ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক পয়েন্ট বিসর্জন দিয়েই চলেছে আর্সেনাল। আজ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলে হেরে বসেছে গানাররা। এ নিয়ে লিগে নিজেদের সবশেষ তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ হারল আর্সেনাল, ড্র করেছে এক ম্যাচ।
সেন্ট জেমস পার্কে ঘরের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসাতে বেশিক্ষণ লাগেনি নিউক্যাসলের। অ্যান্থনি গর্ডনের ক্রস থেকে দারুণ এক হেডে ১২ মিনিটে আর্সেনালের জাল খুঁজে নেন আলেক্সান্দার ইসাক। এ নিয়ে ঘরের মাঠে লিগে শেষ ১২ ম্যাচে ১২ গোল করলেন এই সুইডিশ ফরোয়ার্ড।
এই হারে এ মৌসুমে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে পড়ল মিকেল আর্তেতার দল। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। ১ ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে চারে অ্যাস্টন ভিলা। ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল ও ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে গত চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
গত দুই মৌসুমে খুব কাছে গিয়েও শিরোপা জেতা হয়নি আর্সেনালের। শেষ মুহূর্তে পয়েন্ট বিসর্জন দেওয়ার মাশুলই দিতে হয়েছে তাদের। গানারদের সেই সুযোগ কাজে লাগিয়ে শিরোপা জিতে নেয় সিটি। এবার আর্সেনাল শুরু থেকে শিরোপা দৌড়ের আশা জাগিয়ে হঠাৎ ছন্দহীন হয়ে পড়েছে।
বুন্দেসলিগায় আবারও হোঁচট খেয়েছে বেয়ার লেভারকুসেন। গতবারের লিগ চ্যাম্পিয়নরা এবার ঘরের মাঠ বেঅ্যারেনায় গোলশূন্য ড্র করেছে স্টুটগার্টের বিপক্ষে। এ নিয়ে লিগে টানা দুই ম্যাচে ড্র করল জাভি আলোনসোর দল। গত মৌসুমে অপরাজিত থেকে লিগ জেতা লেভারকুসেন এবার ৯ ম্যাচে হেরেছে ১ ম্যাচ। ১৬ পয়েন্ট নিয়ে আছে তালিকার তিনে। ৮ ম্যাচে সমান ২০ পয়েন্ট নিয়ে এক ও দুইয়ে যথাক্রমে বায়ার্ন মিউনিখ ও আরবি লাইপজিগ।
পয়েন্ট খুইয়ে হতাশ আলোনসো। ম্যাচ শেষে লেভারকুসেন কোচ বলেছেন, ‘আমরা খুশি নই। আমরা ভেবেছি জয়ের জন্য যথেষ্ট করেছি।’
ফ্রেঞ্চ লিগ আঁয় মোনাকোকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়েছে আঁজার। আর লিলের মাঠে ১-১ গোলে ড্র করেছে লিঁও।
ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক পয়েন্ট বিসর্জন দিয়েই চলেছে আর্সেনাল। আজ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলে হেরে বসেছে গানাররা। এ নিয়ে লিগে নিজেদের সবশেষ তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ হারল আর্সেনাল, ড্র করেছে এক ম্যাচ।
সেন্ট জেমস পার্কে ঘরের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসাতে বেশিক্ষণ লাগেনি নিউক্যাসলের। অ্যান্থনি গর্ডনের ক্রস থেকে দারুণ এক হেডে ১২ মিনিটে আর্সেনালের জাল খুঁজে নেন আলেক্সান্দার ইসাক। এ নিয়ে ঘরের মাঠে লিগে শেষ ১২ ম্যাচে ১২ গোল করলেন এই সুইডিশ ফরোয়ার্ড।
এই হারে এ মৌসুমে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে পড়ল মিকেল আর্তেতার দল। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। ১ ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে চারে অ্যাস্টন ভিলা। ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল ও ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে গত চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
গত দুই মৌসুমে খুব কাছে গিয়েও শিরোপা জেতা হয়নি আর্সেনালের। শেষ মুহূর্তে পয়েন্ট বিসর্জন দেওয়ার মাশুলই দিতে হয়েছে তাদের। গানারদের সেই সুযোগ কাজে লাগিয়ে শিরোপা জিতে নেয় সিটি। এবার আর্সেনাল শুরু থেকে শিরোপা দৌড়ের আশা জাগিয়ে হঠাৎ ছন্দহীন হয়ে পড়েছে।
বুন্দেসলিগায় আবারও হোঁচট খেয়েছে বেয়ার লেভারকুসেন। গতবারের লিগ চ্যাম্পিয়নরা এবার ঘরের মাঠ বেঅ্যারেনায় গোলশূন্য ড্র করেছে স্টুটগার্টের বিপক্ষে। এ নিয়ে লিগে টানা দুই ম্যাচে ড্র করল জাভি আলোনসোর দল। গত মৌসুমে অপরাজিত থেকে লিগ জেতা লেভারকুসেন এবার ৯ ম্যাচে হেরেছে ১ ম্যাচ। ১৬ পয়েন্ট নিয়ে আছে তালিকার তিনে। ৮ ম্যাচে সমান ২০ পয়েন্ট নিয়ে এক ও দুইয়ে যথাক্রমে বায়ার্ন মিউনিখ ও আরবি লাইপজিগ।
পয়েন্ট খুইয়ে হতাশ আলোনসো। ম্যাচ শেষে লেভারকুসেন কোচ বলেছেন, ‘আমরা খুশি নই। আমরা ভেবেছি জয়ের জন্য যথেষ্ট করেছি।’
ফ্রেঞ্চ লিগ আঁয় মোনাকোকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়েছে আঁজার। আর লিলের মাঠে ১-১ গোলে ড্র করেছে লিঁও।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
১ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৪ ঘণ্টা আগে