বাংলাদেশ ফুটবলের ‘নবাব’ হতে চান নবাব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২১, ১৮: ১৮

গত মৌসুমে লিগে ম্যাচে খেলেছেন মাত্র তিনটি। এই তিন ম্যাচের পারফরম্যান্স দিয়ে চার জাতি টুর্নামেন্টে বাংলাদেশের প্রাথমিক দলে ডাক পেয়েছেন কাতার প্রবাসী ফুটবলার ওবায়দুর রহমান নবাব। প্রাথমিক দলে আছেন ঠিকই, তবে নবাব নিশ্চিত নন মূল একাদশে খেলার সুযোগ পাবেন না কি না। সুযোগ পেলে বাংলাদেশের ফুটবলের সত্যিকারের তারকা হয়ে ওঠার স্বপ্ন প্রবাসী এই ফরোয়ার্ডের। 

কাতারের শীর্ষস্থানীয় ক্লাব আল দুহাইলে খেলার অভিজ্ঞতা থাকা নবাবকে এ বছরের এপ্রিলে দলে টানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্লাব বসুন্ধরা কিংস। প্রতিভা থাকা সত্ত্বেও চোট প্রবণতায় বসুন্ধরার হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি নবাব। 

এই চোটে জাতীয় দলের মূল একাদশে জায়গা পাওয়া নিয়ে সংশয় তার ২২ বছর বয়সী ফরোয়ার্ডের। আজ জাতীয় দলের হয়ে প্রথম অনুশীলন শেষে বললেন, ‘আমার জন্য এখন একটাই চ্যালেঞ্জ নিজের ফিটনেস বাড়ানো। যদি ফিটনেস বাড়াতে পারি তাহলে আত্মবিশ্বাসী যে অবশ্যই তাহলে মূল একাদশে ডাক পাব।’ 

আর সুযোগ পেলেই বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ তারকা হয়ে উঠতে চান নবাব। বাড়াতে চান জাতীয় দলের গোল, ‘আমার সেরাটা দিয়ে যাব। আশা করি একদিন বাংলাদেশ ফুটবলের নবাব হব। আমার বিশ্বাস আছে সুযোগ পেলে অবশ্যই একটা পার্থক্য গড়তে পারব। দেখা যাক এরপর কী হয়।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত