ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে যাওয়া একরকম নিশ্চিতই বলা চলে। সবকিছু ঠিকঠাক হলে এই প্রথম যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) কোনো লিগে খেলতে যাচ্ছেন তিনি। তবু এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন দল লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব (এলএএফসি) এ নিয়ে ভাবছে না।
যে ইন্টার মিয়ামিতে খেলতে মেসি যাচ্ছেন, সেই দল ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এমএলএসে ইন্টার মিয়ামি আছে এবার ইস্টার্ন কনফারেন্স গ্রুপে। ইস্টার্ন কনফারেন্সের ১৫ দলের মধ্যে ১৫ নম্বরে আছে মিয়ামি। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন এলএএফসি আছে ওয়েস্টার্ন কনফারেন্স গ্রুপে। তারা আছে পয়েন্ট তালিকার ৩ নম্বরে। অতীত রেকর্ড অনুযায়ী, মেসি ২০২১-২২ মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যাওয়ার পরের মৌসুমেই তারা লিগ ওয়ান জিতেছে। তার আগে আর্জেন্টাইন তারকা ফুটবলারের পায়ের জাদুতে অসংখ্য শিরোপা শোকেসে তুলেছে বার্সেলোনা। এই রেকর্ডেও যেন কোনো চিন্তা নেই কার্লোস ভেলার।মেক্সিকোর টিইউডিএন টিভি চ্যানেলকে এলএএফসির তারকা ফুটবলার বলেন, ‘(মেসির আসা) এমএলএসের জন্য অবশ্যই ভালো খবর। কিন্তু এখনো বিশ্বাস করি যে আমরা শিরোপা ধরে রাখতে পারব। অন্য দলে কে আছে তা কোনো ব্যাপারই নয়।’
মেসির সঙ্গে ইন্টার মিয়ামির আনুষ্ঠানিক চুক্তিটাই শুধু বাকি। এরই মধ্যে তিনি মিয়ামিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সারের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে মেসি একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। অ্যাপার্টমেন্ট কিনতে তাঁর খরচ হয়েছে ৯০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৯৭ কোটি ৩৯ লাখ টাকা। পোর্শ ডিজাইন টাওয়ার এই বাড়িটি তৈরি হয়েছে ২০১৭ সালে। এই বিল্ডিং থেকে মিয়ামি সমুদ্রসৈকত কয়েক সেকেন্ড দূরে। আর ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ। মেসির নতুন বাড়িতে রয়েছে সিনেমা, গলফ, রেসিং সিমুলেটরস এবং ঘরোয়া পর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থা।
এর আগে গত ৩ জুন পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি-ক্লেরমঁ ফুত। এই ম্যাচ ছিল পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ। এই ম্যাচ প্যারিসিয়ানরা হেরে যায় ৩-২ গোলে। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত দুই মৌসুমে পিএসজির জার্সিতে ৭৫ ম্যাচ খেলে মেসি করেছেন ৩২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৩৫ গোলে। দুটো লিগ ওয়ান (২০২১-২২,২০২২-২৩) এবং একটি ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা।
লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে যাওয়া একরকম নিশ্চিতই বলা চলে। সবকিছু ঠিকঠাক হলে এই প্রথম যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) কোনো লিগে খেলতে যাচ্ছেন তিনি। তবু এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন দল লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব (এলএএফসি) এ নিয়ে ভাবছে না।
যে ইন্টার মিয়ামিতে খেলতে মেসি যাচ্ছেন, সেই দল ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এমএলএসে ইন্টার মিয়ামি আছে এবার ইস্টার্ন কনফারেন্স গ্রুপে। ইস্টার্ন কনফারেন্সের ১৫ দলের মধ্যে ১৫ নম্বরে আছে মিয়ামি। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন এলএএফসি আছে ওয়েস্টার্ন কনফারেন্স গ্রুপে। তারা আছে পয়েন্ট তালিকার ৩ নম্বরে। অতীত রেকর্ড অনুযায়ী, মেসি ২০২১-২২ মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যাওয়ার পরের মৌসুমেই তারা লিগ ওয়ান জিতেছে। তার আগে আর্জেন্টাইন তারকা ফুটবলারের পায়ের জাদুতে অসংখ্য শিরোপা শোকেসে তুলেছে বার্সেলোনা। এই রেকর্ডেও যেন কোনো চিন্তা নেই কার্লোস ভেলার।মেক্সিকোর টিইউডিএন টিভি চ্যানেলকে এলএএফসির তারকা ফুটবলার বলেন, ‘(মেসির আসা) এমএলএসের জন্য অবশ্যই ভালো খবর। কিন্তু এখনো বিশ্বাস করি যে আমরা শিরোপা ধরে রাখতে পারব। অন্য দলে কে আছে তা কোনো ব্যাপারই নয়।’
মেসির সঙ্গে ইন্টার মিয়ামির আনুষ্ঠানিক চুক্তিটাই শুধু বাকি। এরই মধ্যে তিনি মিয়ামিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সারের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে মেসি একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। অ্যাপার্টমেন্ট কিনতে তাঁর খরচ হয়েছে ৯০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৯৭ কোটি ৩৯ লাখ টাকা। পোর্শ ডিজাইন টাওয়ার এই বাড়িটি তৈরি হয়েছে ২০১৭ সালে। এই বিল্ডিং থেকে মিয়ামি সমুদ্রসৈকত কয়েক সেকেন্ড দূরে। আর ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ। মেসির নতুন বাড়িতে রয়েছে সিনেমা, গলফ, রেসিং সিমুলেটরস এবং ঘরোয়া পর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থা।
এর আগে গত ৩ জুন পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি-ক্লেরমঁ ফুত। এই ম্যাচ ছিল পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ। এই ম্যাচ প্যারিসিয়ানরা হেরে যায় ৩-২ গোলে। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত দুই মৌসুমে পিএসজির জার্সিতে ৭৫ ম্যাচ খেলে মেসি করেছেন ৩২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৩৫ গোলে। দুটো লিগ ওয়ান (২০২১-২২,২০২২-২৩) এবং একটি ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা।
৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
৩৭ মিনিট আগেচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
১ ঘণ্টা আগে‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
৩ ঘণ্টা আগে