কঠিন সময়ে কিংসের সামনে আবাহনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ১১: ১১
বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। ছবি: সংগৃহীত

সময় খুব একটা ভালো যাচ্ছে না বসুন্ধরা কিংসের। সর্বশেষ ফেডারেশন কাপে ফর্টিস এফসির কাছে হেরেছে, তার আগে প্রিমিয়ার লিগে মোহামেডান হারিয়ে দিয়েছিল তাদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ আবার তাদের সামনে ঢাকা আবাহনী।

প্রিমিয়ার লিগের বর্তমান রাজা কিংস হলেও পুরোনো রাজা কিন্তু আবাহনীই। একসময় তারাই নিয়মিত এই প্রতিযোগিতার মুকুট জিতত। কিন্তু কিংসের আবির্ভাবে গত কয়েক মৌসুমে অনেকটা পিছিয়ে পড়েছে আকাশি-নীলরা। তবে আজ ঘরের মাঠে কিংসের কঠিন সময়টা আরও জটিল করে দিতেই চাইছে ছয়বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী। অন্যদিকে গত কয়েক ম্যাচে নিজেদের হারিয়ে খোঁজা কিংসও চাইবে আবাহনী-পরীক্ষা থেকে পূর্ণ নম্বর নিয়ে ছন্দে ফিরতে।

লিগে নিজেদের প্রথম তিন ম্যাচের একটিতে হেরেছে কিংস। যেটা মোহামেডানের কাছে। আবাহনীও তিন ম্যাচ খেলে কেবল মোহামেডানের সঙ্গেই কুলিয়ে উঠতে পারেনি। প্রিমিয়ার লিগের প্রথম লেগে মূলত তিনটি ম্যাচই বেশি কঠিন হয়ে থাকে। মোহামেডান এরই মধ্যে তাদের কঠিন দুই পরীক্ষায় পাস করেছে। যেখানে কিংস ও আবাহনী ফেল। আজ আবার সেই কঠিন ম্যাচ। দুই দলই থাকবে বেশ চাপে। কারণ এই ম্যাচের বাধা পেরিয়ে গেলে প্রথম লেগে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকেই মোকাবিলা করতে হবে তাদের।

কিংসের দুশ্চিন্তাটা দেশি খেলোয়াড়দের নিয়ে। মদ-কাণ্ডের পর এবার নারীঘটিত বিতর্কে জড়িয়েছে তাদের খেলোয়াড় শেখ মোরসালিনের নাম। যদিও মোরসালিন ততটা ফর্মে নেই। তাঁর সঙ্গে অন্য দেশি খেলোয়াড়রাও গত মৌসুমের মতো এখনো স্বরূপে ফিরতে পারেননি। কেবল বিদেশি খেলোয়াড় খাসা আর মিগুয়েল গোলমুখে পথ দেখানোর চেষ্টা করে যাচ্ছেন। এদিক থেকে শতভাগ স্থানীয় ফুটবলার নিয়ে গড়া আবাহনী ব্যতিক্রম। দেশিরাই দলটাকে টেনে নেওয়ার দায়িত্ব নিয়েছেন। গোলপোস্টের নিচে জাতীয় দলের গোলকিপার মিতুল মার্মা। আক্রমণে ভয় ধরাচ্ছেন ইব্রাহিম-ফয়সাল-নিপুরা। পাপন-হৃদয়দের নিয়ে গড়া মাঝমাঠও ভালোই গোছানো। সব মিলিয়ে আজ কুমিল্লায় আবাহনীকে টপকানোর কাজটা সহজ নাও হতে পারে কিংসের জন্য।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত