যাফে রয়েছে। একটি জলপ্রপাতও আছে। ১.৮ হেক্টর জায়গা নিয়ে তৈরি এই বিশাল কবরস্থানে আছে গাড়ির জাদুঘরও। ১৯৮৩ সালে স্থপতি পেপে আল্টস্টুটের পরিকল্পনায় সমাধিস্থটি তৈরি করা হয়।
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছিলেন পেলে। ৭৭ গোল করেছিলেন, অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ১৯৫৮,১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।
‘মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়’—পেলেকে নিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর কথার সারমর্ম যেন এটাই। যে পেলে এত ভূরি ভূরি গোল ও রেকর্ড করেছেন, সেই কিংবদন্তির নামে পৃথিবীর সব দেশে স্টেডিয়াম তৈরির প্রস্তাব দিলেন ফিফা সভাপতি।
গত বছরের ২৯ ডিসেম্বর ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৮২ বছর বয়সে মারা যান পেলে। এরপর গতকাল সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে আনা হয়েছে পেলের নিথর দেহ। সান্তোসে দুই দিনব্যাপী চলছে ব্রাজিলিয়ান কিংবদন্তির শেষকৃত্য অনুষ্ঠান। গতকাল এই শেষকৃত্য অনুষ্ঠানে ইনফান্তিনো বলেছেন, ‘আমরা বিশ্বের সব দেশকে অনুরোধ করব, অন্তত তাদের একটি স্টেডিয়ামের নামকরণ যেন পেলের নামে করা হয়। যেন শিশুরা পেলের গুরুত্ব বুঝতে পারে।’
দুই দিনব্যাপী শেষকৃত্য অনুষ্ঠান শেষে পেলেকে এরপর সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায় সমাধিস্থ করা হবে। পেলেকে যেখানে চিরনিদ্রায় শায়িত করা হবে, তা গিনেস বুকে নাম লিখিয়ে ফেলেছে। কবরস্থানটি ১৪ তলার আকাশচুম্বী বিশাল এক অট্টালিকা। সেখানে সর্বমোট ১৪ হাজার সমাধি আছে। এমনকি সমাধিস্থলে একটি গ্রীষ্মমণ্ডলীয় বাগান রয়েছে। ছাদের মধ্যে একটি ছোট ক্যাফে রয়েছে। একটি জলপ্রপাতও আছে। ১.৮ হেক্টর জায়গা নিয়ে তৈরি এই বিশাল কবরস্থানে আছে গাড়ির জাদুঘরও। ১৯৮৩ সালে স্থপতি পেপে আল্টস্টুটের পরিকল্পনায় সমাধিস্থটি তৈরি করা হয়।
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছিলেন পেলে। ৭৭ গোল করেছিলেন, অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ১৯৫৮,১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।
টেস্ট ক্রিকেটের মজা তো এটাই। পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। জয়ের ব্যবধান ২৯৫ রানের হলেও ভারতের এই জয়কে জাদুকরী বললে বাড়াবাড়ি হবে না। এমন জয়ে ভারত ভেঙে দিল বহু পুরোনো এক রেকর্ড।
২ ঘণ্টা আগে৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
৩ ঘণ্টা আগে