দ্বিতীয় পর্ব
ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার লড়াই প্রিমিয়ার লিগ। গত পাঁচ মৌসুমে যেখানে কিংসের একচ্ছত্র আধিপত্য। তা কি এবার ভাঙবে? ২৯ নভেম্বর শুরু হতে যাওয়া নতুন মৌসুমের প্রিমিয়ার লিগের আগে ১০ ক্লাবের আশা-নিরাশার গল্প নিয়ে তিন পর্বের এই ধারাবাহিক। দ্বিতীয় পর্বে আজ থাকছে পুলিশ এফসি, ফকিরেরপুল ইয়ংমেন্স, ঢাকা ওয়ান্ডারার্স ও চট্টগ্রাম আবাহনী।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবারের লিগ ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব আর ঢাকা ওয়ান্ডারার্সের জন্য একদিকে যেমন আনন্দের, অন্যদিকে আক্ষেপেরও। আক্ষেপ এ কারণে, দীর্ঘদিন পর প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাওয়া দুটি ক্লাবই দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে নিজেদের চাওয়ামতো দল গড়তে পারেনি। তবু অংশগ্রহণেই উচ্ছ্বসিত। তবে যদি দু-একটা চমক দেখাতে পারে, সেটা হবে সোনায় সোহাগা! দুই ক্লাবেরই মূল লক্ষ্য প্রিমিয়ার লিগে টিকে থাকা। তাদের সঙ্গে পুলিশ এফসি এবং চট্টগ্রাম আবাহনীর পরিকল্পনায়ও অনেকটা মিল। মূলত তারাও শীর্ষ লিগে টিকে থাকার জন্য দল গড়েছে।
চট্টগ্রাম আবাহনীর তো অংশগ্রহণ নিয়েই শঙ্কা ছিল। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ রাসেল ক্রীড়া চক্র আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব দল গড়তে পারেনি। একই পথের পথিক হয়েও শেষ পর্যন্ত চট্টগ্রাম আবাহনীর হাল ধরেন সাবেক ফুটবলার রেজা-এমিলিরা। তাই এবার আর বড় কোনো স্বপ্ন নেই তাঁদের। প্রথম লেগ কোনোমতে কাটিয়ে দ্বিতীয় লেগে ভালো করার ভাবনা দলটির। আজকের পত্রিকাকে যেমনটা বলেছেন ক্লাবটির সেন্টার ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ, ‘আপনারা তো জানেনই, কীভাবে চট্টগ্রাম আবাহনী দল গড়েছে। এরপর অনুশীলনও দেরিতে শুরু করেছি। সাত দিন ধরে পুরোদমে অনুশীলন করছি। যেহেতু অনেকে লম্বা সময় খেলতে পারেনি, আর দলে বিদেশিও মাত্র একজন। তার ওপর তিনি ইনজুরিতে। তাই আমাদের আপাতত লক্ষ্য প্রথম লেগে টেনেটুনে খেলাটা চালিয়ে যাওয়া। দ্বিতীয় লেগে কয়েকজন বিদেশি রিক্রুটের আশা ম্যানেজমেন্টের। আশা করি তখনই আসল লড়াইটা শুরু হবে আমাদের।’
বিদেশি খেলোয়াড়ের দিক থেকে এই চার ক্লাবের মধ্যে এগিয়ে ফকিরেরপুল। প্রিমিয়ার লিগে নাম লেখানো মতিঝিলের ক্লাবটি পাঁচজন বিদেশিকে দলে রেখেছে। গোলমুখে ঝলক দেখাতে পারেন উজবেকিস্তানের আকোবির তুরায়েভ। মাঝমাঠে আছেন সুমন ইসলাম, সাগর হোসেনরা। তবু ক্লাবটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাইনু বলছেন, খুব একটা চাওয়া নেই খেলোয়াড়দের কাছ থেকে, ‘আসলে আমরা টিকে থাকার জন্যই দল গড়েছি। আপাতত তেমন কোনো প্রত্যাশা নেই। প্রথম লেগ যদি দল ভালো করে, চেষ্টা করব দ্বিতীয় লেগে কয়েকজন বিদেশি এনে কিছু করার।’
গত মৌসুমে দারুণ ছন্দে থাকা পুলিশ এফসি এবার দ্বিতীয় লেগ থেকেই আসল লড়াইটা করতে চায়। তাদের প্রস্তুতিতেও নাকি ঘাটতি। তবে ঢাকা ওয়ান্ডারার্সের আশা পয়েন্ট টেবিলের শুরুর দিকে থাকা। ৮৭ বছরের পুরোনো এই ক্লাবের কোচের দায়িত্বে বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ সাইফুর রহমান মনি। তাঁর অধীনে শেষ মুহূর্তে নিজেদের ভালোভাবেই গুছিয়ে নিয়েছেন ক্লাবের খেলোয়াড়েরা। এবার খুব একটা মানসম্মত বিদেশি দলে টানতে না পারলেও লোকাল খেলোয়াড়দের মধ্যে আলো ছড়াতে পারেন একসময় শেখ রাসেলের হয়ে খেলা খালেকুরুজ্জামান সবুজ, ডিফেন্সে মোহাম্মদ ইমন, মিডফিল্ডে নাজমুল ইসলাম রাসেল।
এ ছাড়া গোলপোস্ট আগলে রেখে দলের জয়ে অবদান রাখতে চান মোহাম্মদ সেলিম। আজকের পত্রিকাকে ওয়ান্ডারার্সের এই গোলকিপার বলেছেন তাঁদের প্রস্তুতি ও প্রত্যাশার কথা, ‘আমরা আসলে প্রস্তুতির যথেষ্ট সময় পাইনি। গত ১৩ দিন সবাই অনুশীলনে মন দিতে পেরেছে। আমরা যেহেতু এবার প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েছি, আশা থাকবে অন্তত সেরা ছয়ে থাকার।’
ভিন্ন ভিন্ন চারটি ক্লাবের স্বপ্নই তাদের মিলিয়েছে এক বিন্দুতে। এই চার দলের কেউ যদি দারুণ কিছু করেও ফেলে, অবাক হওয়ার কিছু থাকবে না।
এবারের লিগ ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব আর ঢাকা ওয়ান্ডারার্সের জন্য একদিকে যেমন আনন্দের, অন্যদিকে আক্ষেপেরও। আক্ষেপ এ কারণে, দীর্ঘদিন পর প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাওয়া দুটি ক্লাবই দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে নিজেদের চাওয়ামতো দল গড়তে পারেনি। তবু অংশগ্রহণেই উচ্ছ্বসিত। তবে যদি দু-একটা চমক দেখাতে পারে, সেটা হবে সোনায় সোহাগা! দুই ক্লাবেরই মূল লক্ষ্য প্রিমিয়ার লিগে টিকে থাকা। তাদের সঙ্গে পুলিশ এফসি এবং চট্টগ্রাম আবাহনীর পরিকল্পনায়ও অনেকটা মিল। মূলত তারাও শীর্ষ লিগে টিকে থাকার জন্য দল গড়েছে।
চট্টগ্রাম আবাহনীর তো অংশগ্রহণ নিয়েই শঙ্কা ছিল। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ রাসেল ক্রীড়া চক্র আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব দল গড়তে পারেনি। একই পথের পথিক হয়েও শেষ পর্যন্ত চট্টগ্রাম আবাহনীর হাল ধরেন সাবেক ফুটবলার রেজা-এমিলিরা। তাই এবার আর বড় কোনো স্বপ্ন নেই তাঁদের। প্রথম লেগ কোনোমতে কাটিয়ে দ্বিতীয় লেগে ভালো করার ভাবনা দলটির। আজকের পত্রিকাকে যেমনটা বলেছেন ক্লাবটির সেন্টার ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ, ‘আপনারা তো জানেনই, কীভাবে চট্টগ্রাম আবাহনী দল গড়েছে। এরপর অনুশীলনও দেরিতে শুরু করেছি। সাত দিন ধরে পুরোদমে অনুশীলন করছি। যেহেতু অনেকে লম্বা সময় খেলতে পারেনি, আর দলে বিদেশিও মাত্র একজন। তার ওপর তিনি ইনজুরিতে। তাই আমাদের আপাতত লক্ষ্য প্রথম লেগে টেনেটুনে খেলাটা চালিয়ে যাওয়া। দ্বিতীয় লেগে কয়েকজন বিদেশি রিক্রুটের আশা ম্যানেজমেন্টের। আশা করি তখনই আসল লড়াইটা শুরু হবে আমাদের।’
বিদেশি খেলোয়াড়ের দিক থেকে এই চার ক্লাবের মধ্যে এগিয়ে ফকিরেরপুল। প্রিমিয়ার লিগে নাম লেখানো মতিঝিলের ক্লাবটি পাঁচজন বিদেশিকে দলে রেখেছে। গোলমুখে ঝলক দেখাতে পারেন উজবেকিস্তানের আকোবির তুরায়েভ। মাঝমাঠে আছেন সুমন ইসলাম, সাগর হোসেনরা। তবু ক্লাবটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাইনু বলছেন, খুব একটা চাওয়া নেই খেলোয়াড়দের কাছ থেকে, ‘আসলে আমরা টিকে থাকার জন্যই দল গড়েছি। আপাতত তেমন কোনো প্রত্যাশা নেই। প্রথম লেগ যদি দল ভালো করে, চেষ্টা করব দ্বিতীয় লেগে কয়েকজন বিদেশি এনে কিছু করার।’
গত মৌসুমে দারুণ ছন্দে থাকা পুলিশ এফসি এবার দ্বিতীয় লেগ থেকেই আসল লড়াইটা করতে চায়। তাদের প্রস্তুতিতেও নাকি ঘাটতি। তবে ঢাকা ওয়ান্ডারার্সের আশা পয়েন্ট টেবিলের শুরুর দিকে থাকা। ৮৭ বছরের পুরোনো এই ক্লাবের কোচের দায়িত্বে বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ সাইফুর রহমান মনি। তাঁর অধীনে শেষ মুহূর্তে নিজেদের ভালোভাবেই গুছিয়ে নিয়েছেন ক্লাবের খেলোয়াড়েরা। এবার খুব একটা মানসম্মত বিদেশি দলে টানতে না পারলেও লোকাল খেলোয়াড়দের মধ্যে আলো ছড়াতে পারেন একসময় শেখ রাসেলের হয়ে খেলা খালেকুরুজ্জামান সবুজ, ডিফেন্সে মোহাম্মদ ইমন, মিডফিল্ডে নাজমুল ইসলাম রাসেল।
এ ছাড়া গোলপোস্ট আগলে রেখে দলের জয়ে অবদান রাখতে চান মোহাম্মদ সেলিম। আজকের পত্রিকাকে ওয়ান্ডারার্সের এই গোলকিপার বলেছেন তাঁদের প্রস্তুতি ও প্রত্যাশার কথা, ‘আমরা আসলে প্রস্তুতির যথেষ্ট সময় পাইনি। গত ১৩ দিন সবাই অনুশীলনে মন দিতে পেরেছে। আমরা যেহেতু এবার প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েছি, আশা থাকবে অন্তত সেরা ছয়ে থাকার।’
ভিন্ন ভিন্ন চারটি ক্লাবের স্বপ্নই তাদের মিলিয়েছে এক বিন্দুতে। এই চার দলের কেউ যদি দারুণ কিছু করেও ফেলে, অবাক হওয়ার কিছু থাকবে না।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৪ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৬ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৭ ঘণ্টা আগে