চার বছরের জন্য নিষিদ্ধ পগবা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ২৬
Thumbnail image

ডোপ টেস্টে পজিটিভ হয়ে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন জুভেন্তাসের ফরাসি মিডফিল্ডার পল পগবা। আজ খবরটি নিশ্চিত করেছে বিবিসি।

এই অপরাধে গত সেপ্টেম্বরে অস্থায়ীভাবে নিষিদ্ধ হয়েছিলেন পগবা। পরীক্ষায় সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকার শরীরে উচ্চমাত্রার নিষিদ্ধ মাদক টেস্টোস্টোরন উপস্থিতি পাওয়া গিয়েছিল।

গত ২০ আগস্ট এ মৌসুমে জুভেন্তাসের হয়ে প্রথম ম্যাচ খেলার পর থেকে ধারাবাহিকভাবে পগবাকে পরীক্ষা করা হচ্ছিল।

গত অক্টোবরে দ্বিতীয় পরীক্ষায় পগবার অপরাধ প্রমাণিত হওয়ার পর তাঁকে ৪ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ করে ইতালির জাতীয় অ্যান্টি-ডোপিং ট্রাইব্যুনাল (ন্যাডো)।

যার অর্থ, ৩ বছর বয়সী বিশ্বকাপজয়ী পগবা ২০২৭ সাল পর্যন্ত খেলতে পারবেন না। ৬ বছর ওল্ড ট্রাফোর্ডে কাটানোর পর ২০২২ সালে তুরিনে ফেরেন পগবা। তবে এ মৌসুমে বদলি হিসেবে খেলেছেন মাত্র দুটি ম্যাচ। বোলোনা ও এম্পলির বিপক্ষে তাঁকে দেখা গেছে ৫১ মিনিট। 

২০১১ সালে ইউনাইটেডের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন পগবা। ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন জুভেন্তাসে। প্রথম মেয়াদে তিনি সিরি আর ক্লাবটিতে ছিলেন ২০১২-১৬ পর্যন্ত। ২০১৩ সালে ফ্রান্সের জাতীয় দলে অভিষেক হওয়া পগবা ২০১৮ সালে জিতেছেন বিশ্বকাপ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত