ক্রীড়া ডেস্ক
কদিন আগে রোজা রেখে হ্যাটট্রিক করে আলোচনায় আসেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। ইউরোপীয় ফুটবলে রমজান মাসে মুসলিম খেলোয়াড়দের রোজা ও খেলার মধ্যে সমন্বয় করে চলতে হয়। অনেক সময় খেলার মাঠেই খেলোয়াড়দের ইফতার করে রোজা ভাঙতে দেখা গেছে।
তবে দলে থাকা মুসলিম খেলোয়াড়দের সুবিধা করে দিতে এবার অনুশীলনের সময় বদলেছে লিভারপুল কর্তৃপক্ষ। রোজায় নিজেদের সুবিধামতো অনুশীলনের সূচি পাওয়ার কথা জানিয়েছেন দলটির তারকা স্ট্রাইকার সাদিও মানে। মানে ছাড়াও লিভারপুলের অন্য মুসলিম ফুটবলারের মধ্যে আছেন মোহামেদ সালাহ, নেবি কেইটা, ইব্রাহিমা কোনাটে। এই খেলোয়াড়দের সুবিধার জন্য অনুশীলন সূচি বদলানোর যে প্রস্তাব তাতে অধিনায়ক জর্ডান হেন্ডারসন ও কোচ ইয়ুর্গেন ক্লপ সম্মতি দেওয়ায় রোজা রেখেও অনুশীলন চালিয়ে যেতে সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন মানে।
সেনেগালের তারকা ফুটবলার মানে বলেন, ‘এটা একেবারেই সহজ নয়। রমজানে রোজা ও অনুশীলন একসঙ্গে করা অনেক কঠিন। তাই রমজানের আগে আমরা অধিনায়ক ও কোচের সঙ্গে কথা বলেছি। আমরা তাঁদের বলেছি সকালে অনুশীলন করা যায় কি না। এটা আমাদের জন্য সহজ। যদি আপনি সকালে অনুশীলন করেন, তবে পরে বিশ্রাম ও বাসায় যাওয়ার সময় পাওয়া যায়। যদি ২টা বা ৩টার দিকে অনুশীলন শুরু করেন, তবে সেটা কঠিন হয়ে যায়। তখন কোচ তাতে সম্মতি দেন। এটা আমাদের জন্য কাজটা সহজ করেছে। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’
ম্যাচের দিন কীভাবে সামলান জানতে চাইলে মানে বলেন, ‘এটা সহজ না। কিন্তু সব সময়ের মতো ম্যাচের দিনটা বিশেষ কিছু। রোজা রেখে এটা কঠিন, তবে লিভারপুল আমাদের জন্য সব সহজ করার চেষ্টা করেছে। আমরা আমাদের পুষ্টিবিদ মোনার সঙ্গে কথা বলি। বিশেষ করে ম্যাচের আগের দিন। সে আমাদের জন্য সব সহজ করে দেয়, যেন আমরা রোজা রাখতে পারি।’
কদিন আগে রোজা রেখে হ্যাটট্রিক করে আলোচনায় আসেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। ইউরোপীয় ফুটবলে রমজান মাসে মুসলিম খেলোয়াড়দের রোজা ও খেলার মধ্যে সমন্বয় করে চলতে হয়। অনেক সময় খেলার মাঠেই খেলোয়াড়দের ইফতার করে রোজা ভাঙতে দেখা গেছে।
তবে দলে থাকা মুসলিম খেলোয়াড়দের সুবিধা করে দিতে এবার অনুশীলনের সময় বদলেছে লিভারপুল কর্তৃপক্ষ। রোজায় নিজেদের সুবিধামতো অনুশীলনের সূচি পাওয়ার কথা জানিয়েছেন দলটির তারকা স্ট্রাইকার সাদিও মানে। মানে ছাড়াও লিভারপুলের অন্য মুসলিম ফুটবলারের মধ্যে আছেন মোহামেদ সালাহ, নেবি কেইটা, ইব্রাহিমা কোনাটে। এই খেলোয়াড়দের সুবিধার জন্য অনুশীলন সূচি বদলানোর যে প্রস্তাব তাতে অধিনায়ক জর্ডান হেন্ডারসন ও কোচ ইয়ুর্গেন ক্লপ সম্মতি দেওয়ায় রোজা রেখেও অনুশীলন চালিয়ে যেতে সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন মানে।
সেনেগালের তারকা ফুটবলার মানে বলেন, ‘এটা একেবারেই সহজ নয়। রমজানে রোজা ও অনুশীলন একসঙ্গে করা অনেক কঠিন। তাই রমজানের আগে আমরা অধিনায়ক ও কোচের সঙ্গে কথা বলেছি। আমরা তাঁদের বলেছি সকালে অনুশীলন করা যায় কি না। এটা আমাদের জন্য সহজ। যদি আপনি সকালে অনুশীলন করেন, তবে পরে বিশ্রাম ও বাসায় যাওয়ার সময় পাওয়া যায়। যদি ২টা বা ৩টার দিকে অনুশীলন শুরু করেন, তবে সেটা কঠিন হয়ে যায়। তখন কোচ তাতে সম্মতি দেন। এটা আমাদের জন্য কাজটা সহজ করেছে। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’
ম্যাচের দিন কীভাবে সামলান জানতে চাইলে মানে বলেন, ‘এটা সহজ না। কিন্তু সব সময়ের মতো ম্যাচের দিনটা বিশেষ কিছু। রোজা রেখে এটা কঠিন, তবে লিভারপুল আমাদের জন্য সব সহজ করার চেষ্টা করেছে। আমরা আমাদের পুষ্টিবিদ মোনার সঙ্গে কথা বলি। বিশেষ করে ম্যাচের আগের দিন। সে আমাদের জন্য সব সহজ করে দেয়, যেন আমরা রোজা রাখতে পারি।’
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৯ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১১ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে