ক্রীড়া ডেস্ক
‘বাজপাখি’ নামটি তো আর এমনি এমনি হয়নি! ‘টাইব্রেকার স্পেশালিস্ট’ হিসেবে পরিচিত এমিলিয়ানো মার্তিনেজের ডানায় চড়ে আরেকবার রক্ষা পেল আর্জেন্টিনা। তাঁর জাদুতে এবার রোমাঞ্চকর জয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আজ সকালে হিউস্টনে ইকুয়েডরকে পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।
নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। নিয়ম অনুযায়ী, কোপায় ফাইনাল ছাড়া নকআউট পর্বে নেই অতিরিক্ত ৩০ মিনিট। সরাসরি টাইব্রেকারে যাওয়া ম্যাচে আরেকবার জাদু দেখালেন এমি। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা লিওনেল মেসিই আসেন প্রথম শট নিতে। সোজাসুজি কিক নিয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইকুয়েডরের গোলরক্ষক আলেক্সান্দার ডমিঙ্গোজ ঝাঁপ দিয়েছিলেন বাঁ পাশে। কিন্তু মেসির শট গোলপোস্টে লেগে বল চলে যায় ওপর দিয়ে। তবে অধিনায়কের মনে একটু পরেই স্বস্তি ফেরান ‘দিবু’।
২০২২ কাতার বিশ্বকাপে এমির নৈপুণ্যে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ফাইনালে টাইব্রেকারে ‘মনস্তাত্ত্বিক গেম’ খেলে হারিয়ে দিয়েছিলেন ফ্রান্সকে। তেমনটা দেখালেন ইকুয়েডরের বিপক্ষেও। প্রতিপক্ষের প্রথম দুই শটই দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন এমি। এর পরই প্রতিপক্ষকে মানসিকভাবে ভেঙে দেওয়া তাঁর সেই পরিচিত শারীরিক অঙ্গভঙ্গি। মেসি ছাড়া আর্জেন্টিনার আর কেউ টাইব্রেকারে গোল মিস করেননি। হুলিয়ান আলভারেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গঞ্জালো মন্তিয়েল ও নিকোলাস ওতামেন্দি—সবাই পেনাল্টি শুটআউটে সফল হয়েছেন।
টাইব্রেকারে ইকুয়েডরের প্রথম দুই শটে গোল করতে ব্যর্থ হন অ্যাঞ্জেল মেনা ও অ্যালান মিন্ডার। আর শেষ দুই শটে সফল হন জন ইয়েবোহা ও জর্ডি কাইসেদো। ওতামেন্দি পেনাল্টি শুটআউটে শেষ গোলটি করতেই শেষ চারে যাওয়ার আনন্দে মেতে ওঠেন আর্জেন্টাইনরা।
হ্যামস্ট্রিং চোটে পড়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলতে পারেননি মেসি। সেই ম্যাচে জোড়া গোল করে আর্জেন্টিনাকে ৩ পয়েন্ট এনে দিয়েছিলেন লওতারো মার্তিনেজ। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে কোপায় এবারই প্রথম শুরুর একাদশে দেখা গেল দুজনকে। তবে দুজনের কেউ গোল পাননি। ‘কসাই’ নামে পরিচিত ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডারের একমাত্র গোলে সেমির স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা।
আর্জেন্টিনা এগিয়ে যায় ৩৫ মিনিটে। মেসির কর্নার কিক থেকে হেড নিয়েছিলেন ম্যাক অ্যালিস্টার। তাঁর মাথা ছুঁয়ে আসা বলে হেড নিয়ে লা আলবিসেলেস্তেদের এগিয়ে দেন লিসান্দ্রো। বিরতির পর সমতায় ফিরতে আক্রমণে ধার বাড়ায় ইকুয়েডর। ৬২ মিনিটে সমতায়ও ফিরতে পারত ফেলিক্স সানচেজের শিষ্যরা। কিন্তু সহজ সুযোগ হাতছাড়া করেন এনের ভ্যালেন্সিয়া। পেনাল্টি পেয়েছিল ইকুয়েডর। স্পট কিক থেকে জাল খুঁজে নিতে ব্যর্থ হন ভ্যালেন্সিয়া। তাঁর নিচু শট লাগে গোলবারে।
তবে ঠিকই সমতায় ফেরে ইকুয়েডর। সেটিও অন্তিম মুহূর্তে। যোগ করা প্রথম মিনিটে ইয়েবোহার লম্বা ক্রস থেকে হেডে বল আর্জেন্টিনার জালে পাঠিয়ে সতীর্থদের সঙ্গে উদ্যাপনে মেতে ওঠেন কেভিন রদ্রিগেজ। গোলপোস্টের কাছে থাকা জর্ডি কাইসেদো অফসাইডে ছিলেন কিনা সেটি ভিএআরে পরীক্ষার পর গোলের বাঁশি বাজান রেফারি। ইকুয়েডরের এই তিনজন মাঠে নেমেছিলেন বদলি হিসেবে। এরপর দুটি আক্রমণে আর্জেন্টাইনদের বুকে ভয় ধরিয়ে দিয়েছিল ইকুয়েডর। একটু পরেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই স্বস্তির হাসি হাসে আর্জেন্টিনা। কোপা আমেরিকায় কখনো ইকুয়েডরের বিপক্ষে না হারার রেকর্ড অক্ষুণ্ন রেখে শেষ চার নিশ্চিত করলেন মেসি-এমিরা।
‘বাজপাখি’ নামটি তো আর এমনি এমনি হয়নি! ‘টাইব্রেকার স্পেশালিস্ট’ হিসেবে পরিচিত এমিলিয়ানো মার্তিনেজের ডানায় চড়ে আরেকবার রক্ষা পেল আর্জেন্টিনা। তাঁর জাদুতে এবার রোমাঞ্চকর জয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আজ সকালে হিউস্টনে ইকুয়েডরকে পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।
নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। নিয়ম অনুযায়ী, কোপায় ফাইনাল ছাড়া নকআউট পর্বে নেই অতিরিক্ত ৩০ মিনিট। সরাসরি টাইব্রেকারে যাওয়া ম্যাচে আরেকবার জাদু দেখালেন এমি। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা লিওনেল মেসিই আসেন প্রথম শট নিতে। সোজাসুজি কিক নিয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইকুয়েডরের গোলরক্ষক আলেক্সান্দার ডমিঙ্গোজ ঝাঁপ দিয়েছিলেন বাঁ পাশে। কিন্তু মেসির শট গোলপোস্টে লেগে বল চলে যায় ওপর দিয়ে। তবে অধিনায়কের মনে একটু পরেই স্বস্তি ফেরান ‘দিবু’।
২০২২ কাতার বিশ্বকাপে এমির নৈপুণ্যে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ফাইনালে টাইব্রেকারে ‘মনস্তাত্ত্বিক গেম’ খেলে হারিয়ে দিয়েছিলেন ফ্রান্সকে। তেমনটা দেখালেন ইকুয়েডরের বিপক্ষেও। প্রতিপক্ষের প্রথম দুই শটই দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন এমি। এর পরই প্রতিপক্ষকে মানসিকভাবে ভেঙে দেওয়া তাঁর সেই পরিচিত শারীরিক অঙ্গভঙ্গি। মেসি ছাড়া আর্জেন্টিনার আর কেউ টাইব্রেকারে গোল মিস করেননি। হুলিয়ান আলভারেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গঞ্জালো মন্তিয়েল ও নিকোলাস ওতামেন্দি—সবাই পেনাল্টি শুটআউটে সফল হয়েছেন।
টাইব্রেকারে ইকুয়েডরের প্রথম দুই শটে গোল করতে ব্যর্থ হন অ্যাঞ্জেল মেনা ও অ্যালান মিন্ডার। আর শেষ দুই শটে সফল হন জন ইয়েবোহা ও জর্ডি কাইসেদো। ওতামেন্দি পেনাল্টি শুটআউটে শেষ গোলটি করতেই শেষ চারে যাওয়ার আনন্দে মেতে ওঠেন আর্জেন্টাইনরা।
হ্যামস্ট্রিং চোটে পড়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলতে পারেননি মেসি। সেই ম্যাচে জোড়া গোল করে আর্জেন্টিনাকে ৩ পয়েন্ট এনে দিয়েছিলেন লওতারো মার্তিনেজ। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে কোপায় এবারই প্রথম শুরুর একাদশে দেখা গেল দুজনকে। তবে দুজনের কেউ গোল পাননি। ‘কসাই’ নামে পরিচিত ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডারের একমাত্র গোলে সেমির স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা।
আর্জেন্টিনা এগিয়ে যায় ৩৫ মিনিটে। মেসির কর্নার কিক থেকে হেড নিয়েছিলেন ম্যাক অ্যালিস্টার। তাঁর মাথা ছুঁয়ে আসা বলে হেড নিয়ে লা আলবিসেলেস্তেদের এগিয়ে দেন লিসান্দ্রো। বিরতির পর সমতায় ফিরতে আক্রমণে ধার বাড়ায় ইকুয়েডর। ৬২ মিনিটে সমতায়ও ফিরতে পারত ফেলিক্স সানচেজের শিষ্যরা। কিন্তু সহজ সুযোগ হাতছাড়া করেন এনের ভ্যালেন্সিয়া। পেনাল্টি পেয়েছিল ইকুয়েডর। স্পট কিক থেকে জাল খুঁজে নিতে ব্যর্থ হন ভ্যালেন্সিয়া। তাঁর নিচু শট লাগে গোলবারে।
তবে ঠিকই সমতায় ফেরে ইকুয়েডর। সেটিও অন্তিম মুহূর্তে। যোগ করা প্রথম মিনিটে ইয়েবোহার লম্বা ক্রস থেকে হেডে বল আর্জেন্টিনার জালে পাঠিয়ে সতীর্থদের সঙ্গে উদ্যাপনে মেতে ওঠেন কেভিন রদ্রিগেজ। গোলপোস্টের কাছে থাকা জর্ডি কাইসেদো অফসাইডে ছিলেন কিনা সেটি ভিএআরে পরীক্ষার পর গোলের বাঁশি বাজান রেফারি। ইকুয়েডরের এই তিনজন মাঠে নেমেছিলেন বদলি হিসেবে। এরপর দুটি আক্রমণে আর্জেন্টাইনদের বুকে ভয় ধরিয়ে দিয়েছিল ইকুয়েডর। একটু পরেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই স্বস্তির হাসি হাসে আর্জেন্টিনা। কোপা আমেরিকায় কখনো ইকুয়েডরের বিপক্ষে না হারার রেকর্ড অক্ষুণ্ন রেখে শেষ চার নিশ্চিত করলেন মেসি-এমিরা।
স্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
২৪ মিনিট আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
১ ঘণ্টা আগেলিগ পর্বে তাদের আরও ম্যাচ আছে চারটি। টানা ৮ ম্যাচে দাপুটে জয়। উড়তে উড়তে যেন চলতি বিপিএলের প্লে-অফ নিশ্চিত করল এখন পর্যন্ত অপরাজিত থাকা রংপুর। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসকে ৩৩ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। এতে আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করেছে রংপুর।
১ ঘণ্টা আগেমুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের প্রথম দিনের অর্ধেকটা সময় কেড়ে নিয়েছে বাজে আবহাওয়া। পরে ব্যাটিংয়ে নেমে ৪৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তবে পঞ্চম উইকেটে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ৯৭ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে তাঁরা। তবে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু হতেও দেরি...
২ ঘণ্টা আগে