ক্রীড়া ডেস্ক
ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জিতেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ২২ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড জিততে চান আগামী ২০২২ কাতার বিশ্বকাপও। এদিকে ব্রাজিলিয়ান তারকা নেইমারেরও স্বপ্ন দেশের হয়ে বিশ্বকাপ জেতার। সম্প্রতি দুজন নিজেদের এমন স্বপ্নের কথা জানিয়েছেন একে অপরের মুখোমুখি হওয়া এক সাক্ষাৎকারে।
সাক্ষাৎকারের শুরুতেই এমবাপ্পে জানিয়েছেন তিনি ভালো সাংবাদিক নন। নেইমরাকে কি প্রশ্ন করবেন সেটিই তিনি ভেবে পাচ্ছেন না! তবে সাক্ষাৎকার শুরুর পর তিনিই ছিলেন বেশি কৌশলী। নেইমরাকে উদ্দেশ্য করে এমবাপ্পে বলেছেন, ‘আমি ভালো সাংবাদিক নই, নেইমারকে আর কি বা প্রশ্ন করতে পারি? আচ্ছা তাইলে বলো, সব অর্জনের পর এখন তোমার স্বপ্ন কী?’
নেইমারের সহজ সরল উত্তর, ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা আর ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা।’ উত্তর দেওয়ার পর এমবাপ্পের উদ্দেশ্যে নেইমারের পাল্টা প্রশ্ন, তোমার তো পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয় তাই না?’
একটু হাসি দিয়ে এমবাপ্পের কৌশলী উত্তর, ‘আরেকটি বিশ্বকাপ কেন নয়।’ এমবাপ্পের উত্তর শুনে নেইমার সাফ জানিয়ে দেয়, ‘পরের বিশ্বকাপ আমার। বিশ্বকাপ জেতা ছাড়া এখন তোমার বড় স্বপ্ন কি?’
এমবাপ্পে তাঁর আগের অবস্থায় অনড়। নেইমারের প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেছেন, ‘পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা আমারও স্বপ্ন। সেটি দারুণ কিছু হবে। তবে বিশ্বকাপ জিততে পারলে সেটিও দারুণ এক অর্জনই হবে।’
মুখোমুখি সাক্ষাৎকারে এমবাপ্পে বিশ্বকাপ জয় আর পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নের কথা জানিয়ে আরেকটি ইঙ্গিতই কি দিলেন! আগামী মৌসুমেও কি তবে এমবাপ্পে পিএসজিতেই থাকছেন?
ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জিতেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ২২ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড জিততে চান আগামী ২০২২ কাতার বিশ্বকাপও। এদিকে ব্রাজিলিয়ান তারকা নেইমারেরও স্বপ্ন দেশের হয়ে বিশ্বকাপ জেতার। সম্প্রতি দুজন নিজেদের এমন স্বপ্নের কথা জানিয়েছেন একে অপরের মুখোমুখি হওয়া এক সাক্ষাৎকারে।
সাক্ষাৎকারের শুরুতেই এমবাপ্পে জানিয়েছেন তিনি ভালো সাংবাদিক নন। নেইমরাকে কি প্রশ্ন করবেন সেটিই তিনি ভেবে পাচ্ছেন না! তবে সাক্ষাৎকার শুরুর পর তিনিই ছিলেন বেশি কৌশলী। নেইমরাকে উদ্দেশ্য করে এমবাপ্পে বলেছেন, ‘আমি ভালো সাংবাদিক নই, নেইমারকে আর কি বা প্রশ্ন করতে পারি? আচ্ছা তাইলে বলো, সব অর্জনের পর এখন তোমার স্বপ্ন কী?’
নেইমারের সহজ সরল উত্তর, ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা আর ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা।’ উত্তর দেওয়ার পর এমবাপ্পের উদ্দেশ্যে নেইমারের পাল্টা প্রশ্ন, তোমার তো পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয় তাই না?’
একটু হাসি দিয়ে এমবাপ্পের কৌশলী উত্তর, ‘আরেকটি বিশ্বকাপ কেন নয়।’ এমবাপ্পের উত্তর শুনে নেইমার সাফ জানিয়ে দেয়, ‘পরের বিশ্বকাপ আমার। বিশ্বকাপ জেতা ছাড়া এখন তোমার বড় স্বপ্ন কি?’
এমবাপ্পে তাঁর আগের অবস্থায় অনড়। নেইমারের প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেছেন, ‘পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা আমারও স্বপ্ন। সেটি দারুণ কিছু হবে। তবে বিশ্বকাপ জিততে পারলে সেটিও দারুণ এক অর্জনই হবে।’
মুখোমুখি সাক্ষাৎকারে এমবাপ্পে বিশ্বকাপ জয় আর পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নের কথা জানিয়ে আরেকটি ইঙ্গিতই কি দিলেন! আগামী মৌসুমেও কি তবে এমবাপ্পে পিএসজিতেই থাকছেন?
টেস্টে রেকর্ড গড়তে যেন প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশকেই বেছে নেয়। দেশের মাঠে হোক বা বাইরে-ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফুটে ওঠে বাংলাদেশের হতশ্রী চিত্র। অ্যান্টিগায় চলমান প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড।
৪২ মিনিট আগেপ্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
১০ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১২ ঘণ্টা আগে